জয়পুরহাট কোটা সংস্কার আন্দোলনে ৬ মামলা সহ শতাধিক গ্রেপ্তার
মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
লিগ্যাল নোটিশ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
উৎপাদনে ফিরেছে আশুলিয়ার পোশাক কারখানা
সাভারের আশুলিয়ায় শ্রমিক
অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে।
শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার
সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন
ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০টি পোশাক
কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট
নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন
কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো
পরিস্থিতি মোকাবিলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে
পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক
ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের
নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ শিল্পখাতে চলতি
সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে।
রেমিট্যান্স প্রবাহে বাড়ছে রিজার্ভ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহীতে বিভাগীয় দলিল লেখক সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে
কমলনগরে মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান না থাকায় আটকে আছে ভূমির নামজারী পক্রিয়া
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
রংপুরের পীরগঞ্জে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
কমলনগরে মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান না থাকায় আটকে আছে ভূমির নামজারী পক্রিয়া
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
রাঙ্গাবালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব সংবাদদাতা, রাঙ্গাবালী (পটুয়াখালী):
উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারভেজ খোকনের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক ও যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক অরুন মীর, উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ মাহমুদ ও সদস্য সচিব আজিজুর রহমান প্রমুখ।
কমলনগরে মাছঘাট দখল-চাঁদাবাজিতে পদ হারালেন যুবদল নেতা
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
খাগড়াছড়ির জেলা পরিষদ চেয়ারম্যান না থাকায় আটকে আছে ভূমির নামজারী পক্রিয়া
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
বিচার বিভাগে ব্যাপক রদবদল
নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি
দেওয়া হয়েছে।
রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে
আইন মন্ত্রনালয়ে সংযুক্ত
কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে
আইন ও বিচার বিভাগের
সচিবের চলতি দায়িত্ব
দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের
যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির হওয়া বিচারকদের
মধ্যে জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন (২ জন প্রেষণে),
যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার ৭ জন, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের
উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের
স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন
জারি করা হয়েছে।
বদলি ও পদায়ন করা এসব বিচারকদের
প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় ও পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা
কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত
জেলা ও দায়রা জজ, চিফ মেট্টোপলিটন
ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার
অর্পণ করে অবিলম্বে
বদলি করা কর্মস্থলে
যোগদানের জন্য নির্দেশ
দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের
তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪
লিগ্যাল নোটিশ
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