
নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ করেছে সিটিকর্পোরেশন । তোরণ আলোকসজ্জায় বর্ণিল সাজে সেজেছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। কেন্দ্রীয় গাহে ঈদ জামাতে ইমামতি করবেন কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।
কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডের ঈদগাহসহ ১৫০টি মসজিদের বেশিরভাগ স্থানেই ঈদের জামাত সকাল ৮ টায় । জেলার ১৭উপজেলার ইউনিয়ন পর্যায়েরে ঈদগাহসহ মসজিদে বেশির ভাগই ঈদের নামাজ সকাল ৯ টায় । বেশির ভাগ স্থানেই মানুষের সমাগম বিবেচনায় নগরের কেন্দ্রীয় ঈদগাহের প্রধান জামাত সকাল সাড়ে ৮টার আগে পরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদগাহে নামাজ আদায় করার সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে পাশ্ববর্তী কুমিল্লা জিমনেশিয়াম প্রস্তুত রাখা হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের জামাতের জন্য নির্ধারিত সময়ের সাথে মিল রেখে কেন্দ্রীয় ঈদগাহের পার্শ্ববর্তী এলাকার মসজিদ ও ঈদগাহে সুবিধাজনক অন্যসময়ে ঈদের জামাতের সময় নির্ধারণের জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটি। ঈদগাহ ময়দান এবং পার্শ্ববর্তী রাস্তাসমূহে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ হতে ঈদগাহ কমিটির ব্যানার ব্যতীত অন্য কোনো সংস্থা বা ব্যক্তি কর্তৃক কোনো ব্যানার স্থাপন না করার নির্দেশনা প্রদান করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোঃ নাজমুস সাকিব বলেন, কুমিল্লা নগরের কেন্দ্রীয় ঈদগাহ, ১৭উপজেলার ঈদগাহসহ প্রায় আট শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে জেলার ১৭টি উপজেলার ১৫ হাজার ৩০০ মসজিদের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে প্রায় ১০হাজার ৫৪৯টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের ঈদগাহ মাঠ ও আশের পাশের সড়কগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঈদগাহ আলোকসজ্জা করা হয়েছে পুরো এলাকা। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কেন্দ্রিয় ঈদ গাহ এর প্রধান জামাত নগরবাসি সুন্দর ভাবে আদায়ের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।