Logo
শিরোনাম

পাবনা-সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে লিটন-রাসেল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

মো.হৃদয় হোসাইন,মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নবগঠিত কমিটির সভাপতি পদে টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী লিটন মাহমুদ ও  সাধারণ সম্পাদক  পদে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো:রাসেল চৌধুরী দায়িত্বভার গ্রহন করেছেন।  


আজ বৃহস্পতিবার সকালে সংগঠনটির  বিগত কমিটির সভাপতি ও সাধারণ  সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষনা করা হয়।  


এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আসিফ হাসান, সাদিয়া হক পূর্বা ,আবু হানিফ ,আখতারুজ্জামান রিয়াদ,মো. সাব্বির হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাশেদ ভূঁইয়া ,মো:শাকিল ইসলাম, হৃদয় কুমার সূত্রধর 

,তুষার ইমরান ,মো:মেনহাজ  ,মো:নুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক  পদে রয়েছেন আবুল বাশার সৌরভ, মো: জুবায়ের ইসলাম প্রান্ত,আব্দুল কাইয়ুম,পলাশ খান,অমিয় সাহা,মো:হৃদয় হোসেন,সাফিয়া  সাফা,বৃথী,উম্মে হাবিবা অর্ভি ,মোছা:আয়েশা সিদ্দিকা


দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে নাইম রাজ। উপ দপ্তর সম্পাদক পদে মো. আসাদুজ্জামান জোসেফ, মো.আবির হোসেন স্বাধীন। অর্থ বিষয়ক সম্পাদক পদে আ. বাতেন। উপ অর্থ বিষয়ক সম্পাদক রয়েছে মো.মোবারক  ও চৈতি। প্রচার ও প্রকাশনা পদে উৎস কর্মকার , উপ প্রচার ও প্রকাশনা পদে

মো.হামিম,আল আমিন পারভেজ , আরিফুল ইসলাম, মো.জিল্লুর রহমান,নাইমুল হোসেন ,তানভির ফেরদৌস, তাসনিম আলম।


সংস্কৃতি বিষয়ক সম্পাদক জোবায়ের  হোসাইন রতন, উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক মামুন হোসেন,মো:মোবাল্লেক ,শুভ্র কর্মকার, জুবায়ের খান। সংগঠনটির কার্যকারী সদস্য :

মোঃ নয়ন আলী সেখ, জয় কুমার সাহা মেহেরুন নেছা হিতৈষী, নিয়ামুল হাসান রাকিব

 মোঃ আলাউদ্দিন মিয়া দূর্জয়, মেহেদী হাসান, মো: রাসেল ইসলাম ,নুসরাত জাহান,আমির হামজা,তৌকির আহমেদ তুষার,নিশাত আনজুম, মো. ফিরোজ মাহমুদ,মোঃ মেহরাব হোসাইন,মো: রিফাত তাসপিয়াল,মো: মাহবুব আলম মুন্না জুবায়ের,  বি.এম শাহিদ মাহমুদ,মোঃ জাহিদুল ইসলাম, আরিফুল হাসান,মো: ইব্রাহিম,গৌড় পাল। 


নবনির্মিত কমিটির সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী বলেন, " সংগঠনের সাথে প্রায় ৪ বছর ধরে যুক্ত আছি। এই সংগঠন আমার আবেগের,ভালোবাসার।ইনশাআল্লাহ যত দিন বেঁচে আছি ততদিন এই সংগঠনের সাথে যুক্ত থাকবো।নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করে যাবো। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ  সকলের সহযোগিতায় এই অ্যাসোসিয়েশনের বহুদূর এগিয়ে যাবে বলে আমি মনে করি। "


এছাড়াও বর্তমান সভাপতি লিটন মাহমুদ বলেন,"নব গঠিত কমিটির সকল সদস্য কে অভিনন্দন। আমি আমার অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।" 


উল্লেখ্য যে, আগামী ১ বছরের জন্য ৬৩ সদস্যের পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কমিটি গঠন করা হয়েছে।


আরও খবর



নওগাঁয় ৮শ' আম গাছ কেটে বাগান ধ্বংস করেছে প্রভাবশালীরা

প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ |

Image

নওগাঁর পত্নীতলায় জোরপূর্বক বাগান দখল করে আম গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফল ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল হোসেন। শুক্রবার দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন গ্রন্থাগারে লিখিত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। আলহাজ্ব মোঃ আবুল হোসেন (৫০) ঢাকার সাভার জালেম্বর মহল্লার নিরাজ উদ্দীন দেওয়ানের ছেলে।

