Logo
শিরোনাম

সাধারণ মানুষের জন্য কিছু করতে চায় কুড়িগ্রামের সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত:সোমবার ১২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

কুড়িগ্রাম প্রতিনিধি::


কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার মোঃ সোলায়মান উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন উদ্দিন সরকার(৩২) ছোটবেলা থেকেই তার ইচ্ছা গরীব দুঃখী সাধারণ মানুষের জন্য কিছু করার। এই মনোভাব নিয়েই ছাত্র জীবন থেকে শুরু করে তিনি জনসাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবক হিসেবে কাজ করে আসছেন।


বিভিন্ন সময় তিনি অসহায় দুঃস্থ মানুষদের নিজ অর্থ দিয়ে সাহায্য করে থাকেন। নদী ভাঙ্গন, বন্যা-খড়া সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষদের ত্রান সামগ্রী দিয়ে সহায়তা করে থাকেন। এমনকি তার আশপাশের কোনো মানুষ যদি না খেয়ে থাকে তাহলে তিনি তাকে খাবার দেন। কারোর গায়ের কাপড় না থাকলে তিনি তার নিজের গায়ের পোশাক পর্যন্ত তাকে দিয়ে থাকেন। এই ভাবে তিনি দীর্ঘদিন যাবত গরীব দুঃখী মানুষের সেবা করে আসছেন। 


বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তাতেও থেমে নেই মামুন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের পাশে থেকে আন্দোলনে ঝাপিয়ে পড়েন তাদের সাথে এবং আন্দোলনে ঢাকা ও কুড়িগ্রামে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে পানি ও খাবার সরবরাহ করেছেন এবং বর্তমান তারা যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন তিনি। 


কুড়িগ্রাম সদরের অনেক সাধারণ মানুষ বলেন, মামুন ছেলেটি একজন ক্লিন ইমেজের মানুষ, তিনি দূর্নীতি পছন্দ করেন না। এই ধরনের মানুষ যদি আমাদের প্রতিনিধি হয় তাহলে আমরা ভালো থাকবো আরো সহযোগিতা পাবো। আমরা চাই এই মানুষটির হাত দিয়ে যেন সবাই উপকার পায়। তাকে দিয়েই আমাদের কুড়িগ্রামের উন্নয়ন করা সম্ভব। 


সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন উদ্দিন সরকার বলেন, মানুষ মানুষের জন্য কুড়িগ্রাম একটি দরিদ্র পীড়িত জেলা। এখানে বেশির ভাগ মানুষই খেটে-খাওয়া দিনমজুর। আমি এই জনসাধারণের পাশে থাকতে চাই। এবং যতদিন বেচে থাকবো ততদিন এসব মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। 


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




বন্যায় নোয়াখালীতে বিদ্যুৎ ও যোগাযোগে দুর্ভোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image


নোয়াখালী প্রতিনিধি  
ভারী বৃষ্টি ও ফেনীর মহুরী নদী থেকে নেমে পানিতে নোয়াখালীতে বন্যার আরও অবনতি হয়েছে। এতে ৪ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ছাড়া গ্রামীণ সড়কে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
 
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নোয়াখালী জেলার প্রশাসক কার্যালয়ে জেলা দুর্যোগ কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

স্থানীয়দের অভিযোগ,টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ আট উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। ফেনী জেলার পানি নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতার জানা যায়, টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদীসহ আট উপজেলার বেশির ভাগ এলাকা জলাবদ্ধ হয়ে গেছে। ফেনী জেলার পানি নোয়াখালী সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া খালগুলো অবৈধভাবে দখল ও পৌর এলাকায় ড্রেনগুলো দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতার বেশি ক্ষতি হয়েছে।

