Logo
শিরোনাম

এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীকে বরণ করতে বিএনপির নেতাকর্মীদের ঢল

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মাহাবুব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধি ::


কুষ্টিয়ার কুমারখালীতে এশিউর গ্রুপের চেয়ারম্যানকে বরণ করে নিতে হাজারো বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। শনিবার বিএনপির নেতাকর্মীরা কয়েক হাজার মোটরসাইকেলের বহর নিয়ে তাকে বরণ করতে যান রাজবাড়ী জেলার বিলজানি। পরবর্তীতে কুমারখালী পৌঁছে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। শনিবার সকাল থেকেই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদিকে বরণ করার জন্য।

বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ও কুমারখালীর নেতাকর্মীরা প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বহর নিয়ে রাজবাড়ী জেলার বিলজানি পৌঁছান তাদের প্রিয় নেতাকে বরণ করতে। বিলজানি থেকে শেখ সাদিকে নিয়ে নেতাকর্মীরা কুমারখালীতে পৌঁছে পান্টি ও বাগুলাট ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগ করেন। পরবর্তীতে শেখ সাদির গ্রামের বাড়ি নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামে প্রায় ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, কুষ্টিয়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত বাবুল , কুষ্টিয়া জেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম সুমন , কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, সহ-সমন্বয়ক জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি  মোহাম্মদ মিথুন, কুমারখালী থানা বিএনপির আহবায়ক লুৎফর রহমান , সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাফিজুর রহমান, কুমারখালী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সবুজ , কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সাইদুর ইসলাম., কুমারখালী পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন, বাগুলাট বিএনপির আহবায়ক ইব্রাহিম শামিম , কয়া বিএনপির আহবায়ক আতিয়ার রহমান , জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সদস্য সচিব রাজু আহমেদ,  বিএনপি নেতা খাইরুল বাশার , শরীফ মালিতা, সাবেক কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাক হোসেন প্রমূখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী থানা ছাত্রদল কুমারখালী থানা যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদি জানান, কুমারখালী আমার জন্মস্থান। এলাকার অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতে কুমারখালী পৌরসভার কাজীপাড়ায় ইতিমধ্যে হসপিটাল করার প্রস্তুতি নিয়েছেন।

হসপিটালে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ায় হবে তাদের মুখ্য উদ্দেশ্য। পাশাপাশি এলাকার মানুষের জন্য ভালো কিছু করার মানুষিকতা নিয়ে বিএনপি থেকে কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন পেতে  আগ্রহী বলেও জানান তিনি। দেশে সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরু হলে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তিনি মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেন।

আরও খবর



নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।  

সহায়তা পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, আমার বসতঘরে হাঁটু পরিমান পানি। এর ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে। 

জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাবজ সেবক গোলাম রাব্বানী, গোলাম মর্তুজা ফরমান,সাইফুল ইসলাম পলাশ প্রমূখ।   

আরও খবর



খাগড়াছড়িতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মো. আজিম উদ্দিন - বিশেষ প্রতিনিধি

শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সম্প্রীতি সমাবেশে সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।


 সম্প্রীতি সমাবেশে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম.এন.আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু,


সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা যারা বিএনপির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম বলে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি, চাকুরী ছুতো এবং শিক্ষকদের সীমান্ত এলাকার কাছাকাছি স্থানান্তর করে হয়রানি করেছে। আমরা কিছু বলতে পারিনি এবং বলতে দেওয়া হয়নি খাগড়াছড়ি জেলা পরিষদ ছিলো একটি দূর্নীতির স্বর্গরাজ্য। নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়োছিলো সবাই মিলে। গত ৫ তারিখের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পরে সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশে আমরা চাই স্বাধীন ভাবে কথা বলার অধিকার।


এসময় প্রধান অতিথি ওয়াদুদ ভুইয়া বলেন, আমরা বিগত স্বৈরাচারী সরকার হতে বিভিন্ন ভাবে হয়রানি, মামলা -হামলার স্বীকার হয়েছি। কিন্তু গত ৫ তারিখের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পরে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু সরকারের পতন হলেও  তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। সেসব স্বৈরাচার সরকারের দোসরদের সুযোগ দেওয়া যাবে না। আমাদের দেশ এখন বৈষম্য মুক্ত। তাই সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এবং বিএনপিকে সামনে নির্বাচনে জয় যুক্ত করে বৈষম্যমুক্ত পরিবেশে কাজ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।


