Logo
শিরোনাম

সাকিবকে নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশিত:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (রোববার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এ সময় সাকিবের দেশে আসা কিংবা খেলা শেষে দেশত্যাগ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, দেশে আসা কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা তো থাকার কথা নয়। আমি যতটুকু জানি। আর আইনের বিষয়টা আইন মন্ত্রণালয় ব্যাখ্যা করতে পারবে। আমি বিশেষজ্ঞও না কিংবা আইন মন্ত্রণালয়ের দায়িত্বেও না।

বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টার জবাব, আইন মন্ত্রণালয়ের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। আসিফ নজরুল (আইন উপদেষ্টা) স্যার ইতোমধ্যে বলেছেন সংশ্লিষ্টতা না পেলে প্রাথমিক তদন্তেই যে মামলা হয়েছে, ওখান থেকে নাম বাদ পড়ে যাবে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দেয়ালে সাকিবকে নিয়ে হয়েছে গ্রাফিতি এ নিয়ে আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রের জায়গা থেকে প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব। ক্রিকেট দলেরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা নিশ্চিত করব এবং আমি মনে করি যে আবেগের একটা জায়গা অবশ্যই আছে। যেহেতু বড় একটা আন্দোলন হয়েছে এবং সাকিবের আগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ছিলেন। যেটা উনি ক্লিয়ারেন্স দিয়েছেন উনার পোস্টে। তারপরও কিছু ইমোশন রয়ে গেছে। যৌক্তিক কিংবা অযৌক্তিক ওই প্রশ্নে যাব না। সেটা অন্য বিতর্ক।

প্রসঙ্গত, আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্ট খেলে ফরম্যাটটিকে বিদায় জানাতে চান সাকিব। তবে তার দেশে আসার বিষয়টি আপাতত আইন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে বলে মনে হচ্ছে ক্রীড়া উপদেষ্টার মন্তব্যের পর। সিরিজের দ্বিতীয় টেস্ট ২৯ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে


আরও খবর



দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে পন্তের অনন্য রেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

হেডিংলিতে প্রথম ইনিংসে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করে যাত্রা শুরু, এরপর সেই সেঞ্চুরির ধারা দ্বিতীয় ইনিংসেও অব্যাহত। ঋষভ পান্ত যেন এবার নিজের ব্যাটিং শৈলীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন। দুই ইনিংসেই শতকের দেখা পেয়ে বিরল এক রেকর্ডে নাম লেখালেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।

একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা উইকেটকিপার ব্যাটার হিসেবে ইতিহাসে পান্ত এখন দ্বিতীয় নাম। এর আগে এ অনন্য কীর্তি ছিল কেবল জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪২ আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯৯ রান করেছিলেন ফ্লাওয়ার।

প্রায় দুই দশক পর সেই রেকর্ড স্পর্শ করলেন পান্ত। একই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো ব্যাটার হিসেবে একমাত্র পান্তই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করলেন।

অবশ্য ভারতের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরি করা অষ্টম ব্যাটার তিনি। এই তালিকায় তার আগে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (৩ বার), রাহুল দ্রাবিড় (২ বার), বিজয় হাজারে, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও রোহিত শর্মা—যারা একবার করে করেছেন এই কীর্তি।

চতুর্থ দিন শেষে, হেডিলিং টেস্ট জমে উঠেছে। ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়ায় বিনা উইকেটেই ২১ রান তুলেছে ইংল্যান্ড।চতুর্থ দিনের শেষ বিকেলে আধা ঘণ্টার মতো ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। সেই সময়টা বেশ ভালোভাবেই পার করেছেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। হেডিংলিতে জিততে হলে শেষ দিনে আরও ৩৫০ রান করতে হবে স্বাগতিকদের। সফরকারী ভারতের চাই ১০ উইকেট।


আরও খবর



এবারও স্বস্তিদায়ক হবে উত্তরের ঈদযাত্রা

প্রকাশিত:বুধবার ০৪ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

উত্তরের ঈদযাত্রা এবারো আনন্দ ও স্বস্তিদায়ক হবে বলে দাবি করছে জেলা, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ। তাদের দাবি, গাড়ির চাপ বাড়লেও কোনো প্রকার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার মানুষের প্রবেশদ্বার যমুনা সেতু। ফলে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ১৭-২০ হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সংখ্যা বেড়ে যায় প্রায় তিন গুণ। ফলে এসময় যানজটে আটকে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। কিন্তু ঢাকা-রংপুর মহাসড়ক চার লেন ও যমুনা রেল সেতু চালু হওয়ায় চিরচেনা এই যানজট দূর হয়েছে। ঢাকা থেকে রংপুরগামী বাসযাত্রী রুমা বেগম বলেন, এবারের কোন যানজটে পড়তে হয়নি। নিরাপদে বাড়ি যাচ্ছি।

