Logo
শিরোনাম

বেনাপোল আমদানি-রপ্তানিতে গতি ফেরাতে ২ জন কর্মকর্তা ও ৩৫কর্মচারী নিয়োগ

প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::

আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে নতুন করে ২ জন কর্মকর্তা ৩৫ কর্মচারীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্থল বন্দর পরিচালক বলেন, বন্দরে জনবল স্বল্পতা ছিল। পাশাপাশি বন্দরের বিরাজমান সমস্যা নিরসনে চাহিদা দাবির প্রেক্ষিতে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানায়।

রেজাউল বলেন, বেনাপোল স্হল বন্দরের অপারেশনাল কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনা, বেনাপোল স্হল বন্দরের স্টেক হোল্ডারদের কে যথাসময়ে সেবা প্রদান করা ও বেনাপোল স্হল বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে ২ জন কর্মকর্তা ও ৩৫ কর্মচারী কে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

এই ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন সহ দুই দিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে তাদের বেনাপোল স্হল বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড, দপ্তর, শাখায় পোস্টিং দেওয়া হয়ে হয়েছে বলে জানান


আরও খবর

রেমিট্যান্স প্রবাহে বাড়ছে রিজার্ভ

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




দশ বছরেও আল্লামা ফারুকী হত্যার বিচার না হওয়ায় বিএসপি চেয়ারম্যানের উদ্বেগ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

স্টাফ রিপোর্টার :

আহলে সুন্নত ওয়াল জামাআতের শীর্ষস্থানীয় আলেম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজন জঙ্গি এখনো গ্রেপ্তার হয়নি। যে কারণে দশ বছরেও শেষ হয়নি এই মামলার তদন্তকাজ। 


এদিকে দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও আল্লামা ফারুকী হত্যার বিচারকার্য শেষ না হওয়ায় গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন আহলে সুন্নত ওয়াল জামাআতের শীর্ষ নেতা ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।


আগামিকাল ২৭ আগষ্ট (মঙ্গলবার ) আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ) এর দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "দুঃখজনক হলেও সত্য যে, আহলে সুন্নত ওয়াল জামাআতের শীর্ষস্থানীয় আলেম ও  বলিষ্ঠ কন্ঠস্বর আল্লামা নূরুল ইসলাম ফারুকী ২০১৪ সালের ২৭ আগষ্ট রাতে অন্যায়ভাবে ঘাতকদের হাতে খুন হয়ে দীর্ঘ দশ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সরকার এই নির্মম হত্যাকান্ডের বিচার করতে ব্যর্থ হয়েছে। 

এমনকি এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বিভিন্ন সময় দিন ধার্য করা হলেও কোনো এক অদৃশ্য কারণে বিভিন্ন অযুহাতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সদস্যরা দীর্ঘ সময় নিয়েও এই হত্যাকান্ডের জট খুলতে পারছে না।


সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, এই ধরনের হত্যাকান্ডের বিচার যথাসময়ে না হওয়ায় ২০১৬ সালে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান সহ বিভিন্ন জঙ্গি হামলার সৃষ্টি হয়েছে। তাই জঙ্গিবাদ দমনে সরকারের তৎপরতা আরো বৃদ্ধি করা জরুরী।


বিএসপি চেয়ারম্যান আরো বলেন, আল্লামা ফারুকী হত্যার বিচারকার্য সম্পাদনে সরকার আন্তরিক হলে এই ঘৃণ্য বর্বরোচিত হত্যাকান্ডের জট খোলা সম্ভব।


আল্লামা শায়খ নূরুল ইসলাম ফারুকী হত্যাকান্ডের বিচারকার্য অনতিবিলম্বে সম্পন্ন করনে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেন হযরত শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।


তিনি সর্বশেষ আল্লামা শায়খ নূরুল ইসলাম ফারুকীর বিদেহি আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের এইদিনে (২৭ আগস্ট) রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ হয়নি। তিনি চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ এবং মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধান’ উপস্থাপনা করতেন। এছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং একটি হজ্ব কাফেলার চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিবও ছিলেন। 