জিয়া পরিষদ সম্প্রীতির সমাবেশে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলার গণমাধ্যমকর্মী, জেলা যুব দলের সভাপতি মাহবুবুর আলম সবুজ সহ সুশীলসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।



আরও খবর



ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রশংসনীয় উদ্যোগ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ সিনান তালুকদার - নোবিপ্রবি প্রতিনিধি::


ভাতকুড়া স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে কিছু তরুণ স্বেচ্ছাসেবীর সহায়তায় টাঙ্গাইল সদরের ভাতকুড়া ও করটিয়া ইউনিয়নে ত্রাণের জন্য টাকা উত্তোলণ কার্যক্রম পরিচালিত হয়।

৪ দিনে উত্তোলনকৃত টাকা থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও কিছু নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীরা লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এবং মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রামে নিজ দায়িত্বে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেন। প্রায় ২৫০টি পরিবারে তারা ত্রাণ পৌঁছে দেন এবং আশ্রয় কেন্দ্রেও আর্থিক ভাবে সাহায্য করেন।

বন্যা পরবর্তী সংস্কারের জন্য উত্তোলনকৃত টাকার কিছু অংশ শিক্ষার্থীরা জমিয়ে রাখেন।বন্যা কবলিত এলাকায় কোনো একটি পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য শিক্ষার্থীরা উক্ত অর্থ প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও খবর

এইচএসসির ফল নির্ধারণ হবে যেভাবে

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




বেসামরিক পোশাকে বাংলাদেশ সেনাবাহিনী কোনো অভিযান পরিচালনা করে না।

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

সংবাদ বিজ্ঞপ্তি


বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনাকাঙ্খিত কার্যক্রম প্রসঙ্গে


ঢাকা, ২১ আগস্ট ২০২৪ (বুধবার):  ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না। এপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো। উল্লেখ্য, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




ছয় ব্যাংককে এস আলমের ঋণ দেওয়ার সীমা বেঁধে দিল কেন্দ্রিয় ব্যাংক

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণে সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে পাঁচ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে, তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়ে ব্যাংক ছয়টিকে চিঠি দিয়েছে। ব্যাংক ছয়টি হলো- ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও কমার্স ব্যাংক। এর আগে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রেও একই সীমা বেঁধে দেওয়া হয়েছিল।
বির্তকিত এস আলম গ্রুপ এই ছয় ব্যাংকের বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছে বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর আত্মগোপনে যান গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার সময়ে ব্যাংক ছয়টিকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ছাপিয়ে ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এসব টাকাও লুটে নিয়েছে গ্রুপটি। গত বুধবার গভর্নর হিসেবে যোগ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। এরপরই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থার অবনমন রোধ ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক কোম্পানি আইনে অর্পিত ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হলো।
নির্দেশনাগুলো হলো- কৃষি বিনিয়োগ, চলতি মূলধন এবং সিএমএসএমই খাতে ঋণ, প্রণোদনা প্যাকেজের আওতায় দেওয়া ঋণ, নিজ ব্যাংকে রক্ষিত স্থায়ী আমানতের বিপরীতে ঋণ সুবিধা ও শতভাগ নগদ মার্জিনের বিপরীতে ঋণ ও অন্যান্য পরোক্ষ ঋণসুবিধা ছাড়া অন্য কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। এসব ঋণ ও ঋণ সুবিধা পাঁচ কোটি টাকার বেশি হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া ঋণের স্থিতি নগদ আদায় ছাড়া কোনো গ্রাহকের বিদ্যমান ঋণ সুবিধা নবায়ন বা বর্ধিত করা যাবে না। অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না। এ ছাড়া প্রতিটি ব্যাংককে শীর্ষ ২০ ঋণ গ্রাহকের ঋণ আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে হবে।
আওয়ামীলীগ সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপ নিয়ম বর্হিভূতভাবে একাধিক ব্যাংক দখল করে নেয়। গ্রুপটি ২০১৭ সালে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক লিমিটেড দখল করে নেয়। বর্তমানে শুধু এই ব্যাংকে এস আলম গ্রুপের ৭৫ হাজার কোটি টাকার ঋণ রয়েছে।


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