
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় পৃথক দুটি স্থানে বৃষ্টির সময় বজ্রপাতে আদিবাসী পরিবারের চাচি ও ভাতিজি সহ ৩ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন দু'জন নারী।
শনিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার পূর্ণভবা নদীতে মাছ ধরতে গিয়ে একজন এর মৃত্যু হয় ও একই দিন বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার ছিলিমপুর গ্রামের মাঠে কাজ করার সময় নারী শ্রমিক চাচি ও ভাতিজি'র ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। এসময় দু'জন নারী শ্রমিক আহত হোন।
নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলা রাইগাঁ ইউনিয়ন এর ছিলিমপুর গ্রামের নেপাল পাহান এর স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহান এর স্ত্রী সবানী পাহান (৬৫), তারা দু'জন চাচি ও ভাতিজি।
অপর নিহত ব্যক্তি হলেন, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে রফিকুল ইসলাম(৫০)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শনিবার বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান সহ আরো কয়েকজন নারী বাড়ির পাশের মাঠে ধান ক্ষেতে ধানের আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন।
এসময় বৃষ্টিপাত এর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু' জনের মৃত্যু হয়।
অপরদিকে শনিবার দুপুর পূর্ণভবা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায় রফিকুল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যায়। নিহতদের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান মহাদেবপুর ও পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি)। ঘটনার পর নিহতদের পরিবার ও স্বজন সহ দুটি গ্রামের লোকজন এর মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।