Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image



নিজস্ব প্রতিবেদক:


জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : বিটিভির সৌজন্যে

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ নিয়ে দেশের সবচেয়ে বড় বাজেট পেশ শেষ হয়েছে।


 আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। 


এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।



জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 


এর আগে প্রচলিত রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে দুপুর ২টার দিকে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 


পরে সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।জানা যায়, বিশাল অংকের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা মোট জিডিপির চার দশমিক ছয় শতাংশ। 


বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসাস্থল হিসেবে ব্যাংক খাত বেছে নিয়েছে সরকার।



ঘাটতি পূরণে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ নেবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার। এই অংক চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হাজার ১০৫ কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছিল সরকার। 


তবে সংশোধিত লক্ষ্যমাত্রায় এটি বাড়িয়ে এক লাখ ৫৫ হাজার ৯৩৫ কোটি টাকা ঠিক করা হয়েছে।



আরও খবর



নওগাঁ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- টাইব্রেকারে মান্দা উপজেলা একাদশ দল চ্যাম্পিয়ন

প্রকাশিত:বুধবার ২৫ জুন 20২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ আন্তঃউপজেলা টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে মান্দা উপজেলা একাদশ দল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গত মঙ্গলবার ২৪ জুন বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে বিজয়ী-বিজিত ও সেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এছাড়াও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, ইরফান উদ্দিন আহমেদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, পৌর প্রশাসক টিএমএ মোমিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এই ধরণের আয়োজন আরো বেশি বেশি করার আশ্বাস প্রদান করেন আয়োজকরা।

খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে পরে অতিরিক্ত ৩০মিনিট খেলা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে পাঁচটি করে গোলে ড্র হলে পরে উভয়পক্ষ আরও তিনটি করে শটে অংশ নেয়। পরিশেষে মান্দা উপজেলা ফুটবল একাদশ দল ৮-৭ গোলে নওগাঁ সদর উপজেলা একাদশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় সদর উপজেলা একাদশ দলের খেলোয়ার সাফী। টুর্ণামেন্টে ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয় মান্দা উপজেলা একাদশ দলের খেলোয়ার নয়ন আর টুর্ণামেন্টে সেরা গোলদাতা নির্বাচিত হয় পত্নীতলা উপজেলা একাদশ দলের খেলোয়ার আবু সালেহ। গত একমাস পুরো নওগাঁজেলা ও তার আশেপাশের অঞ্চল কাঁপছিলো নওগাঁ ডিসি গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্টের জ্বরে। এই টুর্ণামেন্টের ফাইনাল খেলা দেখতে বহুবছর পর নওগাঁ জেলা স্টেডিয়াম ছিলো হাজার হাজার দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত দর্শকদের উপস্থিতিই বলে দেয় যে, নওগাঁ ডিসি গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্ণামেন্ট কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছিলো। এমন আয়োজনের ধারাবাহিকতা চায় নওগাঁবাসী। নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করে। গত ২৫ মে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টে জেলার ১১উপজেলা ফুটবল একাদশ দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশগ্রহণ করেন।


আরও খবর



ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতায় লিপ্ত মুসলিম দেশগুলো

প্রকাশিত:রবিবার ১৫ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। এছাড়াও ইরানের হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে। এখন প্রশ্ন উঠছে ইসরায়েলের বিরুদ্ধে বেশিরভাগ আরব রাষ্ট্র যখন ইরানের প্রতি সংহতি জানাচ্ছে জর্ডান কেন এর বিপরীত।

প্রকৃতপক্ষে, জর্ডানের জনসংখ্যার ২০ থেকে ৫০ শতাংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত, যার মধ্যে দেশটির রানী রানিয়াও রয়েছেন- যিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনের স্পষ্ট বিরোধী ছিলেন। তবুও বেশিরভাগ আরব দেশের বিপরীতে, জর্ডান ঠিক বিপরীতভাবে কাজ করছে। জর্ডানের বিমান বাহিনী তাদের আকাশসীমা অতিক্রম করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে অভিমুখে আসা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিচ্ছে এবং গুলি করে ভূপাতিত করছে বলে জানা গেছে।

