
মো: শাকিল প্রধান : গজারিয়ায় স্বেচাসেবকলীগের উদ্যােগে ১৭(মার্চ) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভাবে দিবসটিকে যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ১৭(মার্চ) ২০২৩ শুক্রবার বিকালে গজারিয়ায় স্বেচাসেবকলীগের আয়োজনে, বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবক অর্পণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচাসেবকলীগের উদ্যােগে আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি বিশাল র্যালী বের করে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পণ করেন। গজারিয়া আওয়ামী স্বেচাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সারোওয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আধুনিক মুন্সীগঞ্জের রুপকার, মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা, জাতীয় সংদস সদস্য এড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ খাঁন তোঁতা (সিআইপি), স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মাজহারুল হক তপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন,জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান।
আরো উপস্থিত ছিলেন, বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল, টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন ইমাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, সুপ্রীম কোর্টের কর্মকর্তা মুহাম্মদ আজীম উদ্দিন ফরাজী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।