Logo
শিরোনাম

নোবিপ্রবির ভিসি-প্রোভিসি-রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
নোয়াখালী প্রতিনিধি::


শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (নোবিপ্রবি) সমন্বয়করা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
 
এর আগে গত ৭ আগস্ট উপাচার্যসহ অন্য কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় শুক্রবার (৯ আগস্ট) উপাচার্য ড. দিদারুল আলম উপ-উপাচার্য ড. আবদুল বাকি, কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনের কক্ষের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বনী ইয়ামিন বলেন,‘আন্দোলকারী শিক্ষার্থীদের আলটিমেটামের পর নির্লজ্জ উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা আর কখনো এ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের সব সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।  

আরও খবর

এইচএসসির ফল নির্ধারণ হবে যেভাবে

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




খালেদার ১১ মামলায় হাজিরা ৩১ অক্টোবর

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। হত্যা নাশকতার ১০ মামলা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় তাকে এই হাজিরা দিতে হবে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল- এর বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এই তারিখ ধার্য করেন।

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনের দুই নম্বর ভবনে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলার শুনানি হয়। আজ মামলাগুলোর শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির নতুন তারিখ ধার্য করা হয়।

খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় ৩১ যাত্রী দগ্ধ জখম হয়। এর মধ্যে নূর আলম নামে একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। ঘটনায় দায়ের করা হত্যা মামলা এই আদালতে বিচারাধীন।

একই বছরের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজ বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।

ওই বক্তব্যেদেশদ্রোহীমনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

নাশকতার মামলা: রাজধানীর দারুস সালাম থানায় ২০১৫ সালে করা নয়টি নাশকতার মামলায় অভিযোগপত্র দেওয়া হয় বিভিন্ন সময়ে। সেসব মামলায় অভিযোগপত্র দেওয়ার পর তা মহানগর দায়রা আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়।



আরও খবর



নিজ ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image

লালমনিরহাট প্রতিনিধি::



লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩১ আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী দেশের বাইরে ও পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি সদস্য মুকুল জানান, আমার ভাই সাদাসিধে এবং খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার স্ত্রী বিদেশে থাকে। কে বা কাহারা রাতের আধাঁরে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




ড. ইউনূসকে এরদোগানের ফোন

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।


এ সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।


তিনি বলেন, তুরস্ক বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।


প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান।  অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।


প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন।


আরও খবর



দশমিনায় জলাবদ্ধতা নিরসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ |

Image
দশমিনা প্রতিনিধি::

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ ও তার আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মানববন্ধনে উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন-উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন মোল্লা, জুয়েল আমিন প্যাদা, কৃষক নেতা জায়েদ খান, এ্যাভভোকেট ইকবাল হোসেন ও কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আবুল বাশার।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, কাটাখালী, গোলখালী, পশ্চিম লক্ষ্মীপুর, নিজাবাদ ও দশমিনাসহ প্রায় ১৮টি খালে অবৈধভাবে বন্দোবস্ত নিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে ভূমিদস্যরা।  তারা আরো বলেন দশমিনা শহরের গুরুত্বপূর্ণ খালটি অবৈধভাবে স্থাপনা নির্মান করে খালের স্বাভাবিক প্রভাববাধাসৃষ্টি করে অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দাবী জানান।

পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




বন্যাদুর্গতদের জন্য বাকৃবিতে গণত্রাণ সংগ্রহ

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image


বাকৃবি প্রতিনিধি:
বন্যাদুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৪ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসিয়ে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ওই গণত্রাণ সংগ্রহের কার্যক্রম। সর্বস্তরের মানুষের জন্য এই বুথ উন্মুক্ত, সকলেই এখানে ত্রাণ প্রদান করতে পারবেন।

বাকৃবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোবারক হোসেন নিলয় বলেন, আমাদের এই কার্যক্রম আজ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে এবং ইহা চলমান থাকবে যতদিন প্রয়োজন হয়। সকাল থেকে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ আমাদের কাছে সাধ্যমত ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে। আমাদের একটা টিম ফেনীতে আছে, তাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করবো। যদি তারা নগদ  টাকা দিতে বলে তাহলে টাকা দিবো, ত্রাণ দিতে বললে সেগুলো নিয়ে তাদের কাছে দিয়ে আসবো। আমরা খাগড়াছড়ি, নোয়াখালী ও কুমিল্লা জেলার খোঁজ খবর নিচ্ছি, সেখানেও আমরা ত্রাণ বিতরণ করবো। সকাল থেকে আমরা চিড়া, মুড়ি, বিশুদ্ধ খাবার পানি, নগদ টাকা, পোশাক, স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পেরেছি। নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করবো। পশু - পাখির চিকিৎসা ও সেবাদানের জন্য বিশেষজ্ঞ পশু চিকিৎসক টিম নিয়ে আমাদের বন্যাকবলিত জেলায় যাবার পরিকল্পনা রয়েছে। 

এর আগে, গত শুক্রবার (২২ আগষ্ট) রাত ২টায় ট্রাকে করে ত্রাণসামগ্রী নিয়ে ফেনী জেলায় গেছেন বাকৃবির প্রতিনিধি দল। এখনো তারা ফেনী জেলায় অবস্থান করে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন।

আরও খবর

এইচএসসির ফল নির্ধারণ হবে যেভাবে

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