
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে মাদকের মামলায় যাবজ্জীবন সহ সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলো বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া গ্রামের আবু বক্করের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাশেদুজ্জামান রনি (৩৫) ও ঘাসিরপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ইদু মিয়া (৪৮)।
বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া এলাকার আবু বক্করের ছেলে রাশেদুজ্জামান রনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১১ সালে ঢাকার সবুজবাগ থানায় একটি ও ২০১৫ সালে যাত্রবাড়ি থানায় একটি মাদক মামলা হয়। দুই মামলায় রনির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালীন থেকেই রনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। অপরদিকে উপজেলার ঘাসিরপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইদু মিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে বকশীগঞ্জ থানায় মাদকের মামলা হয়। মামলায় ইদু সরকারকে দুই বছরের কারাদন্ডাদেশ দেন আদালত। এরপর থেকে তিনিও পলাতক ছিলেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন,সোমবার রাতে বকশীগঞ্জ থানার এ এস আই মাহফুজের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকার সবুজবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।