Logo
শিরোনাম

ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ ঘটনায় একজন আটক

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার : নওগাঁয় ''এসএসসি'' পরক্ষার্থী কিশোরী এক স্কুল ছাত্রীকে প্রতিবেশী সম্পর্কে চাচা ভাই কর্তৃক ভঁয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারন করে সেই ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে ঘটনাটি প্রকাশ না করার হুমকি দিয়ে ফের আবারো ব্লাক মেইল করার ঘটনায় মামলার পলাতক আসামী মনোয়ার (৩৪) কে আটক করেছে ্যাব-, সিপিসি-, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল আটকের সত্যতা নিশ্চিত করে ্যাব কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, ্যাব-, সিপিসি-, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার নভেম্বর পূর্বরাত পনে ১টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন এর শালবাড়ী দেওয়ানপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারন মামলার পলাতক আসামী নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন এর মোহনপুর গ্রামের সামাদ এর ছেলে মনোয়ার (৩৪) কে গ্রেফতার করা হয়


উল্লেখ্য, নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া হাইস্কুল এন্ড কলেজ এর ১০ম' শ্রেনীতে পড়ুয়া ছাত্রী (১৬) প্রতিদিনের ন্যায় গত ৩০ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে একডালা নামক স্থানে পৌঁছালে এসময় আকাশ থেকে বৃষ্টি পড়ায় ছাত্রীটি রাস্তার পার্শ্বের একটি অটো-রাইচ মিলের গেটে আশ্রয় নেয় সময় রাস্তাদিয়ে চার্জার ব্যাটারী চালিত অটো-বাইক নিয়ে যাওয়ার পথে ছাত্রীটির সম্পর্কে প্রতিবেশী ভাই সুজন চাচা মনোয়ার তাকে হাপানিয়া পৌছে দেওয়ার কথা বলে সু-কৌশলে অটো-বাইকে তুলে ভঁয়ভিতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে আবারো ভঁয়ভীত দেখিয়ে শারিরীক সম্পর্কের চেষ্টা করেন কিন্তু ছাত্রী শারিরীক সম্পর্কে রাজি না হয়ে চাচা ভাই ডেকে নিজের ইজ্জত রক্ষার চেষ্টা করেন এতেও রক্ষা হয়নি এসময় অভিযুক্ত সুজন এবং মনোয়ার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ছাত্রীকে পালাক্রমে ধর্ষন করেন এবং ধর্ষনের ভিডিও তাদের ব্যক্তিগত মোবাইল ফোনে ধারন পূর্বক ছাত্রীকে ভঁয় দেখিয়ে ধর্ষকরা বলেন, ধর্ষনের ঘটনা যদি কারো নিকট প্রকাশ করে তাহলে মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দিবেন, এতে সে নিজ শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামের লোকজনের মুখ দেখাতে পারবেনা বলেও হুমকি দেয় ভঁয়ে ছাত্রী ঘটনাটি কয়েকদিন গোপন রাখেন এমনকি অসুস্থ্য হয়ে পড়েন


এরি মাঝে ছাত্রীকে বাড়ির সামনে পেয়ে আবারো সেই ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে তাকে ধর্ষণের প্রস্তাব দিলে ছাত্রী কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘটনাটি প্রকাশ করেন ঘটনা প্রকাশের পরই ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত সুজন মনোয়ার এর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেন মামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে নওগাঁ সদর মডেল থানা পুলিশের চৌকস টিম ঢাকা শহরে অভিযান চালিয়ে সুজন কে আটক করেন অপরদিকে ঘটনার পর থেকে মনোয়ার পলাতক ছিলেন


পালাক্রমে ছাত্রীকে ধর্ষণ ভিডিও ধারনের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ্যাব-, সিপিসি-, এর গোয়েন্দা দল ধর্ষক এর গতিবিধি পর্যবেক্ষণ ছায়া তদন্ত শুরু করেন তথ্য প্রযুক্তির সহায়তায় নভেম্বর পলাতক ধর্ষক মনোয়ার কে নওগাঁ জেলার মহাদেবপুর থানধীন শালবাড়ী দেওয়ানপুর এলাকা থেকে আটক করেন আটককৃত আসামী মনোয়ার কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রতিবেদক কে নিশ্চিত করেছেন ্যাব


