Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

শাহজালালে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

প্রকাশিত:সোমবার ১৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না।

সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।

এতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।

বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।

বিমানবন্দরে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টরা (এয়ারলাইন্সসহ অন্যান্য) নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডির জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া, এভসেক আইডি সম্বলিত পাস ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে এভসেক অফিসারদের প্রশিক্ষণ (যদি প্রয়োজন হয়) দিতে বলা হয়েছে।


আরও খবর



তরুণ ভোট টানতে বিশেষ নজর ইসির

প্রকাশিত:রবিবার ১৫ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৫ জুলাই ২০২৫ |

Image

আগামী বছরের শুরুতেই দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তরুণদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য তালিকায় তাদের অন্তর্ভুক্তকরণ এবং ভোটদান নিশ্চিত করতে আগামী জুলাই মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসি সূত্র জানায়, জুন মাসে নতুন ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে এই বিশাল কর্মযজ্ঞ নির্ধারিত সময়ে শেষ করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া দ্রুত কাজ করতে গিয়ে ভোটারের তথ্য আপলোডের ক্ষেত্রে কিছু টাইপিং মিসটেকও হয়েছে। যা সংশোধনের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ শেষ হলেই জুলাই মাসে খসড়া ভোটার তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিলের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন। তবে গত শুক্রবার লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারির শুরুতে ভোটের ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে কবে নাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে এ সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা ভোটার হালনাগাদ করলেও চলতি বছরের মার্চ মাসে কিন্তু একটা তালিকা প্রকাশ করেছি। আমরা চাচ্ছি যে, তরুণ ভোটাররা যারা ভোট দিতে অনেক দিন ধরে বসে আছে, তারা কীভাবে ভোট দিতে পারবে সেটা নিশ্চিত করেই আমরা ভোটার তালিকা প্রকাশ করব। এসময় যদি আইনের সামান্য সংশোধন করতে হয় তাহলে তা করে যতদূর সম্ভব তরুণ ভোটারদের ভোটার তালিকায় যুক্ত করে তালিকা প্রকাশ করব।

ভোটার তালিকা প্রকাশের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সম্প্রতি যে ভোটার হালনাগাদ হয়েছে সেখানে ৬০ লাখের বেশি ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ তথ্য লিপিবদ্ধ করতে গিয়ে কিছু টাইপিং মিস্টেক হয়েছে, সেটি সংশোধনের কাজ চলমান। যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এরপর যদি কমিশন মনে করে তাহলে জুলাইয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে আমাদের কোনো সমস্যা নেই।

এদিকে বছরের যেকোনো সময় ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ আইন সংশোধন হলে প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি বছরের যেকোনো সময়ে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে সংস্থাটি।

কমিশন সূত্র জানায়, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ৩ ধারার উপধারা (জ) এবং ১১ ধারার ১ উপধারায় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। সংশোধনীতে এমন ভাষা সংযোজনের প্রস্তাব করা হয়েছে, যাতে নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী ভোটার যোগ্যতা অর্জনের তারিখ এবং তালিকা সংশোধনের সময়সীমা নির্ধারণ করতে পারে।

প্রস্তাবিত সংশোধনীর মূল বিষয়গুলো

ধারা ৩(জ): ভোটার যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ১ জানুয়ারির পরিবর্তে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত অন্য তারিখ নির্ধারণের সুযোগ থাকছে।

ধারা ১১(১): ২ জানুয়ারি থেকে ২ মার্চ সময়সীমা ছাড়াও কমিশনের বিবেচনায় ‘উপযুক্ত সময়’ উল্লেখ করে নমনীয়তা আনার প্রস্তাব রয়েছে।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮, ২০১৯-২০২০ ও ২০২২-২০২৩ সাল পর্যন্ত। আগের দুইবার তিন বছরের আগাম তথ্য নেওয়া হয়েছিল। এবার কেবল এক বছরে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য নেওয়া হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৬৩ লাখ ৪৮ হাজার ২৫৬ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ লাখ ৭৩ হাজার ১৮ জন, নারী ভোটার রয়েছে ৩৩ লাখ ৭৫ হাজার ২৬ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২১২ জন। তাদের মধ্যে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৮৩ হাজার ৭৭৭ জন। এছাড়া মারা যাওয়ায় ২১ লাখ ৭৩ হাজার ৩৪৩ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যার মধ্যে পুরুষ মৃত ভোটার বাদ যাবে ১২ লাখ ৪৮ হাজার ৪৫২ জন, নারী মৃত ভোটার বাদ যাবে ৯ লাখ ২৪ হাজার ৫৭২ জন এবং হিজড়া মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে ৩২৫ জন।


