
মুন্সী মো:আল ইমরান: রোজায় বাজার পরিস্থিতি নিয়ে এবার কঠোর অবস্থানে সরকার। এরইমধ্যে তেল চিনিসহ কয়েকটি পণ্যের দাম ঠিক করে দেয়া হয়েছে। যা কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।তিনি বলেন, সব পণ্যেরই যথেষ্ট মজুদ আছে। তাই দাম বাড়ার কোন কারণ নেই।
এবার রোজা আসা আসার অনেক আগে থেকেই বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। টিসিবি’র তথ্য বলছে, গেলো সাত দিনে বেড়েছে পেঁয়াজ-রসুন-আটা আর ব্রয়লার মুরগির মতো সাতটি পণ্যের দাম। অথচ বাজারে পন্যের সরবরাহে কোন ঘাটতি নেই। কিন্তু দাম বাড়ার পেছনে বিক্রেতাদের নানা অজুহাত।
এবার রোজায় পন্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এরিমধ্যে সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি নজরে রাখছে সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলছেন রোজায় ব্যবহৃত সব পণ্যেরই যথেষ্ট মজুত আছে। কোন পন্যেরই সঙ্কট হবার কথা নয়। তারপরও বাজারে কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করলে তা কঠোর ভাবেই নিয়ন্ত্রন করবে সরকার।
এবার গরমের সময় রোজা আসছে। তবে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যবস্থা নিয়েছে সরকার। সেহরি বা ইফতারের সময় বিদ্যুৎ ঘাটতি হবে না বলেও জানান তিনি।
রোজা ও ঈদকে কেন্দ্র করে এবার দুই কিস্তিতে কার্ডধারী এক কোটি পরিবারের ন্যায্য মূল্যে টিসিবির পণ্য কেনার সুবিধা পাবে। দুই দফায় প্রায় ১০ কোটি মানুষ এই সাশ্রয়ী সুবিধা পাবে বলে আশ্বস্ত করেন তিনি।
রহিম রুমন, একাত্তর, ঢাকা