আরও খবর



ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ সিনান তালুকদার - নোবিপ্রবি প্রতিনিধি::


ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে কিছু তরুণ স্বেচ্ছাসেবীর সহায়তায় টাঙ্গাইল সদরের ভাতকুড়া ও করটিয়া ইউনিয়নে ত্রাণের জন্য টাকা উত্তোলণ কার্যক্রম পরিচালিত হয়।

৪ দিনে উত্তোলনকৃত টাকা থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীরা লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এবং মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে নিজ দায়িত্বে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন। প্রায় ২৫০টি পরিবারে তারা ত্রাণ পৌঁছে দেন এবং আশ্রয় কেন্দ্রেও আর্থিক ভাবে সাহায্য করেন।

বন্যা পরবর্তী সংস্কারের জন্য উত্তোলনকৃত টাকার কিছু অংশ শিক্ষার্থীরা জমিয়ে রাখেন।বন্যা কবলিত এলাকায় কোনো একটি পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য শিক্ষার্থীরা উক্ত অর্থ প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও খবর

এইচএসসির ফল নির্ধারণ হবে যেভাবে

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image
সেলিম সরকার -পীরগঞ্জ , রংপুর প্রতিনিধি::

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের, হাফিজুরের ইট ভাটা সংলগ্ন ফাঁকা স্থানে, ৩১ আগষ্ট শনিবার সকালে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

পরে স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করে।  নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে পাশ্ববর্তী মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের একডালা গ্রামের,  মৃত্যু মিয়া উদ্দিন এর পুত্র মমতাজ মিয়া (৫৫) প্রতিদিনের মতো ভ্যান নিয়ে গত শুক্রবার বের হওয়ার পর রাতে বাড়িতে না ফেরায়, তারা খোঁজাখুজি করতে থাকে পরে লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ টি সনাক্ত করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা দুষ্কৃতিকারীরা ভ্যানটি কেড়ে নিয়ে তাঁকে অন্য কোথাও মেরে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে।

এবিষয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। 

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




বেলকুচিতে ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

এম. এ মান্নান পলক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশেপ্রণোদিতভাবে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে দেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ ‘মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ হতে জুমা নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপজেলার প্রধান সড়ক হয়ে মুকুন্দগাতী যাত্রীছাউনিতে এসে শেষ করে।সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় পণ্য, বর্জন কর’ করতে হবে ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’ প্রভৃতি স্লোগান দেন। 

 ভারতীয় আগ্রাসনে কোন প্রকার সতর্কবানী না দিয়ে মাঝ রাতে ভারতের ডুম্বুর বাঁদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক ব্ন্যা সৃষ্টি করায় বেলকুচি উপজেলার ছাত্র-জনতা ও মুসল্লিগণ জুমার নামাজ শেষে রাজপথে নেমে আসে। ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভারতীয় সকল প্রকার পন্য বয়কটের ঘোষণা দেন ভিক্ষোবকারীরা।

এসময় বেলকুচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মুসা হাসেমী প্রধান উপদেষ্টাকে আহবান জানান তাদের (ভারতের) কর্মকান্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিন।এছাড়া তিনি আরো ববেল কেউ যদি আমাদের ভুখন্ডের দিকে শকুনের চোখে তাকায় তাহলে তার চোখ তুলে ফেলব এবং সেভেন সিষ্টারের নিরাপত্তা থাকবেনা।
মুকুন্দগাতী বাজার মসজিদের সাবেক ইমাম হাফেজ মোঃ আতিকুল ইসলাম বলেন ভারত আমাদের উপর জুলুম করছে আমরা জুলুম কারী হিসেবে আরেকবার ভারতে সাথে যু্দ্ধ করব। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয়ক ইকবাল এইচ রিপন, মুছাব্বির হোসেন। উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম, মনিরুজ্জামানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেত্রীবৃন্দ।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীয়ার ১৩তম ওরশ শরিফে লাখো ভক্ত-জনতার ঢল