আরও খবর



আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

নতুন করে দেখা দিয়েছে করোনাভাইরাস। ২০২০ সালের পর পাঁচ বছরের ব্যবধানে করোনা আবার নতুন করে ফিরেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এ রোগের সংক্রমণ বেড়েছে। যার কারণে ভারতসহ যেসব দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে, ওইসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি বাংলাদেশেও এ রোগের সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত গরমে করোনাভাইরাস বেশি সংক্রমিত হয়। অন্যান্য বছরের মতো এ বছরের মে মাসে করোনা সংক্রমণ বেড়েছে। বর্তমানে করোনার নতুন যে উপধরন সংক্রমণ বাড়াচ্ছে, সেটির সংক্রমিত করার ক্ষমতা অনেক বেশি হলেও এতে রোগের তীব্রতা কম। করোনার নতুন এ ধরনটি প্রাণঘাতী না হলেও অসাবধানতা ও অসচেতনতায় ধরনটি যেকোনো সময় শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই যথেষ্ট সতর্ক ও সচেতনতা আবশ্যক।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুসারে, দেশে বিগত ২৪ ঘণ্টায় ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয় এবং ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে পাঁচজন মারা যায়। এতে শনাক্তের হার ৫ দশমিক ৯০ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

তবে বর্তমানে পাওয়া যাওয়া উপধরনগুলো আগের মতো প্রাণঘাতী নয়। সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। কিন্তু এখন থেকেই স্বাস্থ্যবিধি প্রতিপালনে গুরুত্ব না দিলে এটি আরো বাড়তে পারে। সংক্রমণ বাড়লে মৃত্যুও বাড়বে।


আরও খবর



গুপ্তচরবৃত্তি, ইরানে আরো তিনজনের ফাঁসি

প্রকাশিত:বুধবার ২৫ জুন 20২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরো তিন ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় এ ঘটনা ঘটল। খবর এএফপির।

ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল নামের তিন ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে (ইসরায়েল) সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আজ সকালে রায় কার্যকর করা হয়েছে এবং তাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুসারে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উরমিয়ায় ওই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তুরস্কের সীমান্তের কাছে উরমিয়ার অবস্থান।


আরও খবর



নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই নারাজ

প্রকাশিত:বুধবার ১৮ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ জুলাই ২০২৫ |

Image

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সঙ্গে যখন দূরত্ব তৈরি হচ্ছিল, তখন ড. ইউনূসের আমন্ত্রণে তারেক রহমান বৈঠক করেন। যে বৈঠক ঐতিহাসিক ঘটনা।

তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। সবাই পছন্দ করেছে তাদের এ বৈঠক ও সিদ্ধান্তকে।

বিএনপির মহাসচিব বলেন, সবাই লন্ডন বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু ইউনূস-তারেক বৈঠক পছন্দ হয়নি বলেই নারাজ হয় একটি দল। তাই তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যায়নি। এখন নির্বাচন নাই তাদের গুরুত্ব আছে; যখন নির্বাচন হবে-নতুন সরকার আসবে-তখন তাদের গুরুত্ব থাকবে না। তারা জানে নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে নারাজ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে-তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। বিএনপির কঠোর নির্দেশ এগুলো করা যাবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে।

দলীয় সদস্য সংগ্রহের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগ নেব না, কিন্তু যারা ভালো মানুষ তাদের বাদও দেব না। আওয়ামী লীগের যারা প্রমাণিত খারাপ মানুষ, মাফিয়া, দখলদার, ডাকাত; তাদের দলে নেওয়া যাবে না। তবে যারা রাজনীতি করেনি, খারাপ না, ভালো মানুষ; তাদের বাছাই করে দলে নিতে হবে।


আরও খবর



অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ভেজাল প্রসাধনী বিক্রি, ১জন গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