আরও খবর



পুরাতন ল্যাপটপ, কম্পিউটার ক্রয় এর ক্ষেত্রে লক্ষ্যনীয় দিকসমূহ

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

একুশ শতকে বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আমাদের জীবন অচল ই বলা চলে। আমাদের অনেক আর্থিক সামর্থ্য না থাকায় আমরা প্রায়ই পুরাতন কিংবা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ /কম্পিউটার ক্রয় করে থাকি,ক্রয় করার ক্ষেত্রে যেসব বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে ,তা নিচে তুলে ধরা হলঃ

• ল্যাপটপ বা কম্পিউটার এর ডকুমেন্টস ও কাগপজ পত্র অবশ্যই যাচাই করে নিবেন।

• সিস্টেম ইনফরমেশন অবশ্যই বিক্রেতার ভাষ্যের সাথে মিলেয়ে নিবেন।

• ব্যাটারি হেলথ ও চার্জার চেক করে নিন।

• চার্জ হচ্ছে কিনা যাচাই করুন।

• যেকোনো ব্রাউজার থেকে  ডিসপ্লে চেকার দিয়ে ডিসপ্লে চেক  করুন।

• অনলাইন কি বোর্ড টেস্টার থেকে কিবোর্ড এর সব বোতাম চেক করে নিন।

• টাস্ক ম্যানেজার থেকে পিসি/ল্যাপটপ এর পার্ফমান্স যাচাই করুন।

• ক্যামেরা যাচাই করুন।

• সাউন্ড স্পিকার টেস্ট করে দেখে নিন।

• ইউ এস বি পোর্ট ও ল্যান,ভিজিএ পোর্ট চেক করে নিন।

উক্ত বিষয়গুলা বিবেচনা করে কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় করলে আমরা নানাবিধ সমস্যা থেকে মুক্তি পেতে পারি। 

- কাউসার আহমেদ মাসুম 

বি এস সি (কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলী),এম ,এস,সি ,পি ,এম ,আই,টি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

সহকারি আইটি সাপোর্ট ।নন্দন পার্ক লিমিটেড


আরও খবর

CMOS(সিমোস) কি?এবং এর কাজের বর্ননা

শনিবার ২৫ নভেম্বর ২০২৩

বিল বাকি থাকায় ইন্টারনেটের গতি ধীর

শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩




ক্যানসার আক্রান্ত রবিনের জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

ক্যানসারে আক্রান্ত যুবক রবিনের (২২) জীবন বাঁচাতে চিকি’সার জন্য সহযোগিতার আকুতি জানিয়েছেন স্বজনরা। রবিন নওগাঁর রাণীনগর উপজেলার একডালা গ্রামের মোহাতাব আলীর ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন।

রবিনের বড় ভাই ফিরোজ হোসেন জানান,সংসারে অভাব অনটোনের জন্য গত দুই বছর ধরে চট্রগ্রাম একটি গার্মেন্টসে শ্রমীক হিসেবে কাজ করে আসছিলেন। গত তিন মাস আগে অসুস্থ্য হয়ে পরেন। পরে হাসপাতালে নিলে পলীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ইউয়িং সারকোমা নামক ক্যানসার ধরা পরে। বর্তমানে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন রয়েছেন। তাকে ভারতে নিয়ে চিকি’সা করাতে প্রায় ১০লক্ষ টাকা ব্যায় হবে। কিন্তু এতো টাকা ব্যায় করে চিকি’সা করানোর মতো সামর্থ নেই পরিবারের। ফিরোজ জানান,সংসারে একমাত্র মাথা গোঁজার ঠাই বাড়ীর মাত্র চার শতক জায়গা ছাড়া আর কিছু নেই। বর্তমানে থেরাপীতে যে পরিমান টাকা ব্যায় হচ্ছে তাও যোগান দিতে পারছিনা। চোখের সামনেই তিলে তিলে জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই ভাইয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থবান এবং হৃদয়বানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পাঠাতে

