Logo
শিরোনাম

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন সাংসদ ছলিম উদ্দিন

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া (নওহাটামোড়) বাজারে 'আদর্শ বিদ্যা নিকেতন' এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া সহ একই বাজারের 'তাযীবুল বানাত্ (বালিকা) মাদরাসা' (লিল্লাহ্ বোডিং) এর ২৬  জন (বালিকা) শিশু শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দিলেন (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এউপলক্ষে বৃহস্পতিবার ১৬ মার্চ বেলা ১১টায় 'আদর্শ বিদ্যা নিকেতন' প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে জাতীয় সংসদ-৪৮, নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  (ক্রেস্ট) বিতরণ করেন। আলহাজ্ব এস এম আফাজ উদ্দিন (অবঃ) সহকারি শিক্ষা অফিসার এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, ভীমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শিবনাথ মিশ্র, স্থানিয় ইউপি সদস্য ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ, সাবেক ইউপি মেম্বার ও আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন, ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু ও আদর্শ বিদ্যা নিকেতন এর পরিচালক মোঃ তারিকুল প্রমুখ। অপরদিকে দুপুর ১২টায় একই বাজারে 'তাযীবুল বানাত্ (বালিকা) মাদরাসা' (লিল্লাহ্ বোডিং) এ আয়োজীত কোরআন সবক অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি ঐ মাদরাসা'র  ২৬ জন (বালিকা) শিক্ষার্থীদের হাতে কোরআন তুলেদেন এবং শিশু শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় আরো অতিথি সহ শিক্ষার্থী অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।


আরও খবর



পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার সহ চোর-চক্রের ৪ জন সদস্য আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় চোরাই ৪ টি গরু উদ্ধার সহ আন্তঃজেলা চোর-চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয় এর প্রত্যক্ষ নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মহোদয় এর সার্বিক তত্ত্বাবধায়নে নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন এবং তাদের নিকট থেকে ৪ টি চোরাই গরু উদ্ধার সহ চোরাই গরু পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেন পুলিশের চৌকস অভিযানিক টিম।

বুধবার দিনগত রাতে নওগাঁ ও নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪ টি গরু উদ্ধার সহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্যকে গ্রেফতার করেন নওগাঁ পুলিশের চৌকস টিম। এসময় চোরাই কাজে ব্যবহারীত একটি পিকআপ জব্দ করেন পুলিশ।

বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৪ গরু চোরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছেন পুলিশ। 


গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন, নওগাঁ সদর উপজেলার জগৎসিংপুর গ্রামের গোলম মোস্তাফার ছেলে ইমরান হোসেন (২৯), নওগাঁর রাণীনগর উপজেলার গোনা-উত্তরপাড়া গ্রামের মৃত বাছেদ এর ছেলে রফিকুল ইসলাম (৪০) ও পাকুরিয়া-বড়পুকুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছলিম মণ্ডল এর ছেলে চুরিকাজে ব্যবহারীত পিকআপ চালক হারুন অর রশিদ হারুন (২৮)।

সত্যতা নিশ্চিত করে নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, গত ১৬ ফেব্রুয়ারি দিনগত রাতে আত্রাই থানা এলাকার কাসুন্দা গ্রামের জাকির হোসেন এর ৫টি গরু এবং ২৭ ফেব্রুয়ারি দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুর রহমান এর ৩টি গরু চুরি হয়। এ ঘটনায় আত্রাই থানায় চুরির মামলা দায়ের করা হয়। মামলার পর নওগাঁর সুযোগ্য জেলা পুলিশ সুপার মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় বুধবার দিনগত রাতে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ টি গরু উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।



আরও খবর



সাভার প্রেসক্লাব নির্বাচনে সাকিব সভাপতি, গোবিন্দ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার) :

সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব এবং দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেলে সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার আলীনুর রহমান খান সাজু এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন

এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠ ও আনন্দমুখর পরিবেশে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে সাভার প্রেস ক্লাবের ৪৮ জন সদস্যের মধ্যে ৪৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২৪ জন সদস্য মনোনয়নপ্রত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই শেষে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেছেন নাজমুস সাকিব, জাভেদ মোস্তফা ও আজিম উদ্দিন।