ঢাকা থেকে রাজশাহী রুটের বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, এবার ঈদের ছুটির সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনীর তৎপরতা বেশ বেড়েছে। এমন তৎপরতায় আমরা দিনরাত নির্ভয়ে গাড়ি চালাতে পারছি।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, এবার ঈদে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও দুর্ভোগের কোনো শঙ্কা নেই। তাছাড়া যানজট নিরসনে ছয় শতাধিক জেলা পুলিশ, একশো হাইওয়ে ও অর্ধশত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তিন শিফটে দায়িত্ব পালন করবে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, এবারও মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতুর উভয় অংশে ৯টি করে মোট ১৮টি বুথে টোল আদায় করা হবে। যার চারটি বুথ শুধু মোটরসাইকেলের জন্য স্থাপন করা হয়েছে। পরিবার ও পরিজন নিয়ে কোনো যানজট ছাড়াই এবারও উত্তরের মানুষ ঘরে ফিরবে বলে তিনি দাবি করেন।

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, নির্মাণাধীন ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়ায় এবারও ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। একটু চাপ থাকলেও কোনো যানজট দেখা দেবে না। ফলে স্বস্তি নিয়েই ঘরে ফিরবে মানুষ।

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন বলেন, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোথাও যানজট হওয়ার শঙ্কা নেই। তাছাড়া যানজট রোধে জেলা ও হাইওয়ে পুলিশের মোবাইল টিম ও মোটরসাইকেল টিম দায়িত্ব পালন করছে।


আরও খবর

ভাতা পাবেন চব্বিশের আহতরা

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আমাদের ভোট চান? সায়ান

প্রকাশিত:বুধবার ২৮ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ২২ জুন ২০২৫ |

Image

সিনিয়র প্রতিবেদক :

যেকোনো অন্যায়-অবিচারের বিরুধে প্রায় সোচ্চার দেখা গেছে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি গান-কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।

 এ ছাড়া রাজপথেও তিনি  থাকেন সামনের সারিতে। ছাত্র–জনতার অভ্যুত্থানে সোচ্চার ছিলেন সায়ান। পরবর্তী সময়েও অন্যায় অবিচারে নিজের প্রতিবাদ থামিয়ে রাখেননি।  

এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ শিল্পী। 

বুধবার দুপুর ১ টায় (২৮ মে) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জামায়াতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ‘ভোটের রাজনীতি’ করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। 

আওয়ামী এমন নতুন ধারাবাহিক-গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে, যে সেই দলের গুরু-পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। 

নতুন দল এনসিপি’র সার্জিসরা, হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিস্কার করে দিয়েছে। ধন্যবাদ। সেই হিসেবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো।

 দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামায়াতকে বুকের সাথে আগলে রেখে, রাজাকারের 'বেকসুর খালাসকে' উদযাপন করে আপনারা আমাদের ভোট চান? বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের? 

পোস্টে তিনি উল্লেখ করেছেন, একাত্তরের পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না? আলবদর চিনি না? বীরাঙ্গনার ব্যাথা বুঝি না?? এই দেশের ছোট ছোট বাচ্চারাও, ইতিহাসবিদদের মতন দিন তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো। 

কিন্তু জামায়াত কি, তাদের আদর্শ কি, তারা এই দেশের মানুষকে নিয়ে কি করতে চায়, তা আজকে সকালে জন্ম নেয়া বাচ্চটাও কালকে বিকালের মধ্যে শিখে যায়। 

এনসিপির সমালোচনা করে সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান লিখেছেন, এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই, তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশক। তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয়। 

আবার তাদের আরেকটি সঞ্চয় হলো 'আওয়ামী-ঘৃণা'। আজকে দেশে অনেক অন্যায় ঘটছে। তাদের সেসবে হেলদোল নাই। কিন্তু জামায়াত আর আলবদরকে ভালোবাসায় তারা আগুয়ান। ধ ন্যবাদ এই স্বচ্ছতার জন্য। 

