Logo
শিরোনাম

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ থাকবে : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ থাকবে।



আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।



আদিলুর রহমান খান বলেন, গণআন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের স্বল্প সময়ে সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে দুর্নীতির তো কোনো প্রশ্নই আসে না। দুর্নীতির বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। অন্যায় অবিচারের যে প্রশ্ন এসেছে সে বিষয়ে আমাদের টিম সজাগ থাকবে। ভবিষ্যৎ যাতে ভিন্ন হয় সেজন্যই আমাদের দায়িত্বে আসা।



শিল্প উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোন কাজে অগ্রাধিকার দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, গ্যাসের কিছু সমস্যা আছে, ক্ষুদ্র শিল্পেও কিছু বিষয় আছে, এ ছাড়া কিছু পরিবেশবান্ধব কাজ, যেমন সাভারের চামড়া প্রক্রিয়াজাত করণ শিল্প ও জাহাজ শিল্প খাতকে পরিবেশবান্ধব অবস্থায় আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করা হবে। আমরা প্রতিদিনই বসব এবং কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার, তা করব।



সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। যতদূর সম্ভব আমরা কাজ করব। শিল্পের উৎপাদনের বিষয়টি আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি যাতে গ্যাসের সমস্যার কারণ অ্যাড্রেস করতে পারি। আর এসব কাজগুলো করলে শিল্প মন্ত্রণালয়ের লোকসানের পরিমাণ কমে আসবে।



তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের লোকসানি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে লোকসান কমে আসবে বলে আশা করছি।


আরও খবর



বিচার বিভাগে ব্যাপক রদবদল

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ থেকে বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে আইন বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ার জেলা দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির হওয়া বিচারকদের মধ্যে জেলা দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন ( জন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার জন, সিনিয়র সহকারী জজ সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত জেলা দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর

লিগ্যাল নোটিশ

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




টাঙ্গাইলে চাচা- ভাতিজা খুন, গণপিটুনিতে হত্যাকারী নিহত

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মোহাম্মদ হাসান আলী - টাঙ্গাইল জেলা প্রতিনিধি::


টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুপুরিয়া এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে তর্কের জেরে চাচা- ভাতিজাকে কুঁপিয়ে হত্যা করে তালেব নামে এক ব্যক্তি। বিক্ষুব্ধ জনতার গনধোলাইয়ের শিকার হয়ে হত্যাকারী তালেবও নিহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের তালেব (৩৫) নামের এক যুবকের সাথে সাত্তারের (৫০) তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটা কাটি শুরু হয়। এসময় তালেব ক্রমশ উত্তেজিত হতে থাকে এবং এক পর্যায়ে তালেবের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়া সাত্তার মিয়াকে এলোপাথাড়ি ভাবে কোঁপাতে থাকে। সাত্তারের চিৎকারে তার ভাতিজা আসাদুল (২৮) এগিয়ে আসলে তালেব তাকেও এলোপাতাড়ি ভাবে কোঁপাতে থাকে। এদের চিৎকারে এলাকার লোক হাজির হলে গুরুতর আহত অবস্থায় সাত্তার ও আসাদুলকে উদ্ধার করে  নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

পরে উত্তেজিত জনতা খুনি তালেবকে গণপিটুনি দেয়, এতে তালেব ঘটনাস্থলেই নিহত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত সাত্তার ও তার ভাতিজা আসাদুলের লাশ হাসপাতালের মর্গে এবং খুনি তালেবের লাশ ঘটনাস্থলেই রয়েছে।

তবে পুলিশ পাঠানো হয়েছে তালেবের লাশ থানায় আনার জন্য এবং পরবর্তী ব্যবস্তা গ্রহনের জন্য। এ ঘটনায় আজমুল নামের আরও এক যুবক তালেবের হাতে আহত হয়, তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সাথে তিনটা মৃত্যর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।



আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ঋণ প্রদান বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় নতুন এ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আবদুলায়ে সেক জানান, সরকারের সংস্কার, বন্যা, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে

আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই। বিশ্বব্যাংক বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলোতে সহায়তা করতে চায়

নতুন প্রতিশ্রুতির পাশাপাশি, মাল্টিল্যাটারাল ঋণদাতা প্রায় এক বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে যা বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্বিন্যস্ত করা হবে এবং সরকারের সঙ্গে আলোচনা করে এই অর্থায়ন করা হবে। এই পদক্ষেপটি প্রধান উপদেষ্টার উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বানের প্রতিক্রিয়াস্বরূপ

আবদুল্লাহ সেক বলেন, অতিরিক্ত ঋণদান বাংলাদেশকে দেওয়া সফট ঋণ এবং অনুদানের পরিমাণ এই অর্থবছরে প্রায় ৩ বিলিয়ন ডলারে নিয়ে যাবে যখন বিদ্যমান প্রকল্প থেকে অর্থ পুনর্বিন্যস্ত করা হবে। সংস্কারগুলো সম্পন্ন হওয়া বাংলাদেশ এবং এর তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিবছর প্রায় দুই মিলিয়ন মানুষ শ্রমবাজারে যোগ দেয়

