দেশজুড়ে চৈত্রের
তীব্র গরমে নাজেহাল জনজীবন। এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে
পৌঁছেছে। এই দাবদাহের মাঝে আশার আলো হিসেবে এক পশলা স্বস্তির বৃষ্টি প্রত্যাশা
করছে দেশবাসী।
কিন্তু আবহাওয়া
ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক দুঃসংবাদ দিয়েছেন। তিনি জানান, আগামী
৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি
বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এই ঝড়ে প্রাণহানির আশঙ্কাও রয়েছে বলে তিনি সতর্ক
করেছেন।
২০ মার্চ
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মোস্তফা কামাল পলাশ জানান, ২২ ও ২৩ মার্চ
সারাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম
করতে পারে। বিশেষ করে ২৩ মার্চ ঝড়টি তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে
টেকনাফ দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি
আরও জানান, ২৩ মার্চ ঢাকা শহরের ওপর দিয়েও প্রবল কালবৈশাখী ঝড় ও বজ্রপাত বয়ে
যেতে পারে। এর ফলে বজ্রপাতে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সরকারের
প্রতি অনুরোধ জানিয়ে এই গবেষক বলেন, হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের
উৎপাদিত আলু দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা জরুরি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের
মানুষের শর্করার চাহিদা পূরণে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটি সঠিক সময়ে
সংরক্ষণ করা দরকার।
এদিকে,
আবহাওয়া অধিদপ্তর দেশের ১২টি অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এসব
অঞ্চলের মধ্যে রয়েছে—রাজশাহী,
কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা, সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা,
কুমিল্লা, নোয়াখালী ও সিলেট।
আবহাওয়া
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫
থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে
১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের
আবহাওয়ার এমন রূপ দেখে সাধারণ মানুষ এখন একদিকে গরম থেকে মুক্তির জন্য বৃষ্টির
অপেক্ষায় থাকলেও, অন্যদিকে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনায় শঙ্কিত।