Logo
শিরোনাম

জামালপুর-১ আসনে নৌকা প্রত্যাশী নূর মোহাম্মদের শোডাউন

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

মাসুদ উল হাসান :

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ ব্যাপক শোডাউন করেছেন। মঙ্গলবার দিনব্যাপী বকশীগঞ্জে নইমিয়ার বাজার,কামালপুর, সারমারা বাজারসহ এবং দেওয়ানগঞ্জের বাশঁতলী,তারাটিয়া,কাঠারবিল এলাকায়ও শোডাউন করেন তিনি।  প্রায় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তিনি শোডাউনে যান। 


জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকার হাল ধরতে চান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নূর মোহাম্মদ। তিনি জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি। নূর মোহাম্মদ দীর্ঘদিন যাবত এলাকায় সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। আগাম প্রচারনায় নেমেছেন তিনি। পথসভা,আলোচনা সভা,গণসংযোগ ও শোডাউন করছেন নিয়মিত। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি। 


শোডাউনে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিটলার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খুদু, মনিরুজ্জামান মনির, নজরুল ইসলাম,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী ও সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর রহমান লালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর

সব হত্যার বিচার চান জামায়াত আমির

রবিবার ১৩ অক্টোবর ২০২৪




ত্বকের সৌন্দর্য বাড়ায় পুঁইশাক

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

দেশের জনপ্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর শাকের মধ্যে অন্যতম পুঁইশাক। ইলিশ-পুঁই ও চিংড়ি-পুঁই অনেকের অতি প্রিয় খাবার। নানা ধরনের ভিটামিনসমৃদ্ধ এই শাক একদিকে রোগ প্রতিরোধে সাহায্য করে অন্যদিকে ত্বকের সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে। পুঁইশাক বাজারে সারা বছর কম-বেশি পাওয়া যায়। প্রবাদ আছেশাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই।

সবুজ ও লাল এই দুই রঙের হয়ে থাকে পুঁইশাক। পুঁইশাকে রয়েছে প্রচুর ভিটামিন বি`, সি` ` পাশাপাশি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন আছে। নানা ধরনের ভিটামিনসমৃদ্ধ এই শাকটি একদিকে যেমন বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে, অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজলভ্য বলে এই শাক কম-বেশি সবার কাছে প্রিয়

পুঁইশাকের পুষ্টিগুণের কারণে ব্যাপক গ্রহণযোগ্যতাও রয়েছে। আসুন জেনে নিই পুঁই শাকের উপকারিতা সম্পর্কে

১. পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য বের করতে সাহায্য করে

২. পুঁইশাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগজীবাণু দূর করে, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সঙ্গে চুল মজবুত করে

৩. নিয়মিত পুঁইশাক খেলে পাইলস, ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার আশঙ্কা থাকে খুবই কম

৪. পুঁইশাকে প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যানসার প্রতিরোধ করে

৫. যারা ত্বকে ব্রণের সমস্যায় ভোগেন, তাদের জন্য পুঁইশাক খুবই ভালো

৬. বদহজম, গ্যাস, অ্যাসিডিটিসহ নানা সমস্যা দূর করে। এ ছাড়া পুষ্টিগুণ বেশি থাকায় এই শাক রোগ প্রতিরোধে বেশ কার্যকর

৭. পুঁইশাকের আছে অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়

৮. শরীরে খোসপাঁচড়া কিংবা ফোঁড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধেও লড়তে পারদর্শী পুঁইশাক

৯. যাদের প্রায় প্রতিদিনই মাথাব্যথা থাকে, নিয়মিত পুঁইশাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত। তাই পরিবারের সবার স্বাস্থ্যসচেতনতায় খাদ্যতালিকায় নিয়মিত রাখুন পুঁইশাক


আরও খবর

ঢাকার ১০০টি সুস্বাদু খাবারের তালিকা

বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪

গরমে কাঁচা আম খাওয়ার উপকারিতা

মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪




একটি মানবিক আহবান

প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ভালো নেই ভবেরচর কলেজ রোডের চা বিক্রেতা রবিউল

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ্! ভূপেন হাজারিকার বিখ্যাত সেই মানবিক গানের সুর ধরেই আজকের এই সংবাদধর্মী নিবন্ধটির প্রারম্ভিকা করতে চাই।


মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর কলিম উল্লাহ্ কলেজ রোড এলাকার চা বিক্রেতা মোহাম্মদ রবিউল।


ভবেরচর কলেজ রোড এলাকায় তথা কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিউলের রং চায়ের ব্যাপক সমাদৃত রয়েছে। সমাজে ভালো আচরনের মাধ্যমে সহজ সরল ও ভালো মনের মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছে। স্থানীয় এলাকবাসি রবিউলের সুস্থতা কামনা করে। মুমূর্ষু অবস্থায় তারাই প্রথম অচেতন রবিউলের চিকিৎসায় এগিয়ে আসে। 


ছোট্ট টং চায়ের দোকানদার রবিউলের অসুস্থ এক মেয়েসহ ০৪ জনের হতদরিদ্র পরিবার। এই দুঃসময়ের অসহনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার বাজারে ইতিমধ্যেই অভাব অনটনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল তার সংসার। হঠাৎ'ই রবিউলের সংসারে নেমে আসে আচমকা অমানিশা!