জর্ডান প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের একটি প্রধান নন-ন্যাটো মিত্র। ২০২১ সালের শুরুতে জর্ডান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সেই চুক্তি অনুযায়ী সামরিক প্রশিক্ষণ, অনুশীলন কৌশল এবং ট্রানজিটের মতো বিভিন্ন কার্যকলাপের জন্য মার্কিন সামরিক কর্মীদের জন্য জর্ডানে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়া হয়েছে। তবে এতে জর্ডানের যুক্তরাষ্ট্রের পক্ষে কোনো সামরিক অভিযানে সহায়তার কোনো প্রতিশ্রুতি নেই।

অন্যদিকে ১৯৯৪ সালের ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি করে জর্ডান, তবে দুটি দেশের মধ্যে একে অপরকে সামরিকভাবে সমর্থন করার কথা উল্লেখ নেই।

মধ্যপ্রাচ্য-ভিত্তিক বিশ্লেষকরা বলছেন, ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ক্ষেত্রে জর্ডানের সিদ্ধান্তের পিছনে অন্যান্য কারণও রয়েছে। কিছু ড্রোন, অথবা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের ওপর না পড়ে জর্ডানের ভূখণ্ডে পড়েতে পারে। আম্মানের যুক্তি তারা ইসরায়েলকে সমর্থন করার চাইতে ইরানের ভুলভাবে ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র থেকে নিজস্ব ভূখণ্ডকে রক্ষা করছে।

জর্ডানের সেনাবাহিনী বলছে, তারা মূল্যায়ন করেছে ইরানের ছোড়া কোন ড্রোন বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে এবং কোনগুলো জর্ডানে অবতরণ করতে পারে।

তবে ইরানের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষায় জর্ডানের অংশগ্রহণের কারণ যাই হোক না কেন, তা ইসরায়েল এবং তার বন্ধুদের সম্মিলিত প্রতিরক্ষামূলক প্রচেষ্টাকে সাহায্য করেছে- যার ফলে ইসরায়েলের দিকে ছোড়া বোশর ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়েছে। এর জন্য, ইসরায়েল জর্ডানের প্রতি অনেক কৃতজ্ঞ।


আরও খবর



গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু২২ জুন

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ |

Image

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২২ জুন। চলবে ২৮ জুন পর্যন্ত। ইতোমধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হয়েছে গত ১২ জুন।

‎সোমবার (১৬ জুন) দুপুরে  গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‎গুচ্ছের আহ্বায়ক আরো জানান , গুচ্ছের প্রাথমিক ভর্তি (নন-প্রাকটিক্যাল বিষয়) শুরু হবে ২২ জুন এবং চলবে ২৮ জুন পর্যন্ত। অপরদিকে বিশেষায়িত বিষয়গুলির (চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা‌ বিদ্যা, চলচ্চিত্র ও মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান) প্রাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন শুরু ২১ জুন থেকে ২৮ জুনের মধ্যে।

‎ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে ৩০ জুনের মধ্যে। তিনি আরো বলেন, চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত‌ এবং ক্লাস শুরু করার সম্ভাব্য দিন নির্ধারিত হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।

‎এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী এবছরও দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় যৌথভাবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে।  বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিনটি ইউনিটে পরীক্ষা সম্পন্ন হয়। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের একটি মেধাতালিকা তৈরি করা হয়, যার ভিত্তিতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান।

‎গুচ্ছ পদ্ধতির এই ভর্তি কার্যক্রমে অংশগ্রহণকারী ১৯ বিশ্ববিদ্যালয়গুলো হলো, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

‎ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত নোটিশ এবং অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ওয়েবসাইটে ও গুচ্ছের অফিশিয়াল পোর্টালে প্রকাশ করা হবে।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে, ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপ যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও জটিলতা-মুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।


আরও খবর



কারবালার ৭২ জন শহীদের নাম

প্রকাশিত:রবিবার ০৬ জুলাই ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

🔴 আহলে বাইত (ইমাম হুসাইনের পরিবারবর্গ ও ঘনিষ্ঠ আত্মীয়)


1. ইমাম হুসাইন ইবনে আলী (রাঃ) – কারবালার প্রধান শহীদ


2. আলী আকবর ইবনে হুসাইন (রাঃ) – হুসাইনের বড় ছেলে


3. আলী আসগর (রাঃ) – হুসাইনের ৬ মাসের শিশু


4. আব্বাস ইবনে আলী (রাঃ) – হুসাইনের ভাই, “বাবুল হাওয়াইজ” নামে পরিচিত


5. আবদুল্লাহ ইবনে হাসান (রাঃ)