সোশ্যাল ইসলামী ব্যাংক আবাদপুকুর হাট এজেন্ট শাখা যাহার হিসাব নং-৯৯০১১৯০০৫৯৬৩৬

বিকাশ নং-০১৭৫৭ ৬৫৪৬৪৪


আরও খবর



মাভাবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

মো: হৃদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) তে বাংলাদেশ ছাত্রলীগ, মাভাবিপ্রবি শাখার উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ০৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ ঘটিকায়  মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ৩য় একাডেমিক ভবন থেকে সন্তোষ বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল ও বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবিরসহ  অনান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ছাত্রলীগ মাভাবিপ্রবি শাখার সভাপতি মানিক শীল বলেন, "ফুল ফুটুক আর নাই ফুটুক, বোমা ফুটবেই, শিক্ষা প্রতিষ্ঠানের সেই খারাপ পরিস্থিতি থেকে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে  ছাত্রসমাজকে  অস্ত্রের পরিবর্তে কলম তুলে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরে পেয়েছি। আজকে যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা উদ্ভাবন প্রযুক্তিতে এগিয়ে, দেশ যখন বিশ্বে উন্নয়নে রোল মডেল ঠিক তখনই বিএনপি জামাত শিবির হরতাল অবরোধ দিয়ে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে অস্থিতিশীল করতে চাচ্ছে। আমরা ছাত্রলীগ সারা বাংলার ছাত্রসমাজকে সাথে নিয়ে তাদের কে দাত ভাঙ্গা জবাব দিতে রাজপথে প্রস্তুত রয়েছি ৷"

বাংলাদেশ ছাত্রলীগ মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির বলেন,  " বাংলাদেশের জনগণ স্মার্ট রাজনীতিতে বিশ্বাস করে, তারা কোন প্রকার স্বাধীনতা বিরোধী রাজনীতির সাথে জড়াতে চায় না, বাংলার জনগণ বিএনপি জামায়াতের মতো জ্বালও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী কোন সন্ত্রাসী দলের উপর আস্থা রাখে না। এদেশের সাধারণ মানুষ বিএনপি জামায়াতয়ের দেয়া অবরোধ প্রত্যাখ্যান  করে স্বাভাবিক চলাচল অব্যাহত রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতা কর্মী বরাবরের মতো সাধারণ মানুষের পাশে আছে এবং বিএনপি জামায়াতের সকল নৈরাজ্যকে রুখে দিতে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সোচ্চার আছে, থাকবে।


আরও খবর



আবারো ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

দুই দিনের বিরতি দিয়ে আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রবি ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনপ্রতিষ্ঠা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর রবিবার ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনের শুরুতে রিজভী বলেন, এক বিশেষ পরিস্থিতি ও দুর্যোগ দুর্বিপাকের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। আর সরকার প্রতিনিয়ত ধাপ্পাবাজি করছে জনগণের সঙ্গে। সরকার প্রধান বলেছেন, নির্বাচনে আসুন কার কত দৌড় আমরা দেখি। নির্বাচনে দৌড়াবেন তো আপনি, আপনার মনের মতো করে তৈরি করা আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদেরকে নিয়ে আপনি দৌড়াবেন। জনগণ তো প্রতিযোগিতার জন্য দৌড়াতে পারবে না। কারণ জনগণকে আপনি বন্দি করে রেখেছেন।

