Logo
শিরোনাম

নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে খুন হলেন প্রান কোম্পানীর বিক্রয় প্রতিনিধি

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় এবার দূর্বত্তের ছুরিকাঘাতে খুন হলেন মামুনুর রশিদ মামুন (৩৫) নামে প্রাণ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। সোমবার সন্ধ্যায় নওগাঁ জেলা সদর উপজেলার বক্তারপুর এলাকায় এ ছুরিকাঘাতে খুনের এঘটনাটি ঘটে। নিহত মামুনুর রশিদ মামুন নওগাঁ জেলা সদর উপজেলার মাতাসাগর গ্রামের জুয়েল হোসেন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনুর রশিদ মামুন বেসরকারি প্রান কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিন সকালে ব্যাটারি চালিত  একটি অটোরিকশা যোগে ফুড প্রডাক্ট (খাদ্য সামগ্রি) নিয়ে বিভিন্ন বাজারের দোকানে বিতরণ করতেন। তারই ধারাবাহীকতায় সোমবার সারাদিন দোকানে জিনিস দিয়ে ও দোকানগুলো থেকে জিনিস পত্রের মূল্য হিসেবে টাকা সংগ্রহ করে ফিরছিলেন। 

পথে বক্তারপুর এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ে এসে দূর্বত্তরা পথরোধ করে শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার কাছের টাকা ছিনতাই করে নিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে হাতে-পায়ে ও বুকে গুরুত্বর জখম ছিলো। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায়  দেখতে পেয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এব্যাপারে নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাকিব হাসান বলেন, শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বুকে ফুসফুসে গুরুত্বর আঘাত (জখমের) কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারনা করে তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক আইনানুগ পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের অটো পাসের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আনোয়ার হোসেন - নিজস্ব প্রতিনিধি::


অটো পাসের দাবিতে যশোর এইচএসসি-২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাব যশোর এর সামনে ডা. আব্দুর রজ্জাক মিউনিসিপ্যাল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাসিন নূর প্রিয়ম’র নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২০২৪ সালের অনুষ্ঠিত না হওয়া অবশিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল সহ পরীক্ষা প্রদেয় বিষয়ের উপর মূল্যায়ন করে ফলাফল দেওয়ার দাবি জানানো হয়।


পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তাদের চলমান এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়। যশোর শিক্ষাবোর্ড পুনরায় স্থগিত হওয়া পরীক্ষার রুটিন দিলেও পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনিচ্ছা পোষণ করছেন। তাদের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মধ্য অনেক শিক্ষার্থী আহত এবং নিহত হয়েছেন, তাদের বিষয় বিবেচনা করে যশোর শিক্ষাবোর্ড যাতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বিষয় গুলোর উপর যথা যথো মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করেন।


আরও খবর

এইচএসসির ফল নির্ধারণ হবে যেভাবে

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




আশার গুড়ে বালি ইলিশে

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মৌসুম চলছে মাছ ইলিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে ইলিশ  উপহার ও রপ্তানি বন্ধ রয়েছে ফলে দেশের বাজারে ইলিশের জোগান বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমার আশায় ছিল দেশের মানুষ সে আশায় এখন গুঁড়ে বালি স্বল্প আয়ের মানুষ ইলিশের ধারে কাছেও যেতে পাচ্ছেন না আড়তে আসা প্রায় সব ইলিশই যাচ্ছে ফ্রিজিং করে মজুদদারদের ঠাণ্ডা গুদামে এর সঙ্গে সক্রিয় আছে চরম মুনাফাখোর সিন্ডিকেটের সদস্যরা

