Logo
শিরোনাম

গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিত:শনিবার ২৫ জানুয়ারী 20২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ |

Image

শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আর তাই ফিরছেন গানে।

আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি বড় অনুষ্ঠানে গাইবেন এই সংগীতশিল্পী। এরপর যাবেন চট্টগ্রামেও। সেখানের একটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি। এমনটাই জানালেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। এখানেই যত আনন্দ। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।’

তিনি আরো জানান, ইতিমধ্যেই কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে নতুন গান নিয়ে কথা বলেছেন। স্টেজ শোর ফাঁকেই নতুন গানগুলোর রেকর্ডিং করবেন। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন তিনি।


আরও খবর



কমলাপুরে চার স্তরের টিকিট চেকিং ব্যবস্থা

প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ |

Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে বাড়ি ফেরা শুরু হয়েছে আজ। ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঢাকা থেকে ঈদযাত্রা শুরু হয়।

বিশেষ এই ট্রেনযাত্রা উপলক্ষে বরাবরের মতো তিন স্তরের টিকিট চেকিংয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। স্টেশনে প্রবেশ পথে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। তবে স্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, টিকিট চেকিং কার্যক্রম কিছুটা ঢিলেঢালাভাবে চলছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত স্টেশন এলাকায় দেখা যায়, পার্কিং এরিয়ার পর থেকে প্রথম টিকিট চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে শুরুর দু-একজনকে টিকিট চেক করতে দেখা গেলেও বাকিদের তেমন একটা চেক করতে দেখা যায়নি। তারা বাধাহীনভাবেই ভেতরে প্রবেশ করতে পারছেন। দু-একজন টিকিটবিহীন যাত্রী পেলে তাদের থেকে ৫০ টাকা হারে জরিমানাসহ গন্তব্য স্টেশনের ভাড়া নেওয়া হচ্ছে।

দ্বিতীয় চেকিং করা হচ্ছে টিকিট কাউন্টারগুলোর সামনে। এখানে তিনটি সারিতে টিকিট চেকিং করা হচ্ছে। এখানেও দুজনকে ধরলে একজনকে ছেড়ে দেওয়ার মতো অবস্থা।

সর্বশেষ চেকিং হচ্ছে প্ল্যাটফর্মে ঢোকার আগে। এখানে বেশ কয়েকজন টিটি কাজ করছেন। তাদের সঙ্গে রেলওয়ের ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তবে এখানেও প্ল্যাটফর্মে প্রবেশ করতে যাওয়া যাত্রীদের টিকিট কঠোরভাবে দেখা হচ্ছে না।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, আমি প্রবেশপথে ছিলাম। চেকিং ভালোভাবে হচ্ছে। যখন যাত্রী কম থাকে তখন লোকবল কম থাকতে পারে। আমরা ভালোভাবে চেকিং করার ব্যবস্থা করেছি।


আরও খবর



বায়ুদূষণের শীর্ষে ঢাকা

প্রকাশিত:মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ |

Image

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। অন্যদিকে ভারতের দিল্লি রয়েছে দ্বিতীয় নম্বরে। ১৮ মার্চ সকাল ৮টা ২১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দূষণ তালিকায় শীর্ষে থাকা ঢাকার স্কোর ১৮২ অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ১৭৭ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু।

তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরের দূষণ স্কোর ১৭৬ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা। শহরটির স্কোর ১৬১ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাসও।


আরও খবর

তীব্র যানজটে নাকাল নগরবাসী

সোমবার ১০ মার্চ ২০২৫




চার দফা দাবিতে ঝালকাঠিতে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

প্রকাশিত:বুধবার ০৫ মার্চ ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৫ মার্চ 20২৫ |

Image

হাসিবুর রহমান ঝালকাঠি প্রতিনিধি :

শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টিসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটসের শিক্ষার্থীরা।

বুধবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, বিডিএমএ এর ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রবীর রঞ্জন হালদার। 

এসময় সংগঠনে জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হালদার এবং

শিবব সংকর সহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৪ বছর ধরে নিয়োগ বন্ধ রয়েছে তাই অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা। প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক চালু করা। বিএমএন্ডডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করা। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ' নামকরণ সহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করার দাবি জাননো হয়।

কিছু কুচক্রী মহল বর্তমানের তাদের চলমান যৌক্তিক ৪ দফা আন্দোলন নিয়ে স্বৈরশাসকের দালাল গ্রেজুয়েট চিকিৎসকের উসকানিতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন তাদের নিয়ে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিবৃতিতে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রচারণা করছে। এতে ডিএমএফ ডিগ্রিধারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের অর্জিত সুনাম নষ্ট হচ্ছে। সংবাদ সম্মেলনে এসব অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়। 


