Logo
শিরোনাম
তারেক রহমান লন্ডন বসে বিএনপিকে ক্ষমতায় নিতে পারবেন না! ২০ বছর পর সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন সোহাগ হত্যার বিচার দাবীতে নওগাঁয় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গুম খুন রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি’ - নাহিদ ইসলাম ‎ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের মিছিল নওগাঁর সাপাহারে দেশে প্রথম বারের মতো “ম্যাংগো ফেস্টিভ্যাল” হচ্ছে গজারিয়ায় পঞ্চম বারের মতো দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস স্যার এবং ভাইয়ার প্রতি খোলা চিঠি! শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ সকল ধরনের দুর্নীতির অবসান চাই ..নাহিদ ইসলাম বালুয়াকান্দীতে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে মত বিনিময় সভা

ছুটি কমিয়ে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

বিডি টুডেস রিপোর্ট:


শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।


 আজ বুধবার (২৬ জুন) থেকে খুলে দেয়া হচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।



যদিও ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটিসহ আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু পরে তা কমিয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়।



তাপমাত্রা নিয়ে যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

এবার পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে, ২ জুলাই পর্যন্ত যা চলার কথা ছিল।


ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে  শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। 



এ জন্য গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি।  শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।


 ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে। একইসঙ্গে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুদিনই বহাল থাকবে।



আরও খবর



যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না

প্রকাশিত:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১১ জুলাই ২০২৫ |

Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।

নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প। খবর বিবিসির।ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরপর সামাজিকমাধ্যমে জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

তবে আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।


আরও খবর



ঊর্ধ্বমুখী সবজি ও চালের বাজার, মাছ-মুরগিতে স্বস্তি

প্রকাশিত:শুক্রবার ২৭ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ জুলাই ২০২৫ |

Image

ঈদের পরও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। চালের দাম টানা বাড়ছে, সবজির বাজারেও লেগেছে আগুন। ভরা মৌসুমেও নিয়ন্ত্রণে আসছে না দাম। মাছ, মুরগি ও ডিমের বাজার কিছুটা সহনীয় হলেও মূল নিত্যপণ্য চাল ও সবজিতে চাপে সাধারণ মানুষ। বাজারে নেই নজরদারি, ব্যবসায়ীরা বলছেন, তাদেরও কিছু করার নেই।

ঈদের পর থেকে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ২ থেকে ৮ টাকা পর্যন্ত। একাধিক মোকাম ও বাজার ঘুরে জানা গেছে, ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত। এদিকে সবজির বাজারেও বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। তবে স্বস্তির খবর, কমেছে মুরগি ও ডিমের দাম। মাছের বাজারেও রয়েছে কিছুটা স্থিতিশীলতা।

২৭ জুন রাজধানীর নয়াবাজার, মোহাম্মদপুর, মালিবাগ, সেগুনবাগিচা ও কেরানীগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

দেশজুড়ে চলছে বোরো ধানের মৌসুম। মিল মালিকদের দাবি অনুযায়ী চালের সরবরাহে ঘাটতি নেই, পরিবহন ব্যয় বা শ্রমিক মজুরিও বাড়েনি। তারপরও হঠাৎ করেই ঈদের পর থেকে বাড়ছে চালের দাম।

চাল ব্যবসায়ী রাকিব জানান, ‘চালকল মালিকরা নিজ থেকেই দাম বাড়াচ্ছেন। সরবরাহ বা চাহিদার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’ আরেক চাল বিক্রেতা আবুল হোসেন বলেন, ‘আগে ৬৮ টাকায় কিনতাম যে মিনিকেট চাল, সেটা এখন ৭৬ টাকা। বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করছি।’

বর্তমান খুচরা বাজারে চালের দর (প্রতি কেজি) মোটা চাল (বিআর-২৮, পারিজা) ৫৮-৬৫ টাকা, জিরাশাইল ৭৪-৮০ টাকা, মিনিকেট ৭৬-৮৪ টাকা, নাজিরশাইল ৭৬-৮৬ টাকা, পোলাও চাল ১১৬-১১৮ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে কিছু কিছু সবজির ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কমেছে সরবরাহ, বেড়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কেজিপ্রতি বেড়েছে অনেক সবজির দাম।

বাজারে সবজির বর্তমান দাম (প্রতি কেজি) বরবটি ৬০-৮০ টাকা, পটল, ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, করলা ৬০-৮০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা ৫০-৬০ টাকা, কাকরোল ৬০-৭০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা (এক সপ্তাহে ১৫০ টাকা বেড়েছে)।

তবে যাত্রাবাড়ী, চিটাগাং রোড ও আশপাশের বাজারগুলোতে কিছু কিছু সবজি এখনও পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে ৪০-৬০ টাকার মধ্যে।

ঈদের পর হালকা খাবারের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এর প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারে। দাম কিছুটা কমে এখন আগের তুলনায় অনেকটাই স্বস্তিকর।