এ ছাড়া ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে। আজকে যাকে ভালো লাগছে, কালকে তাকে ছুড়ে ফেলে দিতে দ্বিধা করি না, মাটির প্রশ্নে। সেই হিসেবে আমার রাজনৈতিক-ঈমান খুব তরল এবং সেটাই আমি চাই। নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে, ওদের জন্য ভালোবাসা ছিল, সমর্থন ছিল। 

সেদিন সেটাই ছিল আমার রাজনীতি। ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো, সেটাকে সেই সময়ের সত্যিকারের দেশপ্রেম, আর মানুষ প্রেম, মাটি-প্রেম মনে হয়েছিল। তার জন্য আমি একটুও দু:খিত হবো না কোনোদিন। আমার সেইদিনের সমর্থনের জন্য আমি কোনদিন অনুতপ্ত হবো না। নেভার! 

ফারজানা ওয়াহিদ সায়ান লিখেছেন, কিন্তু গত কয়েক মাসের তাদের অনেক আচরণ, অনেক কিছু দেখতে দেখতে দেখছি, আজকে সেই একই দলের ছেলেমেয়েরা যে আজহারের বেকসুর খালাসকে উদযাপন করলো, আনুষ্ঠানিকভাবে তাদের সমর্থন করলো, (এমন কি লজ্জায় বা কৌশলে চুপ করে থাকলো না, প্রকাশ্যে সমর্থন করলো), আর নাদিরা ইয়াসমিন- এর অন্যায়ভাবে বদলির বিরুদ্ধে একটা কথাও বললো না, এই দেশের একজন মানুষ হিসেবে এটাই আমার আপাতত: রাজনীতি, যে এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। 

এইটুকু করার কথা ভেবেই নিজের অশান্ত মনকে আমি খানিকটা শান্তি দিতে পারছি। আগামী নির্বাচনে আমি এনসিপি, জামায়াত, এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, এবং মানুষকে অনুরোধ করবো, যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। একজন একক ব্যক্তি হিসেবে এটাই আমার সাধ্য। 

ইংরেজিতে তিনি আরও লিখেছেন, আই উইল নেভার সাপোর্ট এনসিপি (আমি কখনো এনসিপিকে সমর্থন করব না)!


আরও খবর



বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ

প্রকাশিত:বুধবার ১৮ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

কোভিড ১৯-এর সাব-ভেরিয়েন্টের সংক্রমণ ক্রমশ বাড়ছে। প্রতিনিয়ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত হচ্ছে নতুন আক্রান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই ভেরিয়েন্ট সাধারণ রোগীর বেলায় এতটা ঝুঁকিপূর্ণ নয়, তবে জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে কঠিন হতে পারে। এজন্য সংক্রমণের হার যত কমিয়ে আনা যায় ততটাই ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোভিডে আক্রান্ত এবং যারা আক্রান্ত নন তাদের উভয়ের উদ্দেশ্যে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর জনসমাগমে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। যদিও এসব নির্দেশনা সেভাবে আমলে নিচ্ছে না কেউ। সরকারের পক্ষ থেকেও সেভাবে মনিটরিং করা হচ্ছে না বলে অভিযোগ আছে। ফলে ক্রমশ এই সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮৭ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। গত ১৬ জুন দেওয়া তথ্য অনুযায়ী দেশে নতুন শনাক্ত ২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক হওয়ার দরকার আছে, তবে ভয়ের কিছু নেই। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সম্প্রতি বেবিচকের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যাত্রী চলাচল বাড়ায় বিমানবন্দরে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরে আগত প্রতিটি যাত্রীকে থার্মাল স্ক্যানিং সিস্টেমের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক উপসর্গযুক্ত যাত্রীদের তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে, যাতে তারা প্রয়োজন অনুযায়ী আইসোলেশন, চিকিৎসা মূল্যায়ন ও হাসপাতালে রেফার করার ব্যবস্থা নিতে পারেন।

বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস এবং ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে উপসর্গযুক্ত স্টাফদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় জনস্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ভ্রমণকারী যাত্রী এবং গ্রাউন্ড স্টাফদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর ব্যবস্থাপনা ও অন্যান্য সহযোগী অপারেটরদের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। যোগাযোগের নম্বর : +৮৮০১৭৯৯৪৩০০৩৩।