লিখিত বক্তব্যে তিনি বলেন নওগাঁর পত্নীতলার ব্যবসায়ী আনিছুর মোল্লা তার বন্ধু। তার মাধ্যমে গত প্রায় ১২বছর আগে পত্নীতলার ঘোষপাড়া গ্রামের মৃত-গোপেন্দ্রনাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালী রাণী ঘোষের কাছ থেকে ৬০লাখ টাকায় পাটিচোরা ইউনিয়নের ছালিগ্রাম মৌজায় ৪ দশমিক ৩২ একর জমি ক্রয় করেন (যার হাল দাগ নং-১০১৮, সাবেক দাগ-৫৩ এবং জেএল নং-২২৬)। ওই জমিতে ১২শ' টি বারি-৪ জাতের আম গাছের চারা রোপণ করে ভোগ দখল করে আসছেন। আম গাছগুলো বড় হয়ে এখন ফল দেয়া শুরু করেছে। প্রতি বছর ওই জমি থেকে প্রায় ১০ লাখ টাকার আম বিক্রি করে সাংসারিক খরচ বহনের পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করেছেন ভুক্তভোগী।

তিনি আরো বলেন হঠাৎ করে গত ১৫ সেপ্টেম্বর পূর্ব পাটিচোরা গ্রামের নাইম হোসেন এবং তার দুই ভাই লেমন হোসেন ও সেলিম হোসেনসহ আরো ২০/২৫জন হাসুয়া, দা, কুড়াল, লাঠি-সোঠা নিয়ে বাগানে অনাধিকার প্রবেশ ৮০০টির বেশী আম গাছ কেটে ফেলে। এতে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় বর্গাদার আব্দুস সামাদ তাদের বাঁধা প্রদান করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন ভয়ভীতি প্রদান করা হয়। তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে তার কাছ থেকে মোটা অংকের অর্থ হাছিল করার পায়তারা করছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান এই ভুক্তভোগী ব্যবসায়ী। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ীর ছেলে শফিউল্লাহ দেওয়ান ও ভাতিজা শোভন শাহারিয়ার।

অভিযুক্ত নাইম হোসেন হোসেন বলেন, জমিটি ১৯৯১সালে তাদের নামে খারিজ ও পত্তনমূলে নামে হোল্ডিং আছে। তারাও ওই জমির মালিক। ওনাদের জমিরও দাগও আলাদা। বিষয়টি নিয়ে যেহেতু বিবাদ চলছে এই বিবাবদটি নিষ্পত্তি করতে থানায় বসতে চেয়েছিলাম। কিন্তু ওনি না বসে টালবাহানা করছেন। জমির মালিক তো জমির দখল নিবেই।

নওগাঁর পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান, আবুল হোসেন নামের একজন ব্যবসায়ী থানায় অভিযোগ করেছিলেন অনেক দিন আগে আম বাগান মালিকানা সমস্যা নিয়ে। তবে কয়েক দিন থানায় এসে তিনি জানান তার বাগানের গাছ কেটে ফেলা হচ্ছে। পুলিশকে পাঠিয়ে সেটা বন্ধ করা হয়েছে। পরবর্তীতে যতটুকু জেনেছি তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আদালত থেকে যে নির্দেশনা আসবে সেটা বাস্তবায়ন করা হবে।


আরও খবর



কাঁচা বাজারের উত্তাপে দিশেহারা ক্রেতা

প্রকাশিত:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

হঠাৎ করেই আবারও কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী। এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে এই নিত্যপণ্যটির দাম। আবারও চড়েছে সবজির বাজারও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে রাজধানীর বেশ কয়েকটি সবজির বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারের সবজি বিক্রেতা মো. রাহাত জানান, বুধবার এই মরিচ ছিল ২৪০ টাকা কেজি। হঠাৎ দাম বাড়ার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, শুনলাম বর্ডার বন্ধ। মরিচ ঢুকে নাই। তাই দাম বেশি।

ভ্যানে করে সবজি বিক্রি করা কামাল হোসেন নামে একজন বলেন, আমরা কারওয়ান বাজার থেকে সবজি আনি। ওইখানেই দাম অনেক। পাইকারিতে দাম না কমলে আমগো হাতে কিছু নাই।

এদিকে হঠাৎ দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন অনেক ক্রেতা৷ মুক্তার আলী নামে এক ক্রেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আড়াই শ গ্রাম মরিচ ১০০ টাকা! চিন্তা করা যায়? সব কিছুর দাম বাড়তি। এইভাবে চলে নাকি?

কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় তিনি বিকল্প পথ ধরেছেন বলে জানান। মুক্তার আলী জানান, কাঁচা মরিচ না কিনে ১০ টাকার শুকনো মরিচ কিনেছেন তিনি। বাজার ঘুরে দেখা গেছে, শুধু কাঁচামরিচ নয়, সব ধরনের সবজির দামই চড়া।

একমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকা কেজি দরে। বাজার ভেদে আবার এই পেঁপেই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে৷ তবে অন্যান্য সব সবজির দাম ৬০ টাকার বেশি।

বাজারে লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা পিস দরে৷ শশার কেজি ৮০ টাকা, লতি ৭০-৮০ টাকা কেজি, ঢেঁড়স ৬০ টাকা কেজি, পটল ৬০ টাকা, মূলা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উস্তা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে বেগুন। প্রতি কেজি টমেটোর জন্য ক্রেতাকে গুনতে হচ্ছে ১৬০ টাকা।


আরও খবর



জার্মানির অপরচুনিটি কার্ড ভিসা: একটি সংক্ষিপ্ত গাইড

প্রকাশিত:রবিবার ০৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

ফরহাদুজ্জামান ভূইয়া :

✒️ জার্মানি দক্ষ কর্মী আনার জন্য নতুন "অপরচুনিটি কার্ড" বা Chancenkarte চালু করেছে, যা প্রবাসীদের সহজে কাজ খুঁজে পেতে এবং সেখানে বসবাস করার সুযোগ দিচ্ছে। এটি মূলত একটি পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের উপর ভিত্তি করে। দক্ষ পেশাজীবী, যেমন—প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি বিশেষজ্ঞ ইত্যাদি পেশার লোকদের জন্য এটি একটি বড় সুযোগ।

💧 পয়েন্ট সিস্টেম:

আপনার শর্ত অনুযায়ী ৬ পয়েন্ট অর্জন করতে হবে, যা নিম্নলিখিত ক্যাটাগরির উপর নির্ভর করে:

1. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিগ্রি বা পেশাগত প্রশিক্ষণ।

2. কর্মজীবনের অভিজ্ঞতা: গত ৭ বছরে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ৩ পয়েন্ট, ২ বছরের অভিজ্ঞতা থাকলে ২ পয়েন্ট।

3. ভাষাগত দক্ষতা: B2 স্তরের জার্মান জানলে ৩ পয়েন্ট, B1 স্তর জানলে ২ পয়েন্ট, A2 স্তর জানলে ১ পয়েন্ট।

4. বয়স: ৩৫ বছরের কম বয়স হলে ২ পয়েন্ট, ৪০ বছরের কম হলে ১ পয়েন্ট।

5. অতিরিক্ত পয়েন্ট: জার্মানিতে ৬ মাস থাকা থাকলে, বা সঙ্গী সহ আবেদন করলে ১ অতিরিক্ত পয়েন্ট।

💧 ভিসার বৈশিষ্ট্য:

- এটি প্রাথমিকভাবে ১ বছরের জন্য বৈধ থাকে এবং ২ বছর পর্যন্ত বাড়ানো যায়।

- চাকরি খুঁজতে গেলে অর্থনৈতিক নিরাপত্তা দেখাতে হবে, অর্থাৎ বছরে প্রায় €১২,৩২৪ ব্লকড অ্যাকাউন্টে রাখতে হবে।

- চাকরি খোঁজার সময়ে ২০ ঘণ্টা পর্যন্ত পার্ট-টাইম কাজের সুযোগ আছে।  

💧 চাকরির সুযোগ ও সীমাবদ্ধতা:

অপরচুনিটি কার্ড আপনাকে সরাসরি জার্মানিতে প্রবেশ করে চাকরি খোঁজার সুযোগ দেবে। তবে চাকরি পাওয়ার পরই আপনি দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাবেন। 

💧 যে কাজের জন্য উপযুক্ত:

ডেটা সায়েন্স, আইটি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণা ইত্যাদি উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলিতে দক্ষ পেশাজীবীদের জন্য এটি বিশেষভাবে কার্যকর। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে, যেমন—যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, এখানে দেখুন:

- WEPSA https://www.wepsa.de

- Talents2Germany https://www.talents2germany.de

- Handbook Germany https://www.handbookgermany.de

এটি বিশেষ করে দক্ষ কর্মীদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা জার্মানিতে কাজ এবং ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক।


আরও খবর

লিবিয়া থেকে ১৫৪ বাংলাদেশি ফিরলেন

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24




চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন

প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি

তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে

এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সেখানে আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। তবে তারা এখনও সেখানে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান তারা। এছাড়া অন্য কারো সঙ্গে আলোচনা করতে রাজি নন আন্দোলনকারীরা


আরও খবর



অমিত শাহ’র বক্তব্যের কড়া প্রতিবাদ

প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে’— ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বক্তব্যের কড়া প্রতিবাদ ক‌রে‌ছে বাংলা‌দেশ।

সোমব‌ার (২৩ সে‌প্টেম্বর) ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি ভারতের ঝাড়খন্ড সফরে গি‌য়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নি‌য়ে অত্যন্ত অশোভন মন্তব‌্য ক‌রে‌ছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ।

সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব‌্য নিয়ে অস‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছে। একই স‌ঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণ‌যোগ‌্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন।

তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে।

দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি।


আরও খবর