এদের মধ্যে নাজমুস সাকিব সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আজিম উদ্দিন পেয়েছেন ০৯ ভোট এবং সাবেক সভাপতি জাভেদ মোস্তফা পেয়েছেন ০৭ ভোট।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন আরিফুর রহমান, সৌমিত্র মানব, আসাদুজ্জামান নিয়ামত। এর মধ্যে আরিফুর রহমান সর্বোচ্চ ৩৫ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সৌমিত্র মানব ২৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রথমে ৪ জন প্রতিদ্বন্দিতা করলেও পরবর্তীতে নাজমুল হুদা ও গোলাম পারভেজ মুন্না তাদের প্রার্থীতা প্রত্যাহার করে গোবিন্দ আচার্য্যকে সমর্থন দেন। নির্বাচনে গোবিন্দ আচার্য্য সর্বোচ্চ ৩৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মিঠুন সরকার পেয়েছেন ০৯ ভোট।

যুগ্ম-সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় সিনিয়র সাংবাদিক পার্থ চক্রবর্তী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে রওশন আলী ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি রুপোকুর রহমান পেয়েছেন ২২ ভোট। অর্থ-সম্পাদক পদে তৌকির আহমেদ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি চন্দন কুমরার রায় পেয়েছেন ১৭ ভোট।

পাঠাগার সম্পাদক পদে আমান উল্লাহ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি শাহীন আলম পেয়েছেন ২৩ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে এসএম সবুজ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সঞ্জীব সাহা পেয়েছেন ১৮ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে এস এ দুলাল ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি তোফায়েল হোসেন তোফা সানি পেয়েছেন ১৯ ভোট।

নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় তিন জন সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে সদস্যদের ভোটে জিয়াউর রহমান জিয়া সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে প্রথম, শাহেদ জুয়েল ২১ ভোট পেয়ে দ্বিতীয় এবং জাহিদুর রহমান ১৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

আয়োজিত দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলিনুর রহমান খান সাজু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়।


আরও খবর



নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাকলজোড়া ইউনিয়নে ভোটগ্রহণ চলমান

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ভোটের মাঠে ভোটারদের স্বতঃস্ফূর্ত আগমন দেখা গেছে।

প্রথমবারের মতো দূর্গাপুরে ইউনিয়ন পর্যায়ে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

এতে কিছুটা অসুবিধা হলেও প্রিজাইডিং অফিসাররা ডামিতে শিখিয়ে দিচ্ছেন।  

উল্লেখ্য,  গত ১০ জানুয়ারি বাকলজোড়া ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী তালুকদারের মৃত্যুর পর পদটি শুন্য হয়। 

শূন্য পদে উপ নির্বাচনে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। 

এর মাঝে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক (নৌকা) স্বতন্ত্র প্রার্থী ইউসুফ তালুকদার (মোটরসাইকেল) ও সিরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

৯টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুই প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ র‍্যাব সদস্য মোতায়েন রয়েছে।

এই ইউনিয়নে ভোটার রয়েছেন ২৩ হাজার ৭শ ৫৪ জন।  এরমধ্যে পুরুষ ১২ হাজার ১৮১ নারী ১১ হাজার ৫৭৩ জন।

৭ নং পাইক পাড়া বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিজন কান্তি ধর জানান সুন্দর সুষ্ঠু ভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

প্রিজাইডিং অফিসার বিজন কান্তি ধর জানান, সকাল ৮.৩০ থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এই প্রথমবার ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ চলছে, তাই ভোট দিতে হালকা অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা সবাইকে বলছি নির্দ্বিধায় ভোট দিতে। কালকা সমস্যাগুলো আমরা উপস্থিত থেকে সমাধান করে দিচ্ছি। ভোটারগণ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে। 

এছাড়া দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নির্বাহী ম্যাজিট্রেট গণ কেন্দ্র গুলোতে উপস্থিত থেকে ভোট গ্রহণ তদারকি করছেন।

আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম শফিক জানান, এখন পর্যন্ত ভালো অবস্থা ভোটরা এসে ভোট তবে বাকলজোড়া কেন্দ্রে আমার অনুসারীদেরকে বিভিন্ন প্রকার সমস্যা করছে। এই বিষয়ে আমি অভিযোগ করেছি, দেখা যাক আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যবস্তা গ্রহণ করে। এছাড়া সার্বিকভাবে ভোট গ্রহণ ভালোই চলছে। 


আরও খবর



নিজ দেশে অভিনব সম্মাননা পেলেন মেসি

প্রকাশিত:সোমবার ২৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৫৮জন দেখেছেন

