
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় নিখোঁজ এর ৩দিন পর ধান ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। মৃতদেহটি সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানাগেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার মধপুর গ্রামের মৃত গুমির ওরফে মাখন সরদারের ছেলে কাওছার আলী (৫২) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর জুমার নামাজ এর সময় দুপুরেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন এলাকা সহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোন সন্ধান পাননি। গত রবিবার সন্ধ্যায় মধুপুর গ্রামের গভীর নলকূপের অপারেটর ইউনুস আলী সরদার তার গভীর নলকূপে যাওয়ার সময় নলকূপের পাশের শিয়ালকুড়ি নামক স্থানে সদ্য কাটা ধানের ক্ষেতে কাওছার আলী সরদার এর অর্ধগলিত মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। ঘটনাটি জানাজানি হওয়া মাত্র মহূর্তের মধ্যে সেখানে এক নজর দেখার জন্য লোকজন ভীড় জমান। ঘটনার খবর পেয়ে সাথে সাথে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রিপোট অন্তে ময়না তদন্তের জন্য রাতে মৃতদেহটি উদ্ধার পূর্বক নওহাটামোড় পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয় পুলিশ।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে রাতেই মৃতদেহটি উদ্ধার করা হয় এবং সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।