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি হেডকে বলেন, বিশ্বব্যাংককে অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয়তা রাখতে হবে এবং ১৫ বছরের চরম দুর্ব্যবস্থাপনার পর একটি নতুন যাত্রা শুরু করতে সহায়তা করতে হবে। এই ধ্বংসস্তূপ থেকে আমাদের নতুন কাঠামো গড়ে তুলতে হবে। আমাদের বড় একটি ধাক্কার প্রয়োজন, এবং আমাদের শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোযোগ দিতে হবে। আমি প্রস্তাব করব, আমাদের সাহায্য করুন। আমাদের দলে অংশ নিন

বাংলাদেশ থেকে পাচার হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আপনাদের কাছে চুরি করা সম্পদ ফিরিয়ে আনার প্রযুক্তি রয়েছে। বাংলাদেশকে শূন্য দুর্নীতি সমৃদ্ধ একটি দেশ গড়তে বিশ্বব্যাংকের দক্ষতা প্রয়োজন হবে

এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশকে চুরি যাওয়া টাকা ফিরিয়ে আনতে সাহায্য করতে রাজি হয়েছেন। তিনি বলেন, আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুশি। ব্যাংকের তথ্য স্বচ্ছতা, ডেটা অখণ্ডতা, ট্যাক্স সংগ্রহের ডিজিটালাইজেশন ও আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে সহায়তা করতে চাই

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ও বড় ধরনের সংস্কার করার জন্য জীবনে একবার এই সুযোগ হারাতে পারে না। আমরা একবার এটি হারিয়ে ফেললে, আর ফিরে আসবে না

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার ক্যারিয়ারের ৩০ বছরের মধ্যে এটি কোথাও দেখিনি। আমাদের তাদের ক্ষমতায়ন করতে হবে

 


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয় সাবেক এমপি বাহারের মিথ্যা মামলা থেকে মুক্তি

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::


কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের দায়ের করা একটি মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন কুমিল্লার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক ও কালের কণ্ঠের সাবেক স্টাফ রিপোর্টার আবুল কাশেম হৃদয়। সাবেক এমপি বাহারের চাটুকার ও দেশের একটি শীর্ষ পত্রিকার সাবেক প্রতিনিধিসহ আরো দুই সাবেক সাংবাদিকের প্ররোচনায় সাংবাদিক আবুল কাশেম হৃদয়কে শিক্ষা দিতে ৫ কোটি টাকার মানহানী মামলা করেছিলেন সাবেক এমপি বাহার। শিক্ষার্থীদের উপর হামলার মামলার পলাতক আসামী ছিলেন এ মামলার আইনজীবী।


২০১১ সালে দৈনিক কালের কণ্ঠে ‘এমপি বাহারের বাহারী রাজত্ব’ শিরোনামে প্রকাশিত এক রিপোর্টের প্রেক্ষিতে সাবেক এমপি বাহার নিজে বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছিলো। সে সময় এমপি বাহারের ২য় শীর্ষ নেতা ও প্রয়াত মেয়র আরফানুল হক রিফাত বাদি হয়ে সাবেক এমপির কাছে ৫ লাখ টাকার চাঁদা চাওয়ার মামলা ও ৩য় শীর্ষ নেতা আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পর সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের বিরুদ্ধে সাবেক এমপির কাছে চাঁদা চাওয়ার অভিযোগের প্রমাণ না পাওয়া তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ আগষ্ট) কুমিল্লার ১ম যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাওহিদা আক্তার কজ লিস্টে থাকা মামলাটি খারিজ করে দেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।


সুত্রে জানা যায়, ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর দৈনিক কালের কন্ঠ পত্রিকায় সাবেক এমপি বাহারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের কারনে ২০১১ সালের ২৪ অক্টোবর কুমিল্লার আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেন হাজী বাহার । মামলায় সাংবাদিক আবুল কাশেম হৃদয় ছাড়াও ৫ জনকে বিবাদি করা হয়। কুমিল্লায় অবস্থান করার কারনে আবুল কাশেম হৃদয় ছাড়া এ মামলা আর কোন বিবাদি আদালতে আসেন নি।


সাবেক এমপি বাহারের পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. মাসুদুর রহমান শিকদার ও সৈয়দ নুরুর রহমান। ২০২১ সালের ৮ মার্চ মামলাটির শুনানীর সময় সাংবাদিক আবুল কাশেম হৃদয়ের আইনজীবী এড. মমতাজুল করিমের জেরার মুখে নাস্তানাবুধ হয় সাবেক এমপি বাহার। প্রকাশ্য আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে অনেকটা অসহায় দেখাচ্ছিল সে দিন। সাবেক এমপিকে অভিজ্ঞ আইনজীবী মমতাজুল করিমের অসাধারন জেরার ঘটনা অনেকদিন কুমিল্লার আদালতে আলোচ্য বিষয় ছিল। অভিজ্ঞ আইনজীবী মমতাজুল করিম কয়েকদিন আগে ইন্তেকাল করেন।
 