6. কাসিম ইবনে হাসান (রাঃ) – হুসাইনের ভাতিজা


7. আউন ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ)


8. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাফর (রাঃ)


9. জাফর ইবনে আকিল (রাঃ)


10. আবদুর রহমান ইবনে আকিল (রাঃ)


11. মুস্‌লিম ইবনে আকিল (রাঃ) – কারবালার আগে শহীদ হলেও অন্তর্ভুক্ত


---


🟡 বনু হাশিম গোত্রের অন্য সদস্যরা


12. আবু বকর ইবনে আলী (রাঃ)


13. ওসমান ইবনে আলী (রাঃ)


14. জাফর ইবনে আলী (রাঃ)


15. আবু বকর ইবনে হাসান (রাঃ)


16. উমর ইবনে হাসান (রাঃ)


17. মুহাম্মদ ইবনে আবি সাঈদ (রাঃ)


🟢 সাহাবায়ে কিরাম ও আনসারগণ (ইমাম হুসাইনের সাথী ও অনুসারী)


18. হানযালা ইবনে আসআদ


19. সালিম মাওলা আবি হুযাইফা


20. নাফে ইবনে হিলাল


21. হুর ইবনে ইয়াজিদ রিয়াহি


22. মুসলিম ইবনে আওসাজা


23. হাবিব ইবনে মাযাহির


24. বুরাইর ইবনে খুযাইর


25. আব্দুল্লাহ ইবনে উমায়ের


26. জন (মাওলা আবু যর গিফারি)


27. উমর ইবনে জানদাব


28. যুহায়র ইবনে কাইন


29. আমের ইবনে জান


30. আব্দুল্লাহ ইবনে বাজী


31. সাঈদ ইবনে আবদুল্লাহ হান্নাফি


32. সুলাইমান ইবনে রেজীন


33. আসলাম মাওলা হুসাইন


34. সাওয়ার ইবনে মানসুর


35. কুরব ইবনে কাইস


36. নাসর ইবনে আব্দুল্লাহ


37. আব্দুল্লাহ ইবনে আমর


38. ওয়াহব ইবনে আবদুল্লাহ কালবি


39. রোমান ইবনে আমর


40. মুজাম্মিল ইবনে ওসফ


41. নাফি ইবনে হিলাল


42. সাঈদ ইবনে কাসির


43. হানজালা ইবনে সাদ


44. যারঘামা ইবনে মালেক


45. মালেক ইবনে আনাস


46. কাসির ইবনে আব্দুল্লাহ


47. আনাস ইবনে হারেস


48. আমর ইবনে জনদ


49. আমর ইবনে হযম


50. কাইস ইবনে মুশাহির


51. মাকবুল ইবনে উবায়দ


52. সা’দ ইবনে আবদুল্লাহ


53. কুলথুম ইবনে আমর


54. আদহাম ইবনে উমাইর


55. মুনকাদ ইবনে নুমান


56. সাকর ইবনে হারেস


57. রাশিদ ইবনে আবদুল্লাহ


58. জানাদ ইবনে হারেস


59. আমর ইবনে আব্দুল্লাহ


60. খালিদ ইবনে আমর


61. কাহতান ইবনে শাদ্দাদ


62. উবায়দুল্লাহ ইবনে যুহায়র


63. মুতাই’ ইবনে আওফ


64. হারিস ইবনে আমর


65. সুহায়ম ইবনে মালেক


66. আরব ইবনে কায়েস


67. সালিম ইবনে আমর


68. সাবিত ইবনে মুহাম্মদ


69. কাব ইবনে হাবিব


70. আমির ইবনে মুসলিম


71. সাদ ইবনে হারেস


72. আনতারা ইবনে সাদ


আরও খবর



কুড়িগ্রামে ইসলামীআন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ |

Image

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণ হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে  ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আয়োজনে আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয় । 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন দখলদারদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্টিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ । যে রকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে বাধ্য  করেছিলাম,ঠিক তেমনি সকলে মিলে যদি ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।  

এসময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,  কুড়িগ্রাম ২ আসনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা নুরবক্ত প্রমুখ। 

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন।



আরও খবর