শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁ জেলা সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন এর গোয়ালি গ্রামে গরুর শেডে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে দুটি গরু প্রাণে বেঁচে গেলেও ক্ষতি হয়েছে প্রায় ১০লাখ টাকার।
বুধবার পূর্বরাতে আনুমানিক আড়াইটার দিকে ওই ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম প্রামাণিকের বসত বাড়ীতে গরুর সেডে আগুন দেন দূর্বৃত্তরা।
জানা যায় যে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মেম্বার আবুল কাশেম বাণিজ্যিক ভাবে গরু মোটা-তাজাকরণ করছিলেন। ঘটনার রাতে সময়ে বিদ্যুৎ ছিলো না। ঐ হটাৎ রাতে ছাগলের আওয়াজ শোনে ঘুম থেকে জেগে গরুর শেডে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে ওঠেন মেম্বার। চিৎকার শুনে তার ছেলে শামিম আহমেদ ও প্রতিবেশিরা ঘুম থেকে ওঠে এসে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে করেন। আগুন নিয়ন্ত্রণ করার সময় মেম্বারের ছেলের শরীরের কিছু অংশ আগুনের তাপে ঝলসে যাওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলেও জানান মেম্বার। এছাড়া শেডে থাকা ৩টি গরুর গায়ে আগুনের তাপ লেগে ঝলসে যায় এবং গরু গুলোর অবস্থা খুবই খারাপ। এছাড়াও কিছু মুরগী ও হাঁস আগুনে পুড়ে গেছে। এতে করে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মেম্বার আবুল কাশেম প্রামাণিক।

এব্যাপারে শিকারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রূকুনূজ্জামান (টুক) সাংবাদিকদের বলেন, শত্রুতা মূলকভাবে মেম্বারকে ক্ষতিগ্রস্থ করতেই দূর্বৃত্তরা আগুন দিয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অমানবিক কাজ এটি, যেই করুক না কেন, জড়ীতরা যেন ছার না পায়, তদন্ত পূর্বক জড়ীতদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের আশুদৃষ্টি ও কামনা করেছেন তিনি।
এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল আহমেদ জানান, অগ্নিকান্ডের কথা শোনার পরই সাথে সাথে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ গিয়েছিলো। লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।