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




কমলার অনুদান ট্রাম্পের তিন গুণ

প্রকাশিত:শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস গত আগস্ট মাসে ৩৬ কোটি ১০ লাখ ডলার অনুদান পেয়েছেন, যা তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন গুণ বেশি।

ট্রাম্প সমন্বিত প্রচেষ্টায় ১৩ কোটি ডলার অনুদান সংগ্রহ করেছেন। বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের কারণে জোরালো প্রচারাভিযান চালাতে সক্ষম হচ্ছেন কমলা। এরই মধ্যে তিনি অনেক অঙ্গরাজ্যে নতুন নতুন নির্বাচনী অফিস খুলেছেন

শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়। প্রচারণায় ব্যাপক অর্থ খরচের পরও কমলার হাতে অনেক অর্থ অবশিষ্ট আছে। সূত্র জানায়, আগস্ট মাসের প্রচারাভিযান শেষে তাঁর হাতে ৪০ কোটি ডলার বেশি অর্থ অবশিষ্ট আছে। অপরদিকে ট্রাম্পের অবশিষ্ট আছে ২৯ কোটি ৫০ লাখ ডলার। সেপ্টেম্বরের হিসাব জানা যাবে মাস শেষ হলেই

এ প্রসঙ্গে কমলার ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার রব ফ্ল্যাহার্টি বলেন, তারা যা অনুদান সংগ্রহ করেছেন, তা তৃণমূলের উৎসাহ থেকে এসেছে। তিনি জানান, কমলার প্রচারাভিযান ব্যাপক বিস্তৃত। সেখানে ২ হাজার কর্মী, হাজার হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন। কার্যত নির্বাচন পরিচালনার জন্য অর্থের তো প্রয়োজন হয়ই

গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের পর লড়াইয়ে নামেন কমলা। এর পরই হু হু করে তাঁর দিকে ঝুঁকতে থাকেন দাতারা। রাতারাতি অর্থ সংগ্রহে ছাড়িয়ে যান ট্রাম্পকে। এ পর্যন্ত তাঁর সংগ্রহ অর্থের পরিমাণ ৬১ কোটি ৫০ লাখ ডলারের বেশি। আগস্টে তিনি যে অনুদান পেয়েছেন, তা এসেছে ৩০ লাখ দাতার কাছ থেকে, যার মধ্যে ১৩ লাখ দাতা প্রথমবারের মতো অর্থ দিয়েছেন। ফ্ল্যাহার্টি বলেন, নতুন দাতাদের মধ্যে তিন-চতুর্থাংশ ২০২০ সালে জো বাইডেনের নির্বাচনী প্রচারণার সময় দেননি

মার্কিন নির্বাচনে অনুদানকে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবেও দেখা হয়। ধারণা করা হয়, যার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাকেই অনুদান বেশি দেন সমর্থকরা। কমলা হ্যারিসের প্রচারসংশ্লিষ্টরা বলছেন, আগস্টের দাতাদের ৬০ শতাংশের বেশি নারী এবং প্রায় এক-পঞ্চমাংশ দাতা নিবন্ধিত রিপাবলিকান বা স্বাধীন

বার্তা সংস্থা আনাদোলু জানায়, এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী কমলাকে আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদি লবিতে আকৃষ্ট করতে তিনি বলেন, যে ইহুদি মার্কিনিরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন, তারা যেন বিষয়টি আরেকবার ভেবে দেখেন। নাভাদার লাস ভেগাসে মার্কিন ইহুদিদের সংগঠন রিপাবলিকান জিউইস কোয়ালিশনে দেওয়া ভাষণে তিনি সতর্ক করে বলেন, আগামী নভেম্বরের নির্বাচনে কমলা জিতলে ইসরায়েল আর থাকবে না

ভিডিও কনফান্সের মাধ্যমে অংশ নিয়ে ট্রাম্প বলেন     যদি তারা (ডেমোক্র্যাট) জেতে, ইসরায়েল থাকবে না। এটা মনে রাখবেন।’ তিনি বলেন, আমি জানি না কীভাবে কেউ তাদের সমর্থন করতে পারে। আমি বারবার বলে আসছি– তাদের প্রতি যদি আপনার সমর্থন থাকে এবং আপনি একজন ইহুদি, তাহলে বিষয়টি আবার ভাবুন। তারা আপনার জন্য খুব খারাপ।’

এদিকে রসিকতার সুরে মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলাকে সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বৃহস্পতিবার পুতিনকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি কিছুটা ভ্রূ কুঁচকে বলেন,  যদি আমাদের পছন্দের কথা বলেন, তাহলে তো প্রেসিডেন্ট বাইডেন ছিলেনই। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সমর্থকদের বলেছেন, কমলাকে যেন সমর্থন করা হয়। এ কারণে আমরা তাঁকে সমর্থন করছি। আমরা কমলাকে সমর্থন করছি।’ এর পরই পুতিন রসাত্মক ভঙ্গিতে বলেন, তিনি (কমলা) এত স্বতঃস্ফূর্ত ও মুগ্ধতা ছড়িয়ে হাসেন, যার অর্থ দাঁড়ায়– তিনি ভালোই করছেন


আরও খবর