মুরগির বর্তমান দাম (প্রতি কেজি) ব্রয়লার ১৪০-১৫০ টাকা, সোনালি ২২৫-২৩৫ টাকা, লেয়ার ২৩০-২৪০ টাকা, দেশি মুরগি ৫০০-৫৫০ টাকা, হাঁস (প্রতি পিস) ৬০০-৭০০ টাকা। ডিম (ডজন) পাইকারি ১১৮-১২০ টাকা, খুচরা ১২৫-১৩০ টাকা।

ঈদের সময় মাছের চাহিদা কম থাকলেও এখন বাজারে ফিরেছে প্রাণ। রুই, কাতল, পাবদা, তেলাপিয়াসহ চাষের মাছের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকলেও দেশি মাছ এখনো দুষ্প্রাপ্য।

চাষের মাছের মধ্যে রুই-কাতল ৩২০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা, পাঙাশ ২০০-২৫০ টাকা।

দেশি মাছের মধ্যে ইলিশ (১ কেজি) ২ হাজার টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, শিং-টেংরা ৫০০-৮০০ টাকা, দেশি শিং-কৈ ১ হাজার থেকে ১ হাজার ২০০টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

দেশি পেঁয়াজের দাম এখনও নিয়ন্ত্রণে (৫০-৬০ টাকা/কেজি)। তবে আদা ও রসুনের দাম বাড়ছে সরবরাহ সংকট ও চাহিদা বৃদ্ধির কারণে।

আদা এক কেজি ১২০-১৮০ টাকা (এক সপ্তাহ আগে ৯০-১৭০ টাকা), রসুন ১১০-১৪০ টাকা (আগে ছিল ৯০-১৪০ টাকা) পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজারে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই চাল ও সবজির দাম বাড়ছে। ক্রেতারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।


আরও খবর

পেঁয়াজ উৎপাদনে আশার খবর

রবিবার ০৬ জুলাই ২০২৫

ঢাকায় ক্রমাগত বাড়ছে সবজির দাম

শুক্রবার ০৪ জুলাই ২০২৫




৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টিও। ১৭ জুন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা ওই বার্তায় বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগেই এই সপ্তাহজুড়ে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছু কিছু এলাকায় বজ্রপাতসহ দমকা হাওয়াও বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এছাড়া আবহাওয়ার এই প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।


আরও খবর



ঝালকাঠির কাঠালিয়ায় চেয়ারম্যানকে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মারধর

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৩ জুলাই ২০২৫ |

Image

হাসিবুর রহমান, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান মো. কামাল হোসেনকে প্রকাশ্যে মারধর ও হেনস্তা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চলমান কার্যক্রমের মধ্যে হঠাৎ ৩০-৩৫ জনের একটি বিক্ষুব্ধ ছাত্র-জনতার দল কার্যালয়ে ঢুকে পড়ে। তারা চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও প্যানেল চেয়ারম্যান কামাল হোসেনকে বাইরে এনে সড়কের পাশে প্রকাশ্যে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মারেন এবং তাদের জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলেন।

এ সময় উপস্থিত একাধিক ব্যক্তি উত্তেজিত জনতাকে শান্ত করতে চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম। তারা উভয় জনপ্রতিনিধিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।


চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং পরপর তিনবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটির চেয়ারম্যান পলাতক রয়েছেন। কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদারের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন।

বর্তমানে উপজেলার একমাত্র সক্রিয় ইউনিয়ন পরিষদ হিসেবে শৌলজালিয়ার চেয়ারম্যান রিপন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ দায়িত্ব পালন করে আসছিলেন।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর স্থানীয়ভাবে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও কারা এতে নেতৃত্ব দিয়েছেন, তা স্পষ্ট নয়। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর



প্রশংসায় ভাসছে ব্যতিক্রমী গল্পের নাটক 'সম্মান'

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৪ জুলাই ২০২৫ |

Image

ঈদ মানেই আনন্দ। এই আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে প্রচার হয় নানা গল্প আর আমেজের নাটক। যার বেশিরভাগই থাকে হাস্যরস, রোমান্স আর থ্রিলারে ভরপুর। এসবের ভিড়ে আলাদা করে দাগ কাটে ব্যতিক্রমী কিছু কাজ। এবারের ঈদুল আজহায় প্রচার হওয়া তেমনি একটি নাটক 'সম্মান'।

একজন নীতিবান শিক্ষক ও তার প্রতি এক আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শন করার গল্প নিয়ে তৈরি হয়েছে এ নাটক৷ আকবর হায়দার মুন্নার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন লিমন আহমেদ। দারুণ মুন্সিয়ানায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা তপু খান।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হওয়া এই নাটকে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। তার ছাত্রের ভূমিকায় আছেন ফারহান আহমেদ জোভান। এতে জোভানের বিপরীতে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। মূল তিনটি চরিত্রই মুগ্ধতা ছড়াচ্ছে দর্শকের মনে।