স্থানীয়ভাবে উৎপাদিত হয় বিদেশী প্রসাধনী, এ বিষয়ে নেই কোনো কাগজপত্রও। উৎপাদিত ভেজাল  প্রসাধনী ঢাকার লালবাগ ও চকবাজার এর বিভিন্ন অসাধু পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো প্রতারক চক্রটি। এমনকি অনেক অসাধু ব্যবসায়ী সেই ভেজাল পণ্য সস্তায় কিনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে দেদারসে বিক্রি করতো। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত গোমর ফাঁস হয়ে ধরা পড়লো সিআইডি’র একটি ভেজাল-বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে প্রতারক চক্রের ০১ সদস্য।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হৃদয় হোসেন (২৫), পিতা- মো. জহির, মাতা- রাহেমা, সাং- পুরাতন ভাড়ালিয়া, পোস্ট- আটি বাজার, থানা- কেরাণীগঞ্জ মডেল থানা, জেলা- ঢাকা।  গ্রেফতারকালীন তার কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি ভেজাল প্রসাধনী ও মোড়ক উদ্ধার করা হয়। গত ২৪ জুন ২০২৫ দিবাগত রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া এলাকায় সিআইডি ঢাকা জেলার একটি ভেজাল-বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা নং- ৪৪, তারিখ-২৫/০৬/২০২৫ খ্রি., ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-গ(২)/২৫(ঘ) রুজু করা হয়েছে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি’র বিশেষ টিম ভেজাল প্রসাধনী সামগ্রী কারখানায় উৎপাদন ও মোড়কজাত করা অবস্থায় মো. হৃদয় হোসেন (২৫) কে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে মোট ০৯টি আইটেমের ১০৭০ প্যাকেট বিভিন্ন রকম নকল ও ভেজাল বিদেশী প্রসাধনী সামগ্রী এবং ২০০ পিস খালি মোড়ক উদ্ধার করে। আইটেমগুলো হলঃ ১৪০ (একশত চল্লিশ) পিস Kem Cot Thai Whitening Body Cream; ১৪০ (একশত চল্লিশ) পিস L`Avenu Whitening Body Cream; ১৭০ (একশত সত্তর) পিস ORGANIC HAIRFALL OIL; ১৪০(একশত চল্লিশ) পিস BODY WHITENING CREAM; ১৪০ (একশত চল্লিশ) পিস KEM BO Whitening Body Cream, ১৪০ (একশত চল্লিশ) পিস OSUFI, Whitening Body Cream; ৬০ (ষাট) পিস WHITENING BODY LOTION; ৫০ (পঞ্চাশ) পিস WHITENING BODY LOTION, ৯০ (নব্বই) পিস Korean Fair Look Permanent Whitening Body Lotion, এবং ২০০ (দুইশত) পিস New Fresh & White, Skin Body Lotion, Net Wt. 300 ml  এর মোড়ক।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. হৃদয় হোসেন (২৫) জানায়, বিদেশি এই সমস্ত প্রসাধনী সামগ্রী বাংলাদেশে উৎপাদন বা আমদানি হয় না। চক্রের অন্যান্য সদস্যরা বিদেশের লাগেজ পার্টির মাধ্যমে স্যাম্পল এনে তা কপি করে এবং স্থানীয়ভাবে উৎপাদন করে। এ উৎপাদন সংক্রান্তে তাদের কোন কাগজপত্র নেই। উক্ত প্রসাধনী সামগ্রী তৈরী করে সে লালবাগ ও চকবাজার এর বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের নিকট সরবারাহ করে এবং পরবর্তীতে তারা বিদেশী প্রসাধনী বলে স্থানীয় পাইকারী ও খুচরা ক্রেতা সাধারন এর কাছে চড়া দামে বিক্রি করে । 


এছাড়াও অনেক কাস্টমার তার কাছ থেকে মাল নিয়ে স্যোসাল মিডিয়া প্ল্যাটফরমে চটকদার বিজ্ঞাপন দিয়ে অনলাইনেও প্রচুর বিক্রি করে মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়।  গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


মামলাটি বর্তমানে সিআইডি এর ঢাকা জেলা ইউনিটে তদন্তাধীন রয়েছে। পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, প্রতারক চক্রের অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। 


আরও খবর