Logo
শিরোনাম

পর্দার প্রেম থেকে এবার রণবীরের প্রতিবেশী তৃপ্তি

প্রকাশিত:রবিবার ০৯ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০25 |

Image



বিডি টু ডে বিনোদন ডেস্ক:


বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার জোয়া চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। চরিত্রটির উপস্থিতি ছিল কম। 


কিন্তু সিনেমাটি মুক্তির পরপরই রণবীর কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য় তৈরি করেছিল বিতর্কের সুনামি। আর তাতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এই অভিনেত্রী।



অ্যানিমেল মুক্তির সপ্তাহখানেকের মধ্যে নতুন নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরও দিয়েছেন তৃপ্তি দিমরি। সন্দীপ রেড্ডি ভাঙার ‘স্পিরিট’ দিয়ে শুরু, এরপর যুক্ত হয়েছেন ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘ধড়ক ২’ সিনেমায়।



অ্যানিমেল মুক্তির পর নিয়মিত খবরের শিরোনাম হওয়া তৃপ্তি এবার রণবীর কাপুরের আরও কাছে। রণবীরের বাড়ির কাছেই মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। 


রণবীর কাপুর ও আলিয়া ভাট ছাড়াও বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রেখাসহ বলিউডের অনেক তারকার বসবাস।



২২২৬ বর্গফুটের ফ্ল্যাটটি কিনতে তৃপ্তিকে খরচ করতে হয়েছে ১৪ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাড়িটির জন্য ইতিমধ্যেই ৭০ লাখ রুপি পরিশোধ করেছেন তৃপ্তি। তবে নতুন বাংলো সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। তৃপ্তির নতুন ফ্ল্যাট কেনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


 অনেক নেটিজেন মনে করছেন, বলিউডের প্রথম সারির তারকাদের সমকক্ষ হতেই এত অর্থ খসিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন নায়িকা।


অ্যানিমেল দিয়ে আলোচনায় এলেও বলিউডে নতুন নন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর সঙ্গে ‘মম’ দিয়ে অভিনয় শুরু তাঁর। একই বছর সানি দেওলের সঙ্গে ‘পোস্টার বয়েজ’ সিনেমায় দেখা যায় তৃপ্তিকে। পরের বছর ‘লায়লা মজনু’তে অভিনয় করে পরিচিতি পান।


২০২০ সালে নেটফ্লিক্সে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি আলোড়ন তোলে। সিরিজের বুলবুল চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তৃপ্তি। ‘কলা’ সিনেমাতেও তৃপ্তির অভিনয় সমালোচকদের মুগ্ধ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় অ্যানিমেলে তাঁর অভিনীত জোয়া চরিত্রটি।



আরও খবর



আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত

প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ |

Image

এবার আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে ইতোমধ্যে নিয়োগ দেওয়া প্রশাসককে পর্ষদ ও ব্যবস্থাপনার পরিচালকের ক্ষমতা দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মজিবুর রহমানকে এমডি পদমর্যাদায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

পর্ষদ বিলুপ্ত নিয়ে গভর্নর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনাগত ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে বিপুল পরিমাণের মূলধন ও প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে। বিপুল অঙ্কের শ্রেণিকৃত বিনিয়োগ, বড় অঙ্কের পুঞ্জিভূত লোকসান, ব্যবস্থাপনায় চরম অস্থিরতা ও প্রবল তারল্য সঙ্কট তৈরি হয়েছে। ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজে পর্ষদ সম্পৃক্ত থাকায় জনস্বার্থে বিদ্যমান পর্ষদ বাতিল করা হলো।

অপর এক আদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানকে একই সঙ্গে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

আইসিবি ইসলামী ব্যাংক ১৯৮৭ সালে আল-বারাকা ব্যাংক নামে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে ওরিয়ন গ্রুপ মালিকানায় এসে এর নাম দেয় ওরিয়েন্টাল ব্যাংক।

ওই সময় ব্যাংকটিতে বড় ধরনের অনিয়ম ঘটায় বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালে প্রশাসক বসায় এবং ওরিয়েন্টাল ব্যাংক পুনর্গঠন করে আইসিবি ইসলামিক ব্যাংক নামকরণ করা হয়। মালিকানায় আসে মালয়েশিয়া ভিত্তিক আইসিবি গ্রুপ।


আরও খবর



মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

প্রকাশিত:সোমবার ১৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০25 |

Image

মো শাহাদাত হোসেন সায়মন :

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সন্দেহভাজন এক যুবকের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার এড়াতে কৌশলের অংশ হিসাবে খুলনা থেকে ট্রাভেল ব্যাগে করে ওই গাঁজা মুন্সিগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন গ্রেপ্তারকৃত যুবক।

আজ সোমবার দুপুর ১টার দিকে সিরাজদিখান থানাধীন ছাতিয়ানতলী স্ট্যান্ড সংলগ্ন ইছাপুরা টু শ্রীনগরগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপু সুলতান (২৯) খুলনা সদরের মো. রফিকুল আলমের পুত্র।

ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্দেহভাজন ওই যুবকের পথরোধ করলে একটি ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দিয়ে পেচানো পলিথিনের ভিতরে রক্ষিত ৪ কেজি গাঁজা যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, গাঁজাগুলো সে খুলনা টুটপাড়া এলাকা থেকে ক্রয় করে মুন্সিগঞ্জে বিক্রয়ের উদ্দেশ্যে অত্র এলাকায় এসেছে।

এ ঘটনায় রাতে সিরাজদিখান থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ডিবির উপপরিদর্শক আবুল কালাম আজাদ।


আরও খবর



চীনের পাল্টা শুল্ক আরোপে ক্ষুব্ধ ট্রাম্প

প্রকাশিত:শনিবার ০৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ |

Image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার (২ এপ্রিল) চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের ওপর চীনও ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প। চীনকে আক্রমণ করে তিনি বলেন, চীন তার শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ‘ভুল খেলেছে।৪ এপ্রিল তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। আর এটিকে গুরুত্ব না দিয়ে উল্টো ‘ধনী হওয়ার সুযোগ’ হিসেবে তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় অক্ষরে লেখেন, ‘চীন ভুল খেলেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে — আর এর পরিণাম ভোগার মতো অবস্থায় তারা একদমই নেই!

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো ধস নামে। ফলে বিনিয়োগ এবং অবসরকালীন সঞ্চয় খাতে বিপুল পরিমাণ অর্থ হারিয়ে যায়। মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেন, এই শুল্ক উচ্চতর মুদ্রাস্ফীতি এবং কম প্রবৃদ্ধি ডেকে আনতে পারে।

এশিয়া এবং ইউরোপের বাজারের ধসের ধারাবাহিকতায় ওয়াল স্ট্রিটে ব্যাপক পতন দেখা যায়। ডাও জোন্স সূচক ৫.৫ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫.৯৭ শতাংশ কমে যায়।

ট্রাম্প ‘স্বাধীনতা দিবস’ ঘোষণা করে শুল্ক আরোপের পর থেকে এখন পর্যন্ত শুধু মার্কিন আর্থিক বাজারে ৬ ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

একসঙ্গে অনেক দেশের ওপর আমদানি শুল্ক আরোপের পর ট্রাম্প এ নিয়ে কোনো অনুশোচনাবোধ না দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, ‘আমার নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, ‘এটি ধনী হওয়ার দুর্দান্ত সময়।

৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা মনে করছেন তার বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি বিদেশি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি নয়, উৎপাদনে বাধ্য করবে। ট্রুথ সোশ্যালে তিনি আরও লেখেন, ‘শুধু দুর্বলরাই ব্যর্থ হবে!

বড় কর্পোরেশনগুলো অপ্রস্তুত ছিল অবে তারা শুল্ক নিয়ে চিন্তিত নয় জানিয়ে ট্রাম্প বলেন, ‘বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো শুল্ক নিয়ে চিন্তিত নয়। কারণ, তারা জানে তারা এখানে থাকবে।


আরও খবর



আমি সকলের কাছে কৃতজ্ঞ

প্রকাশিত:শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ |

Image

ঈদে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার জ্বীন ৩। ইতিমধ্যেই এই সিনেমার কন্যা গানটি শ্রোতামহলে বেশ আলোড়ন তুলেছে। অবশেষে গানটি প্রবেশ করল কোটির ক্লাবে।

গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় কন্যা। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে। আর এদিন দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জ্বীন ৩র অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

উৎসবের আমেজ তৈরি করা গানটি প্রকাশিত হওয়ার পর জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকাই শেয়ার করেছেন, দিয়েছেন বাহবা। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

কন্যা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।


আরও খবর



চেনা রূপে ফিরেছে রাজধানী

প্রকাশিত:রবিবার ০৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২০ এপ্রিল ২০25 |

Image

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। এরই মধ্যে খুলেছে অফিস-আদালত। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে। রাজধানীর সড়কে বেড়েছে কর্মচঞ্চল মানুষের পদচারণা, ফলে বেড়েছে যানজট। ঈদের টানা নয় দিনের ছুটি কাটিয়ে প্রথম কার্যদিবসে রাজধানীর সড়কগুলো ফিরে পেয়েছে তার চিরচেনা দৃশ্য।

 ৬ এপ্রিল রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যপের সহযোগিতায় যানজটের এমন চিত্র দেখা গেছে।

ঈদের ছুটি চলাকালীন রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কম থাকলেও আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।

তবে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় যানজট।

দেখা গেছে, কর্মব্যস্ত মনুষ সকাল থেকেই এসে ভিড় করতে শুরু করেন বাসস্ট্যান্ডগুলোতে। কেউ কেউ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন কেউবা আবার সুযোগ পেলে উঠে পড়ছেন। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসে তিল ধারণের ঠাঁই ছিল না।

সেই সঙ্গে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল বেশ ভালোই। এছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালনের চিত্রও দেখা গেছে

অফিস-আদালত শুরু হওয়ায় দীর্ঘ ছুটি শেষে যানবাহনে যাত্রীর পূর্ণতায় খুশিভাব প্রকাশ করছেন পরিবহন শ্রমিকরা।


আরও খবর