গত এগারো'ই সেপ্টেম্বর বিদ্যমান প্রচন্ড তাপদাহে হিট স্টোক হয় রবিউলের। এর আগেও আরও দুইবার স্টোক হয়েছিলো তার। তবে এবারে যেন দূর্বিষহ আকার ধারণ করেছে তার শরীরে ও সংসারে।


সদাহাস্যজ্বল চা বিক্রেতা রবিউলের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয়রা। সংকটাপন্ন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয় এখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কি নিদারুণ অভিজ্ঞতায় অর্থাভাবে পরবর্তী চিকিৎসা হয়েছিলো তার নির্মম বর্ণনা করেছে দুস্থ রবিউলের পরিবার!


এই যাত্রায় রবিউল প্রাণে বেঁচে গেছে বটে তবে এখনো তার শরীরে রয়ে গেছে হিট স্টোকের ভয়াবহ ক্ষয়ক্ষতি চিহৃ। এমতাবস্থায় তার চিকিৎসকরা বলেছেন পরবর্তী চিকিৎসা চালাতে প্রয়োজন অর্থ! অসহায় দিনমজুর রবিউলের পরিবারের পক্ষে অর্থযোগান দুঃসাধ্য! আর তিলে তিলে যেন অসুখে হারিয়ে যাচ্ছে সবার প্রিয় রং চা রবিউল!


তাই সমাজের সহৃদয়বানদের কাছে রবিউলের এই সংকটে তার জন্য ও তার পরিবারের জন্য সহযোগিতা চেয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোডের নানা শ্রেনী পেশার এলাকবাসি।


এই বিষয়ে ভবেরচর ইউনিয়নের ছয় নং ওর্য়াডের মেম্বার ওসমান গণি সরকার মানিকের সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করি। তিনি বলেন রবিউল সত্যিই একজন ভালো মানুষ। এলাকার সবার সাথে তার রয়েছে অনন্য সখ্যতা। রবিউল এর অসুস্থতায় স্থানীয়রা মর্মাহত। সমাজের বিত্তবানরা যদি রবিউলের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে রবিউলের ভাল চিকিৎসা সম্ভব হবে।


স্থানীয়দের সহযোগিতায় ভবেরচর কলেজ রোড এলাকার বাসিন্দা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক শাফায়েতের সমন্বয়ে গঠন চলছে অসুস্থ রবিউলের পরবর্তী চিকিৎসার আর্থিক সহায়তা ফান্ড। এই বিষয়ে শাফায়েত গণমাধ্যমকে জানায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় চা বিক্রেতা  রবিউলের বসবাস এবং ০১৯৬৪৫০৬৪১৩ এইটা রবিউলের যোগাযোগ নাম্বার।


এই নিবন্ধের সমাপ্তিকা টানি এই বলে যে উদার হোক মানবতা, জয় হোক মানবতিকতার। আসুন যে যার অবস্থান থেকে বিপন্ন বিপদগ্রস্থ মানুষের বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে আসি।


নিবন্ধনকার, 

সৈয়দ মোহাম্মদ শাকিল, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম লেখক।


আরও খবর



বান্দরবানে অস্ত্র-গোলাবারুদ, জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে বিজিবি অভিযানে বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 


রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) রেববার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি'র নেতৃত্বে বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ০১টি অডিও/ভিডিও রেকর্ডার, ০১টি ভিডিও ক্যামেরা, ০১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ০১টি key ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ০১টি দূরবীণ,০২টি ওয়াকিটকি, ০১টি ল্যাপটপ, ০২টি পাওয়ারফুল লাইট, ০১টি সোলার সিস্টেম, ০১টি আকাশ টিভি রিসিভার ও ০১টি আমব্রেলা, ০২টি এন্ড্রয়েড  মোবাইল, ০২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ০১টি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।


এছাড়াও বর্ণিত স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধাষ পাওয়া যায় যার সবকিছু সমূলে ধ্বংস করা হয়েছে।


আরও খবর



হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত

প্রকাশিত:শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদার ইসরায়েল।

শনিবার (২৮ সেপ্টেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে নাসরুল্লার মৃত্যুর তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

যদিও গতকাল শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স, এএফপি হিজবুল্লাহর কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছিল নাসরুল্লাহ বেঁচে আছেন এবং সুস্থ আছেন

দখলদার ইসরায়েল নাসরুল্লাহর মৃত্যুর তথ্য জানালেও; হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি

গতকাল বিকেলে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় লক্ষ্য করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমানবাহিনী হিজবুল্লার প্রধান সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পরবর্তীতে জানা যায়, হামলায় ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। আর ক্ষেপণাস্ত্র ছুড়েছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান

হ্যাগারি আরও দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল

তবে আজ শনিবারের প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি বলেছে, নাসরুল্লাহর কাছের একটি সূত্র তাদের জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে নাসরুল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে এই সূত্রটি আরও জানায়, তিনি নিশ্চিত করে বলতে পারছেন না নাসরুল্লাহ নিহত হয়েছেন নাকি বেঁচে আছেন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল হারজি হালেভি একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি দাবি করেছেন, অসংখ্য প্রস্তুতি শেষে লেবাননে নাসরুল্লাহর উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, সঠিক সময়ে আমরা এই হামলা চালিয়েছি এবং এটি করা হয়েছে খুবই দক্ষভাবে।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল


আরও খবর



সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হচ্ছে

প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন চাকরি-প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় এবার চাকরির বয়স ৩৫ বছর করার প্রস্তাব করলো মন্ত্রিপরিষদ বিভাগ


আরও খবর