জেলা আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম জানিয়েছেন, ভোর ৬ থেকে ৬টা পর্যন্ত নোয়াখালীতে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় লঘুচাপ ও মৌসুমি জলবায়ুর কারণে জেলায় আরও তিনদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো.জাকির হোসেন বলেন, জেলায় সাত ৭৫হাজার গ্রাহকের মধ্যে সাড়ে ৪লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেগমগঞ্জের একটি উপকেন্দ্রে পানি উঠে গেছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা বন্যা হয়েছে। এসব উপজেলায় ইতিমধ্যে ৩৮৮ আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৬ হাজার বন্যা আক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছে। জেলায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা শুকনো খাবার দেয়ার চেষ্ঠা করছি। আমাদের উপজেলার কর্মকর্তাবৃন্দ মাঠে কাজ করছে। স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমরা বিত্তশালী মানুষের প্রতি আহবান জানাচ্ছি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। প্রশাসন ও সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরার চাহিদার কথা জানিয়েছি।

তিনি আরো বলেন, নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতাই ছিলো। কিন্তু ফেনী জেলার মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সেটা নোয়াখালীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সে কারণে নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছে।  


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




কুমিল্লা বিবিরবাজার সীমান্তে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
এ.কে পলাশ - কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লা বিবির বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনক চলাফেরার সময় মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছেন ১০-বিজিবির বিবির বাজার ক‍্যাম্পের সদস্যরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে.কর্নেল মো: ইফতেখার হোসেন এ বার্তায় জানান, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন বিবির বাজার আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামক একজন বাংলাদেশী নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় বিজিবি তাকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে তিনি উক্ত এলাকায় ঘোরাফেরা করেছিলেন বলে তিনি জানান।

আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

আরও খবর



মণিরামপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image


আব্দুল্লাহ আল মামুন যশোর :

ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত‌ ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখানুপাতিক (pr) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালিন শান্তি পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের অফিসের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, আলহাজ্ব ইজ্জত আলী, শামছুদ্দিন আজাদী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুর রহমান।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




ঢাকায় জাতিসংঘ মানবাধিকার তদন্ত দল

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image


বিডি ডেস্কঃ

 সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জাতিসংঘের একটি দল আট দিনের সফরে আজ ঢাকায় এসেছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় এক বিবৃতিতে জানায়,‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের একটি দল অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য অংশীজনদের সাথে প্রাথমিক আলোচনার জন্য ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করবে।’
এতে আরো বলা হয়, এ সফরের উদ্দেশ্য হলো মানবাধিকার উন্নয়নে সহায়তায় অগ্রাধিকার অনুধাবন।
বিবৃতিতে বলা হয়, ‘এটি গুরুত্বপূর্ণ যে, এই সফরটি তদন্ত নয় বরং এ সফলকালে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার আলোকে মানবাধিকার লঙ্ঘনের তদন্তের প্রক্রিয়া নিয়ে আলোচনার উপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
এতে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়ার বিশদ বিবরণ চূড়ান্ত হয়ে গেলে প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত পরিচালনা করার জন্য আগামী সপ্তাহগুলোতে একটি পৃথক অনুসন্ধানকারী দল পাঠানো হবে।
বিবৃতিতে বলা হয়েছে,জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের জনগণকে বিশেষ করে তরুণদের সাথে সংহতি প্রকাশ করে তাদের প্রশংসা করেছেন ও সমর্থন জানিয়েছেন। কারণ তারা সকলের জন্য মানবাধিকারের অগ্রগতির দিকে কাজ করছে।
দলটি তথ্য সংগ্রহের জন্য তাদের সফরকালে বেশ কয়েকজন সরকারি উপদেষ্টা ও সুশীল সমাজের সদস্যদের সাথে দেখা করবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে একটি সাম্প্রতিক   ফোন আলাপকালে এই পদক্ষেপের ঘোষণা দেন।
সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের দলকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরকালে জাতিসংঘের দলটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেবে না।


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




প্রবাসীর মৃত্যুর ক্ষতিপূরণেও মিলবে প্রণোদনা

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

এখন থেকে বিদেশে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ বাবদ আসা রেমিট্যান্সের বিপরীতেও ২.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এ নির্দেশনা

এতে বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে (২.৫ শতাংশ) রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা



আরও খবর

ত্রিপুরায় অনুপ্রবেশ ৪ বাংলাদেশি আটক

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪

শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