আরও খবর



ঝালকাঠি জেলা জুড়ে ফিলিস্তানে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত:শুক্রবার ২১ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :

গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগরপুরে হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলাজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ঝালকাঠি জেলার সদর উপজেলা, নলছিটি উপজেলা, রাজাপুর উপজেলা ও কাঠালিয়া উপজেলায় বিভিন্ন ব্যানারে গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বরতা ও ভারতের নাগরপুরে হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলাজুড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলায় প্রতিবাদী জনতার ব্যানারে ফায়ার সার্ভিস রোড থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান, ছাত্র ইউনিয়ন নেতা আসিফ , বৈষম্য বিরোধী ছাত্র নেতা আতিকসহ ,এতে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া কাঁঠালিয়া উপজেলার বীনপানি বাজারে সর্বস্তরের মানুষের ব্যানারে ঘন্টা ব্যপী বিক্ষোভ করে, পরে কাঁঠালিয়া - ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে মিছিল করে স্থানীয়রা।

এছাড়াও নলছিটিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এছাড়াও রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হাফসীর সঞ্চালনায়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তারা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না—এ প্রশ্ন আজও রয়ে গেছে। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। বক্তারা আরো বলেন, ভারতের হিন্দু মৌলবাদী বিজেপি দাঙ্গাবাজ সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানদের ওপর নানামুখী অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। ভারতের শ্রেষ্ঠ সুশাসক সম্রাট আওরঙ্গজেবের মাজার ভাঙার চক্রান্ত চলছে। মন্দির অনুসন্ধানে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ভাঙছে। বিশ্বের মানবতাবাদীদের ভারতীয় উগ্রবাদীদের মুসলিম নিদর্শনসমূহ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।


আরও খবর



উৎসব-আয়োজনে পাঞ্জাবির স্নিগ্ধতা

প্রকাশিত:বুধবার ১৯ মার্চ ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ |

Image

বাঙালি ছেলেদের পছন্দের পোশাক সাদা পাঞ্জাবির আভিজাত্য আর সৌন্দর্যের তুলনা হয় না। পাঞ্জাবি সবসময়ই ট্রেন্ডি, সময়ের সঙ্গে এর কদর কখনো কমে যায়নি। বিশেষত পাঞ্জাবি বা কুর্তার চিরাচরিত ছিমছাম স্টাইল সবসময় ট্রেন্ডি এবং ঐতিহ্যবাহীও বটে। বসন্তের আগমন, পবিত্র রমজান মাস এবং ঈদের আনন্দ এই সব আয়োজনে পাঞ্জাবির শুভ্র সৌন্দর্য ফ্যাশনে বিশেষ মাত্রা যোগ করবে।এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে 'বালুচর'।

ফ্যাশন ডিজাইনার শাহীন চৌধুরীর হাত ধরে বালুচরের যাত্রা শুরু ২০০৮ সালে। জগন্নাথ  বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ফ্যাশন ডিজাইনিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। সমসাময়িক ফ্যাশনকে দৃষ্টিনন্দন কারুকার্যের মাধ্যমে সবার সামনে তুলে ধরতেই ফ্যাশন ফর ক্রিয়েশন স্লোগান নিয়ে বালুচরের পথচলা। এরই মধ্যে পরিণত হয়েছে ছেলেদের ট্রেন্ডি পাঞ্জাবি ও কুর্তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। 

শ্বেত শুভ্র কাপড়ের নিজস্ব সৌন্দর্য আর এর মধ্যে সুনিপুণ কারুকাজ- সবকিছু মিলিয়ে পাঞ্জাবি অনন্য। আর বসন্তের আবহাওয়ায় পাঞ্জাবির অন্য রকম আবেদন থাকে। হাতে সূক্ষ্ম সূচিকর্ম বা নকশার নিপুণ কাজ করা নান্দনিক সাদা রঙের পাঞ্জাবি পাওয়া যায় বিভিন্ন ধাঁচে। এসব পোশাক শুধু রুচিশীলতাই প্রকাশ করে না, ঐতিহ্যের প্রতীক হিসেবেও গুরুত্ব বহন করে। এই বিশেষ দিকটি পাঞ্জাবিকে ভিন্ন মাত্রা এনে দেয়।

যেকোনো উৎসব আয়োজনেই বাঙালি ছেলেরা পাঞ্জাবিকে আপন করে নিতে পারে। প্রতিদিনের বাইরে ঘোরাঘুরি থেকে শুরু করে কোনো বড় অনুষ্ঠান- সব জায়গাতেই পাঞ্জাবি তার অনন্য সৌন্দর্য নিয়ে হাজির হয়। তবে পাঞ্জাবিকে ভিন্নভাবে স্টাইল করা যায় বিভিন্ন ধরনের প্যান্টের মাধ্যমে। যদি আপনি আরামদায়ক লুক চান, তবে সাদা পাঞ্জাবির সঙ্গে খাকি রঙের প্যান্ট পরতে পারেন। আর যদি ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি লুক চান, তবে সাদা বা ক্রিম রঙের পায়জামার সঙ্গে পরতে পারেন। এভাবে একটি সাধারণ পাঞ্জাবিকেও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে পরা যায়।

