
বুলবুল আহমেদ সোহেল ঃ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আমরা এখনো সেই প্রবৃদ্ধিতে পৌছাতে পারিনি। সে সময়ে খাদ্য সচিবের ষঢ়যন্ত্রে আমদানিকৃত চালের জাহাজ ফেরৎ পাঠিয়ে খাদ্য শঙ্কট করেছিল। সে কারণে ১৯৭৪ সালে দেশে বাংলাদেশে খাদ্য শংকট দেখাদেয়।জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পূণর্বাসিত করেছিল। স্বাধীনতা বিরোধী শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছিল। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হলো। ২৪ মানুষ মারা গেল, সেসময় সংসদে নিন্দা প্রস্তাব আনা হয়নি। সংসদে বেগম খালেদা জিয়া হেসে বলেছিল তারাইতো ব্যানিটি ব্যাগে করে গ্রেনেড এনেছিল।
মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন,জাতির জনকের কন্যার পাশে থাকার জন্য আহবান জানান। ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিক ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে বুধবার সন্ধ্যার পর এ অনুষ্ঠানে
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ুন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম।
অনুষ্ঠানে আটজন মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের ও অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।