Image

ইয়াশফি রহমান :দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স মেতেছিল বিশ্বকাপ জয়ের আনন্দে। তিন তারকা জার্সি গায়ে জড়িয়ে মনুমেন্টাল স্টেডিয়ামে নিজ দেশের মানুষের সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে আনন্দে গা ভাসিয়েছিল আলবিসেলেস্তেরা।

পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের দিন নিজের ফুটবল ক্যারিয়ারের ৮০০তম গোলের দেখা পেয়েছেন লা পুলগা। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে অভিনব সম্মান জানাল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। দেশটির জাতীয় ফুটবল দলের অনুশীলন যেখানে হয়, তার নাম বদলে মেসির নামে রাখা হয়েছে।

সাধারণত দেশের মাটিতে আর্জেন্টিনার খেলা হলে বুয়েনস আয়ার্সের কাসা দে এজেইজাতে অনুশীলন করে পুরো দল। সব ফুটবলার সেখানে এসে হাজির হন। সেই মাঠই এবার মেসির নামে পরিচিত হবে।

এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লাদিয়ো তাপিয়া টুইটারে জানিয়েছেন, বিশ্বের সেরা ফুটবলারকে এভাবেই সম্মান জানাতে চেয়েছিলেন তারা। সঙ্গে একটি ভিডিও পোস্ট করে লিখেন, বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে আপনাদের স্বাগতম।

আর্জেন্টিনার ফুটবল সংস্থার এমন কান্ডে মেসি বলেছেন, খুব ভালো লাগছে। এই ঘটনাটা আমার কাছে বিশেষ অনুভূতির হয়ে থাকবে। নিজের নামে অনুশীলন কেন্দ্রের নাম! এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যায় না।


আরও খবর



নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে এক দিন আসেন ডাক্তার

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নেছারাবাদ (স্বরূপকাঠী) পিরোজপুর :

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন এবং অ্যানেসথেসিয়া ডাক্তার ও নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এক দিন আসেন। গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ইন্দ্রাণী কর, অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম রুমেন মাসে মাত্র চার দিন আসেন।

উপজেলার প্রায় দুই লক্ষ জনগণের চিকিৎসা সেবায় সরকারি এই হাসপাতালটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তারের অভাবে চালু হয়নি অপারেশন থিয়েটার। 

গত বছর আঠারো ডিসেম্বর এখানে গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার ইন্দ্রাণী কর ও অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত যোগদানের পরেও তাদের ডিউটি ফাঁকিবাজিতে এবং জিএ মেশিন মেরামতের অভাবে চালু হচ্ছেনা অপারেশন থিয়েটার। 

হাসপাতাল সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ডাক্তার ইন্দ্রাণী কর সপ্তাহে রবিবার আসেন অ্যানেসথেসিয়া ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার মাসের বেতন নেওয়ার জন্য একবার আসেন। এছাড়া হাসপাতালে যদি কোন ইনেক্সপেকশন থাকে তখন এসে হাজির হন। 

এ বিষয়ে নাক, কান, কান গলা বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল ইসলাম রুমেন বলেন, আমি সপ্তাহে বুধবার রোগী দেখি নেছারাবাদে। এছাড়া অন্যান্য দিন বরিশালের ল্যাবএইডে রোগী দেখি।

অনুপস্থিতির ব্যপারে অ্যানেসথেসিয়া ডাক্তার সত্যজিৎ দত্ত বলেন, অ্যানেসথেসিয়া মেশিন সংযোজন বা মেরামতের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ থাকায় আমার কোন কাজ নাই। হাসপাতালে গিয়ে অন্যের চেম্বারে বসে থাকতে হয়। ওটি চালু হলেই আমি ওখানে থাকবো। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে থাকি হাসপাতালে প্রায়ই যাই।

গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ইন্দ্রাণী কর রোগী থাকলে রবি বার আসতে বলে ফোন কল কেটে দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফিরোজ কিবরিয়া জানান, হাসপাতালের জিএ মেশিন চালু হলেই সার্জন ও অ্যানেসথেসিয়া ডাক্তার কন্টিনিউ ডিউটি করবেন। প্যাথলজিকাল পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। ব্যাকের দেওয়া এক্সে মেশিনটি সামান্য মেরামত দরকার। হাসপাতালে কন্টিনিউ হওয়ার ব্যাপারে এই তিন ডাক্তারকে তাগিদ দেবো।


আরও খবর