Logo
শিরোনাম

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ০১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার:)

মানিকগঞ্জ সদর উপজেলায় শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল।


দিনব্যাপী এই আয়োজনে উপজেলার ৫টি ভেন্যুতে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃনমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রথমবারের মত দেশের ২৭ টি জেলা এবং ৮টি সিটি কর্পোরেশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করছে ইউনিসেফ বাংলাদেশ। এছাড়া খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজ থেকে মাদক, ইভটিজিং, মোবাইলে আসক্তিসহ নানা অপকর্ম থেকে নিজেদের দূরে রাখার জন্য শিশুদের উদ্বুদ্ধ করা হচ্ছে এই প্রতিযোগিতার মাধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে সদর উপজেলার ১২টি স্কুলের ২৪০ জন বালক এবং বালিকা অংশ নেয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন


আরও খবর



ধামরাই ধলেশ্বরী নদীতে ভাসমান মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

মাহবুবুল আলম রিপন, (স্টাফ রিপোর্টার):

ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৬৮) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, ধামরাইয়ের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান বলেন, নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাত নেই, হয়তবা পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে। ময়না তদন্তের রির্পোট এলে মৃতের কারন জানা যাবে বলে জানান তিনি।


আরও খবর



নওগাঁয় সাড়ে ৪শ' পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন :

রমজান উপলক্ষে নওগাঁয় সাড়ে ৪শ' পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জার্মান দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে বেসরকারি সংস্থা সোস্যাল এইড এর আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল। আর এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি গরীব-অসহায় পরিবারগুলো।

খাদ্যসামগ্রী পেয়ে জাহানারা বেগম বলেন, তোমার চাচার কিডনির সমস্যার কারনে কোন কাজ করতে পারে না। আমি মানুষের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। হাটুর সমস্যার কারনে সেইভাবে কাজও করতে পারি না। আজকে এখান থেকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল পাইছি। মোটামুটি আমাদের দুইজনের ২০ দিনের চাউল কিনতে হবে না। এতে করে খুব উপকার হলো আমার। আমার মত যারা পেয়েছে তাদেরও অনেক উপকার হলো। আল্লাহ তাদেরকে বেঁচে রাখুক।

চা বিক্রেতা ডাবলু বলেন, আমার সংসারে ৫জন সদস্য। তিন ছেলে-মিয়ে পড়াশোনা করেন। আমি চা বিক্রি করে যে কয় টাকা পাই সেটা দিয়ে সংসার চলে। বাজারে সব জিনিসের দাম বেশি। রোজার মাসে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। সেই ভাবে চা বিক্রি হচ্ছে না। ইফতারের পর যেটুকু বিক্রি হয়। আজকে অনেক কিছুই পেলাম। এতে করে খুব উপকার হলো আমার।

সোস্যাল এইড এর পরামর্শক ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান বলেন, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, আজকে সাড়ে ৪শ' পরিবারের মাঝে একেক জনকে ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল বিতরণ করা হলো। আসলেই এটি একটি মহত উদ্যোগ। এর মধ্যে দিয়ে অসহায় পরিবারগুলো অনেক উপকার হলো। আশা করি তারা আগামীতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখবে।

এসময় উপস্থিত ছিলেন-কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সোস্যাল এইড এর ডকুমেনটেশান এন্ড কমুনেকেশান অফিসার বায়েজিদ আহমেদ, প্রজেক্ট কর্ডিনেটর আবির হোসেন, সোস্যাল এইড এর পরামর্শক ও রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং এটিএন বাংলার নওগাঁ প্রতিনিধি রায়হান আলম।


আরও খবর



নওগাঁয় দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁর রাণীনগরে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ মোফাখখার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান, সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ-১০ম শ্রেণির ১-১০জন করে মোট ১শত ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩ জন শিক্ষকের মাঝে প্লাষ্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়।


আরও খবর



ছায়াবিতান সোসাইটির মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার ০৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

কু‌মিল্লা ব্যুরো : কুমিল্লাস্থ ছায়াবিতান সোসাইটির বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার বি‌কে‌লে কুমিল্লা শহরতলীর দৌলতপুর ছায়াবিতান কো- অপারেটিভ  হাউজিং সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা ও  মতবিনিময় সভা সোসাইটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

সোসাইটির সভাপতি ও  কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সোসাইটির সদস্য  জনাব মো: গিয়াস উদ্দিনের সঞ্চালনায়-

এ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব (অব:) ও সোসাইটির সম্মানিত সদস্য  এন এম জিয়াউল আলম,   

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) পংকজ বড়ুয়া,মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  শিহাব উদ্দিন আহমেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব মো: আবু মুসা চৌধুরী, অব: জেলা শিক্ষা অফিসার জনাব মো: আবদুস সালাম মিয়া, সোসাইটির সম্পাদক এএম মামুনুর রশিদ (অপু) সহসম্মানিত অতিথিবৃন্দ, ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ রা।

 উল্লেখ্য ১৯৬৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ছায়াবিতান সোসাইটি সরকারি চাকুরীজীবিদের আবাসিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৮ সালে সরকারিভাবে  কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার  দৌলতপুর মৌজায় ৯.৮৭ একর জায়গা বরাদ্ধ পেয়ে আবাসিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা ১২৯  জন।


আরও খবর



আইনজীবীদের হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশি হস্তক্ষেপে ভোটার বিহীন এক তরফা ভোট ডাকাতি 'নির্বাচন' এর প্রতিবাদে এবং আইনজীবী সহ সাংবাদিকদের উপর পুলিশি নগ্ন হামলা ও আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এর দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম এর সঞ্চালনায় ররিবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সোয়া ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার ১৪/১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে আইনজীবী এসোসিয়েশন সহ অন্যান্য নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করছেন বলে তীব্র সমালোচনা করেন করেন বক্তারা। গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন এবং বিজ্ঞ আইনজীবীদের নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বক্তারা। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোঃ জাকারিয়া হোসেন বলেন, সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। নইলে আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের মতো বিমানের পাখা ধরে, নদী সাঁতরিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সরোয়ার জাহান সরোয়ার, মোঃ মুনসুর আলী, মোঃ শাহ আলম, মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।


আরও খবর