তিনি বলেন, গণতান্ত্রকামী মানুষ আজ বন্দি জীবনযাপন করছে। বিএনপির অধিকাংশ নেতাকে মিথ্যা মামলা দিয়ে আপনি (প্রধানমন্ত্রী) কারাগারে দিয়েছেন। আমাদের দলের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের জেলে ঢুকিয়েছেন। মাঠ খালি করে একা দৌড়ানোর জন্য আপনি রাষ্ট্রশক্তি ব্যবহার করেছেন। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আন্ডারগ্রাউন্ড দল নই। আমরা রাস্তায় প্রতিবাদ করি সকল অন্যায়ের। আর এই অপরাধেই আপনি গ্রেপ্তার করছেন । গ্রেফতারের জন্য মহাউৎসব শুরু করেছেন আপনি। প্রাণভরে গ্রেফতার অভিযান শুরু করেছেন আপনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, একতরফা নির্বাচন, দুর্নীতি এবং টাকা পাচার করতে আপনি এবং আপনার সরকার পছন্দ করেন। একতরফা নির্বাচনী দৌড় আপনি দেবেন। তবে বলে রাখছি, এটা বাংলাদেশ। দেশের অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে এ দেশ গঠিত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি কিছু কিছু দেশকে সব উজাড় করে দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকায় পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন এক পুলিশ সদস্য নিহত হন এবং অনেকে আহত হন। সমাবেশ ভন্ডুল করার প্রতিবাদে পরদিন হরতাল আহ্বান করে বিএনপি। ওইদিন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। এর পরের কয়েকদিনে মির্জা আব্বাস, আমীর খসরু, মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির শীর্ষ পর্যায়ের প্রায় সব কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়।

এসব গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের আগে থেকে চলা এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে মোটামুটি লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। এর মধ্যে তফসিল ঘোষিত হওয়ায় এর প্রতিবাদে দুই দিন হরতাল পালন করা হয়। এখন নিয়মিতভাবে সপ্তাহের মঙ্গলবার বাদে বাকি চার দিন অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

 


আরও খবর



হিজবুল্লাহর ভয়ে লেবানন ছাড়ছে ইসরায়েলিরা

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

হিজবুল্লাহর হামলার ভয়ে লেবানন সীমান্তবর্তী শহর ও বসতির ইসরায়েলিরা নজিরবিহীনভাবে দক্ষিণাঞ্চলের দিকে পালিয়ে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল-মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, আল-জালিল-আল-আলা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতর পর্যন্ত সমস্ত শহর ও উপ-শহর হিজবুল্লাহর হামলার আশঙ্কায় খালি হয়ে গেছে। অসংখ্য ইসরায়েলি দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহর হামলার শুরু থেকেই লেবানন সীমান্তের দখলদার বাসিন্দারা বাসা-বাড়ি ছেড়ে পালাতে শুরু করে দিয়েছিল। কিন্তু আল-জালিল এলাকার সব শহর খালি করে এভাবে পলায়নের ঘটনা নজিরবিহীন। গাজায় ইসরায়েলি বর্বর হামলার জবাবে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে এ পর্যন্ত ২৮ হাজারের মতো ইহুদি তাদের বসতি ছেড়ে পালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় পাশবিক বিমান হামলা শুরু করার পর ৮ অক্টোবর থেকেই উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে হিজবুল্লাহ।

বৃহস্পতিবার হিজবুল্লাহ আলাদা আলাদা বিবৃতিতে এসব হামলার কথা জানায়। ইসরায়েলের মেটুল্লা সামরিক ঘাঁটিতে মোতায়েন দুটি মারকাভা ট্যাংকের ওপর গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথম হামলাটি চালানো হয়। এ আক্রমণে ট্যাংকে থাকা ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।

অধিকৃত লেবাননের তারবিখা শহরে ইসরায়েলের একটি পদাতিক বাহিনীর ওপর দ্বিতীয় হামলাটি চালানো হয়। এ হামলায়ও একাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। উত্তর ইসরায়েলের আরও কয়েকটি অবস্থানে বৃহস্পতিবার হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন সামরিক অভিযান চালায়। সেদিন থেকেই ইসরায়েলের বিমানবাহিনী গাজায় ভয়াবহ রক্তাক্ত অভিযান শুরু করে যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

ইসরায়েলে সামরিক অভিযানের বিষয়ে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর চালানো নৃশংসতার জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ওপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল-আকসায় ইসরায়েলি নৃশংসতা বন্ধে উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ।

বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ১০,৮১২ জনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে ৪,৪১২ জন শিশু ও ২,৯১৮ জন নারী রয়েছেন। গাজা উপত্যকার ২৩ লাখ মানুষের মধ্যে অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনারা গাজার পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ যুদ্ধ হচ্ছে।

 সূত্র : আল-জাজিরা, প্রেস টিভি, আল-মায়াদিন


আরও খবর