
১৯৫২ সালের ২১শে
ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের চেতনায়
বিংশ শতাব্দীর দেশে তরুন
লেখক'দের বর্তমানে আর্বিভাব ঘটেছে বহু। কেউ হয়তো জনপ্রিয় কাব্য উপন্যাস, রম্য,
প্রেম - বিরহ বই লিখে। আবার কেউ হয়তো জনপ্রিয় গবেষণা,বিজ্ঞান, রাজনীতি'র বিশ্লেষণ
মূলক বই লিখে। তারই ধারাবাহিকতায় দেশের তরুন রাজনীতিবীদ ও উদীয়মান লেখক সাখিদার
মো. জহুরুল ইসলাম ছনি লিখেছেন ব্যতিক্রম এক বই ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়:
আন্দোলন, রাজনীতি'। বইটি প্রকাশিত হয়েছে 'বায়ান্ন' প্রকাশনী থেকে। অমর একুশে
বইমেলায় ৭৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে তরুন ও তরুণী'দের মধ্যে বইটি
বেশ সাড়া পাওয়া গিয়েছে। তাদের ভাষ্য মতে দেশের এই প্রথম কোন লেখক প্রাইভেট
বিশ্ববিদ্যালয় কে প্রধান্য দিয়ে বই টি প্রকাশ করেছেন।
শিক্ষার্থীরা মনে
করেন- রাজনীতি শুধু চর্চার জন্য নয় বরং দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায়
শিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবা করতে হবে। তারই ধারাবাহিকতায় লেখক বইটিতে
বিগত এক যুগের দেশের রাজনৈতিক অবস্থা, বিচার বিশ্লেষণ ও আন্দোলনের সংগ্রামের
ইতিহাস তুলে ধরেছেন। বিশেষ করে ২০১৫ সালের ভ্যাট আন্দোলন, ২০১৮ সালের কোটা
আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন ও সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাইভেট
বিশ্ববিদ্যালয় যে অকুতোভয় বীরত্ব দেখিয়েছে তারই ঘটনাপ্রবাহ এই বইয়ে তুলে ধরা
হয়েছে।
বিভিন্ন আন্দোলন সংগ্রামে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও বরাবরই উপেক্ষিত থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিংবা দলীয় পদ পদবি তে
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় না। এর অন্যতম কারণ প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া ছাত্ররাজনীতি। এ বিষয়টিও লেখক তুলে ধরার চেষ্টা করেছেন
এ বইয়ে।
সব মিলিয়ে এই বইটা
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আন্দোলন-সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের গৌরবোজ্জ্বল অস্তিত্বের
ব্যাপারে জানতে হলে এই বইটি অবশ্যই পড়া দরকার।