ভেবেছিল কম দামে এবার যদি পাতে এক টুকরো রুপালি মাছ জোটে! কিন্তু না, কমার বদলে উল্টো দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর কারণ হিসেবে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক বলেছেন, ডিজেলের উচ্চ মূল্য এবং সিন্ডিকেট। ইলিশের দাম কী হবে, তা সকালে নির্ধারণ করে দেয় মোকামের ব্যবসায়ি সিন্ডিকেট। বিক্রি না হলে ফ্রিজিং করে রাখে। পাশাপাশি দাদন টাকা আরেকটি কারণ। দাদনদাতারা জেলেদের কাছ থেকে ১০ ভাগ মুনাফা নেন। দাদনদাতা মহাজনের আড়তেই মাছ দিতে হয়। এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা গেলে ইলিশের দাম কেজিপ্রতি অন্তত ৩০০ টাকা কমে যাবে। তবে ব্যবসায়িরা বলছেন, দাম বেশির কারণ সিন্ডিকেট নয়, ধরা পড়ছে কম। ভরা মৌসুমেও ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরেই দেখা নেই ইলিশের।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতা মাছ কেনার আশা নিয়ে বাজারে আসছেন ঠিকই কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন। গতকাল ঢাকার কারওয়ান বাজার, কাজীপাড়া, মিরপুরের ৩টি বাজার ঘুরে সরেজমিনে চিত্র দেখা গেছে। কারওয়ান বাজারের মাছ বিক্রেতা হাসান আলী বলেন, হিমাগারের ইলিশের দাম কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। বাজারে টাটকা ইলিশ সেভাবে পাবেন না। যদি সেরকম টাটকা ইলিশ খেতে চান তাহলে চাঁদপুরের মোহনাতে যান

পশ্চিম কাজীপাড়া মাছ ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হলেও দেশে দাম কমেনি। আমরা বেশি দামে কিনেছি। কম দামে কিভাবে বিক্রি করব। কাজীপাড়ার এই দোকানে ৫০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৫০০ টাকা কেজিতে। ৬০০-৬৫০ গ্রামের ইলিশ ২০০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক কেজির উপরে ইলিশ ২৭০০ টাকা কেজি। এখন বড়লোক ছাড়া ইলিশ কিনতে পারে না। গরীবেরা দাম শুনতেও আসে না

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাজারের ফাহিম মৎস্য আড়তের প্রোপাইটার ফোরকান মিয়া জানান, গত চারদিন ধরে অভ্যন্তরীন নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে না। অন্যদিকে সমুদ্রে ধরা পড়া মাছ বরিশালের বাজারে এখনো আসেনি। যার দরুন প্রতিকেজি ইলিশ মাছের দাম দুইশ থেকে চারশত টাকা করে বেড়েছে। সামনে পূর্নিমার জো। সময় আবারো মাছ আসার সম্ভাবনা রয়েছে। তখন থেকে আবার দাম হয়তো কমতে পারে।

পোর্ট রোডের আড়তদার মো. রানা জানান, বন্যা বৃষ্টির সময় নগরীর পোর্ট রোড মোকামে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মন ইলিশ মাছ বেচা কেনা হয়েছে। গত কয়েকদিন ধরে একশ থেকে দেড়শ মনের বেশি মাছ বাজারে উঠে না। যার কারনে দাম আকাশ ছোয়া হয়েছে

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি জানান, বর্তমানে নদীতে একটু মাছ কম। সমুদ্রের ইলিশও আসে না। তাই দাম একটু বেশি। তবে কেউ অতিরিক্ত দামে বিক্রি করছে, এমন কোন তথ্য নেই

ভরা মৌসুমেও চট্টগ্রামের বাজারে ইলিশের আকাল চলছে। আশানুরূপ সরবরাহ না থাকায় দামও আকাশচুম্বী। ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে গত ২৩ জুলাই সাগরে ইলিশের জন্য বেপরোয়া জেলেরা। তবে মিলছে না ইলিশ। যা মিলছে তা দিয়ে স্থানীয় চাহিদাও মিটছে না।

সূত্র মতে , গত ২৪ জুলাই থেকে পর্যন্ত চট্টগ্রামে মাছ আহরণের পরিমাণ ৩০০ টনের মতো। জেলেদের মতে, ইলিশের দেখা না মেলায় পরিমান কমছে। অন্যদিকে ভারি হচ্ছে ঋণের বোঝা। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে দুর্দশায় জেলেদের দিন ভালো যাচ্ছে না