১৩ জুন প্রচার হওয়া নাটকটি এরইমধ্যে ৫ লাখেরও বেশি দর্শক উপভোগ করেছেন। অদ্ভুত বিষয় হলো ১৬ হাজারেরও বেশি লাইক পড়া নাটকটিতে একটিও ডিজলাইক নেই৷ সাড়ে ৯ শতাদিক মন্তব্যের সবই নাটকটির বাস্তবধর্মী গল্প ও প্রধান তিনটি চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে শিক্ষক চরিত্রে তারিক আনাম খান ও ছাত্রের চরিত্রে জোভানের অভিনয় দর্শকের মনে দাগ কেটেছে।

নাটকটির প্রতি মুগ্ধতা প্রকাশ করে নির্মাতা ও লেখক ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘মুন্না ভাই ও তপু খানের ‘সম্মান’ দেখলাম। দারুণ গল্প। জোভান অভিনেতা হিসেবে তার শতভাগ দিয়েছেন। কেয়া পায়েল সবসময়ই সাবলীল, প্রাণবন্ত। আর যার কথা বলতে একটু আয়োজন করে নিতে হয়, তিনি তারিক আনাম খান। আমি সবসময়ই ওনাতে মুগ্ধ। এখানে কেবল বাড়িয়েছেন সেটা। সব মিলিয়ে ‘সম্মান’ এই ঈদের ভালো নাটকের তালিকার একটি।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট চ্যানেলে নাটকটির মন্তব্যের ঘরে রাফি আহমেদ নামে এক দর্শক লিখেছেন, 'সম্মান নাটকটি এক কথায় বাস্তব জীবনে আমাদের শিক্ষক এবং গুরুজনের প্রতি শ্রদ্ধা, সম্মান ও তাদের গুরুদক্ষিণা দেওয়ার পরিপূর্ণ দৃষ্টান্ত প্রকাশ করে।

কৌস্তব সান্ত্রা নামে ভারতীয় এক দর্শক নাটকটি দেখে মুগ্ধতা জানিয়ে লিখেছেন, 'কাঁটাতারের ওপার থেকে এ সম্মান নাটকটি দেখলাম। এই বছর ঈদের সেরা সেরা নাটক এই 'সম্মান' হওয়া উচিত। বাস্তব জীবনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো এখন আর দেখাই যায় না খুব একটা। আমি বিগত ৭ বছর ধরে বাংলাদেশের নাটকগুলো দেখি নিয়মিত। এক কথায় অসাধারণ।

মিজানুর নামে একজন লিখেছেন, 'হয়ত একদিন জোভান ভাইয়ের মনে থাকবে না এমন একটি নাটকে তিনি অভিনয় করেছিলেন। বর্তমান সময়ে শিক্ষকের প্রতি সম্মান আগের মতো নাই। বর্তমান সমাজটা কেমন একটা হয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর একটি নাটক।'

শেখ বিথি নামের এক দর্শক তার ভালো লাগা জানিয়ে লিখেছেন, 'নাটক টা দেখার সময় চোখে পানি চলে এসেছে। শিক্ষকের পেশা সর্বোচ্চ সম্মানের পেশা। আমাদের দায়িত্ব তাদের সম্মান, শ্রদ্ধা করা। ভালো থাকুন আমাদের সব শিক্ষকরা।

আদৃতা নামের এক দর্শক লেখেন, 'এ ধরনের নাটকের জাতীয় পুরস্কার পাওয়া উচিত।

রবিউল ইসলাম নয়ন থাকেন মিশরে। সেখান থেকে নাটকটি উপভোগ করেছেন তিনি। নিজের অনুভূতি জানিয়ে লিখেছেন, 'নাটকটি রিলিজ হবার ১ ঘণ্টা পরই দেখা শুরু করলাম। পুরো নাটকই কান্না করে দেখেছি। এমন সৎ নিষ্টবান শিক্ষকের ছাত্র রাফিরা হাজার বার জন্মাক। তাহলেই আমাদের দেশ থেকে সুদ ঘুষ অন্যায় অবিচার সমাজ থেকে উঠে যাবে।

এ নাটক নিয়ে পরিচালক তপু খান বলেন, 'গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটা কাজ করার পরিকল্পনা ছিল আমাদের। জানি এ ধরনের কাজগুলো ভিউ কম পায়। তবে সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা নাটকটি তৈরি করেছি। সে জায়গা থেকে আমরা সফল। শিক্ষকের প্রতি ছাত্রের কতোটা শ্রদ্ধাশীল হওয়া উচিত, একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত সেই গল্প নিয়ে 'সম্মান' নাটক। যারা নাটকটি দেখেছেন সবাই প্রশংসা করছেন৷ এটাই আমাদের প্রশান্তি। বিশেষ করে তারিক আনাম স্যার, জোভান ও কেয়া পায়েলের অভিনয় সবাইকে মুগ্ধ করেছে৷

নাটকটি পছন্দ করার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছেন তারিক আনাম খান, জোভান, কেয়া পায়েলসহ 'সম্মান' নাটকের পুরো টিম৷


আরও খবর