এছাড়া রমজান মাস মানেই ইফতারের আয়োজন। প্রিয়জনদের সঙ্গে ইফতার রমজান মাসের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। এ সময় বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ইফতারের আয়োজনে পাঞ্জাবি অন্য রকম স্নিগ্ধতা নিয়ে আসবে। সন্ধ্যার দাওয়াতের জন্য, একটু ভিন্নতা নিয়ে আসতে চাইলে, হালকা প্যাস্টেল রঙের ছোঁয়াযুক্ত বা হালকা নকশার সাদা পাঞ্জাবি বেছে নিতে পারেন। এর সঙ্গে একটি সাদা রঙের স্কার্ফ ব্যবহার করে পাঞ্জাবিতে ভিন্ন মাত্রা যোগ করুন।

বাঙালিদের ঈদ মানেই পাঞ্জাবি, পাঞ্জাবি ছাড়া যেন ঈদ হয় না। কলার এবং হাতায় সূক্ষ্ম এমব্রয়ডারি করা পাঞ্জাবি ঈদকে জমকালো করে তোলে। একটু জমকালো ভারি কাজ করা পাঞ্জাবি বা কুর্তা, সঙ্গে সুন্দর এক জোড়া জুতা বা স্যান্ডেল উৎসবের আমেজের জন্য মানানসই। তবে শুধু উৎসবের পোশাক হিসেবে পাঞ্জাবির সমাদর না করে যেকোনো জায়গাতেই পাঞ্জাবি বেছে নিতে পারেন। ডেনিম বা চিনোসের সঙ্গে পাঞ্জাবি পরলে এটি অন্যরকম এক ধরনের স্টাইল তৈরি করে। এ ছাড়া, বিয়ের অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি চুড়িদার বা ধুতির সঙ্গে দারুণ মানিয়ে যায়।

আবার যেকোনো উৎসবে বন্ধুদের সঙ্গে মিলিয়ে পরতে পারেন পাঞ্জাবি। অফ-হোয়াট শেডের ওপর সোনালি কাজ করা অথবা বিভিন্ন প্যাটার্নের নকশা করা পাঞ্জাবি বেছে নিতে পারেন। কলারের ওপর নীল রঙের এমব্রোয়ডারি করা শুভ্র পাঞ্জাবিও বেশ চমৎকার। এরকম ছোটখাটো বিষয়ের দিকে লক্ষ করে পাঞ্জাবি বাছাই করলে স্টাইলে যেমন আভিজাত্য আর সৌন্দর্য ফুটে উঠবে, তেমনি যেকোনো উৎসবে সবার আলাদাভাবে নজর কাড়বে।

এবার অনুষঙ্গের পালা। পাঞ্জাবির পুরো স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলতে ঠিকঠাক অনুষঙ্গ বাছাই করা ভীষণ জরুরি। ধাতব বা চামড়ার স্ট্র্যাপ যাই হোক না কেন, একটি চমৎকার ঘড়ি বেছে নিন পাঞ্জাবির সঙ্গে। এছাড়া, একটি স্টাইলিশ সানগ্লাসও ভুলবেন না, যা পাঞ্জাবির আভিজাত্য বজায় রেখেই এতে ফ্যাশনেবল ছোঁয়া যোগ করবে।

পাঞ্জাবি বাঙালি পুরুষদের ঐতিহ্য আবার একইসঙ্গে ফ্যাশন অনুষঙ্গ হয়ে উঠেছে, যা সময় বা ট্রেন্ডের সঙ্গে পরিবর্তিত হয় না। তাই পাঞ্জাবির নির্মল সৌন্দর্য ধরে রাখতে হলে এটির ছিমছাম ভাব বজায় রাখতে হবে। সৌন্দর্য এবং স্নিগ্ধতাই পাঞ্জাবির অনন্য বৈশিষ্ট্য।

বালুচরের বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে  ৯০/৯১ নিচতলা, আজিজ সুপার মার্কেট, লেভেল ৩, শাহবাগ, ঢাকা ও  ৮১-৮২, ১০২/এ, তৃতীয় তলায়।  আহমদ আলী টাওয়ার, জয়দেবপুর, গাজীপুর। আকুরটাকুর পাড়া, জেলা সদর রোড, টাঙ্গাইল। কমার্শিয়াল এরিয়া, হবিগঞ্জ, সিলেট।

 


আরও খবর

এই বছরের ঈদ ফ্যাশন

বুধবার ১৯ মার্চ ২০২৫