অন্যদিকে করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে- জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং উপস্থিত হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করতে। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে। ব্যবহৃত টিস্যু অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলতে হবে। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে (অন্তত ২০ সেকেন্ড)। অপরিষ্কার হাত চোখ, নাক ও মুখে লাগান যাবে না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে- জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকতে হবে। রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে। সেবাদানকারীদেরও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) নম্বরে যোগাযোগ করতে হবে।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেছেন, রোগীর চাপ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে, করোনা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যেই বিশেষ টিম গঠন করেছে এবং গাইডলাইন হালনাগাদের কাজ চলছে।

ডা. সায়েদুর রহমান বলেন, বর্তমানে আমরা তিনটি পৃথক পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করছি। চিকিৎসার জন্য ডেডিকেটেড হাসপাতাল এবং ইউনিট স্থাপন করেছি। রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদের প্রস্তুতি পর্যাপ্ত।


আরও খবর



ফের আলোচনায় পূজা, প্রতারণার অভিযোগ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

টালিউডে ফের আলোচনায় অভিনেত্রী পূজা ব্যানার্জি। কিছুদিন আগেই ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে টাকা-পয়সা খোয়া যাওয়ার হৃদয়বিদারক অভিযোগ করেন অভিনেত্রী। সেই সময় তার আবেগঘন বক্তব্যে সহানুভূতির ঝড় উঠেছিল অনুরাগীদের হৃদয়ে। তবে এবার ঘটনার মোড় ঘুরল নাটকীয়ভাবে। ঘটনার তিন দিন না যেতেই পূজার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন সেই প্রযোজক বন্ধুর স্ত্রী মালবিকা দে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মালবিকা দে জানান, আজ একটি মর্মান্তিক ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এমন ঘটনার সম্মুখীন যেন কোনো পরিবারকেই না হতে হয়।

তিনি জানান, একটি ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যামসুন্দরকে তার গাড়ি থেকে জোর করে নামিয়ে অপহরণ করা হয়। এই ঘটনায় নেতৃত্ব দেন পূজা ব্যানার্জি নিজে। শ্যাম বাবুকে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখানো হয়, মারধর করা হয় এবং বলা হয় যদি তিনি ৬৪ লাখ টাকা না দেন, তবে মাদক মামলায় তাকে ফাঁসানো হবে। এই চরম পরিস্থিতিতে শ্যাম বাবুকে ২৩ লাখ টাকা দিতে বাধ্য করা হয়।

মালবিকার দাবি, এই টাকা পূজার সহকারী মুনমুনের হাতে নগদ এবং পূজা ও কুণালের অ্যাকাউন্টে আরটিজিএস মারফত পাঠানো হয়। সব লেনদেনের যথাযথ ব্যাংক স্টেটমেন্ট ও প্রমাণ সংরক্ষণও করা হয়েছে।

মালবিকা অভিযোগ করে আরও লিখেছেন, আমার স্বামীকে গোয়ায় মানসিকভাবে নির্যাতন করা হয় এবং প্রায় ৬৪ লাখ টাকা চাওয়া হয়। বলা হয়, টাকা না দিলে ওকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। প্রচণ্ড ভয় পেয়ে শ্যাম ২৩ লাখ টাকা পরিশোধ করেন। পূজা এবং কুনালের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার করা হয়েছে, তার সব রসিদ এবং লেনদেনের রেকর্ড সংরক্ষণ করেছি আমি। পূজা এবং কোনাল শ্যামের মোবাইল কেড়ে নেয়, জোর করে ব্যক্তিগত তথ্য এবং পাসওয়ার্ড নিয়ে নেয়। আমার স্বামীকে দিয়ে একাধিক ভিডিও রেকর্ড করা এবং তাকে ওদের কথা অনুযায়ী বক্তব্য বলতে বাধ্য করানো হয়। আপাতত উত্তর গোয়া এসপির নেতৃত্বে গোয়া পুলিশের সহযোগিতায় আমার স্বামী নিরাপদে উদ্ধার হয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে এখনো তিনি কোনো কথা বলেননি। তিনি শুধু বলেছেন, শিগগিরই আসল সত্য বেরিয়ে আসবে।


আরও খবর