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image

স্টাফ রিপোর্টার :

ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী, ইমামে আহলে সুন্নাত, শাইখুল ইসলাম হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) এর ১৩তম ওরশ শরিফ হাজারো ভক্ত জনতার উচ্ছ¡াস উদ্দীপনায় মাইজভাণ্ডার  দরাবর শরিফে অনুষ্ঠিত হয়েছে। ৫দিনব্যাপ ওরশ শরীফের ১৯ আগস্ট শেষ দিনে  অশান্ত সংঘাতমুখর পরস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর পরিত্রাণ কামনায় আখেরি মুনাজাতে সামিল হন হাজার হাজার আশেক,ভক্ত-জনতা। দেশের প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে সারা দেশ থেকে শত শত পরিবহনে ওরশ শরিফে যোগ দেন অসংখ্য মানুষ। ওরশ শরিফ উপলক্ষে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, ফ্রি চিকিৎসা, রক্তের গ্র“প নির্ণয়, মাদক ও যৌতুকের বিরুদ্ধে গণস্বাক্ষর, মহান মুর্শিদ কেবলার (ক.) রওজা শরিফে গিলাফ চড়ানো, জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, হুজুর কেবলার জিবনী আলোচনা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হয়। ওরশ শরীফ মাহফিলে সভাপতির বক্তব্যে হুজুর কেবলার স্থলাভিষিক্ত খেলাফতপ্রাপ্ত আওলাদ, মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান  হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) বলেন,বিশ্বে আজ নিরপরাধ মানবতার চরম অপমান-নিগ্রহ চলছে। শান্তিকামী নিরীহ মানুষের ওপর শক্তিধর মানুষের প্রবল শোষণ নিপীড়ন আজ মাত্রা ছাড়িয়ে গেছে। নিপীড়ন-শোষণ-বঞ্চনামুক্ত একটি শান্তিময় পৃথিবী ও মানবিক সমাজ গড়তে আজীবন দিশারীর ভূমিকা রেখেছেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তিনি বলেন, মাইজভাণ্ডারী মহাত্মাদের জীবন দর্শনের কর্মসূচির মাধ্যমে নিষ্পেষিত মানবতার বিপন্ন অবস্থা থেকে নিস্কৃতি সম্ভব। দেশে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে মাইজভাণ্ডারী মহাত্মাদের শান্তিবাদী গণমুখী দর্শনের পূর্ণাঙ্গ অনুসৃতি প্রয়োজন বলে তিনি মতব্যক্ত করেন। তিনি বলেন, আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত ইসলামের শান্তি-দর্শন ও অহিংস নীতি ব্যক্তি, পরিবার, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অনুসরণ করলে বর্তমান নিগৃহীত অবস্থা থেকে পরিত্রাণ মিলবে। খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.), কার্যকরী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.), সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী (ম.জি.আ.)। হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর ট্রাস্টের মহাসচিব অ্যাড.কাজী মহসিন চৌধুরী, আন্জুমান কেন্দ্রীয় মহাসচিব শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভাণ্ডারী। আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কবির চৌধুরী, মাওলানা মুফতী বাকী বিল¬াহ্ আল-আযহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, অধ্যক্ষ মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী,মাওলানা মুফতী এইচএম মাকসুদুর রহমান, মাওলানা বাকের আনসারী, মাওলানা মুহাম্মদ হাসান, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদরাসা হেফজখানা ও এতিমখানার সুপার মাওলানা হাফেজ নাজের হুসাইন প্রমুখ। সালাত-ছালাম পরিবেশন শেষে অশান্ত নিগৃহীত অবস্থা থেকে দেশ ও বিশ্ববাসীর নাজাত কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরীকত মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (ম.জি.আ.)।


আরও খবর