

Monday ০৬ February ২০২৩
Monday ০৬ February ২০২৩
বুলবুল আহমেদ সোহেল :
রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙা র্পযন্ত পদ্মা সেতু দিয়ে রলে পথ চলাচল উপযোগী করা হবে। উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে কোন দ্বিমত নেই। যে সমস্ত জায়গা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারছিনা কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কারনে সড়কে যাতে যানজট সৃষ্টি হতে না পারে এ কারনে বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা চলছে। দুপুরে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শণ শেষে নগরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকতা সহ অনেকে।
Monday ০৬ February ২০২৩
Sunday ০৫ February ২০২৩
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করা ছেলে তার বাবাকে হত্যা করার পর নিজেই থানায় গিয়ে বাবাকে হত্যার কথা জানালেন পুলিশকে। ছেলের দেওয়া তথ্যমতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার করলো মৃতদেহ। ছেলে কর্তৃক বাবাকে হত্যা করে হত্যাকারী ছেলে নিজেই থানায় হাজির হয়ে পুলিশের কাছে হত্যার দায় শিকার করে আত্মসমর্পন করার ঘটনাটি ঘটেছে সোমবার পূর্বরাতে ঠাকুরগাঁও জেলা সদর পৌর শহরের শান্তিনগর মহল্লায়।
ঐ মহল্লায় বসবাসরত ফজলে হক (৭০) কে তার ছেলে গোলাম আজম (২৯) দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করার পর ছেলে গোলাম আজম রাতেই ঠাকুরগাঁও সদর থানায় হাজির হয়ে পুলিশকে জানায় যে, সে নিজেই তার পিতা ফজলে হক কে কুপিয়ে হত্যা করেছে। এসময় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেন।
প্রতিবেশী স্থানিয়রা জানায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে মাঝের মধ্যে বিবাদ হতো। বিবাদের কারনে ঘরের ভেতরে দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে থাকতে পারেন বলেও ধারনা পোষন করেছেন স্থানিয়রা।
পুলিশি হেফাজতে নেওয়ার পূর্বে সাংবাদিকেরা হত্যার বিষয়ে জানতে চাইলে গোলাম আজম সাংবাদিকদের জানান, আমার নামের সমস্যা। আমার নাম গোলাম আজম হওয়ায় কোথাও চাকুরী হয়নি। সবখানেই নাম পরিবর্তন করতে বলেন, বিষয়টি আমার বাবাকে বারবার জানালেও তিনি আমার নাম পরিবর্তন করতে দেননি। রাজশাহীতে ছাত্র থাকা অবস্থায় নামের কারনে ২ বার জেল হাজতেও যেতে হয়েছে আমাকে। আমি সুস্থ, আমাকে মানুষিক রোগী বানিয়ে বিভিন্ন অত্যাচার ও নির্যাতন করা হয়েছে।
আমি মানুষিক রোগী নয়, বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করলেও আমার বাবা গুরুত্ব দেননি। এ অবস্থায় ৩ মাসের শিশু সন্তানকে নিয়ে আমার স্ত্রী পিত্রালয়ে চলে যায়। সবকিছু মিলিয়ে আমি হতাশাগ্রস্থ হয়ে পরি।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোলাম আজম নিজেই থানাতে এসে বাবাকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন এবং তার দেওয়া তথ্য মতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাটানো হয় জানিয়ে ওসি আরো বলেন, এব্যাপারে গোলাম আজমের মা রমিশা বানু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে সেই মামলাই গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকান্ড রহস্য উদর্ঘাটনে কাজ (তদন্ত) শুরু হয়েছে, আশাকরি অতি-দ্রুতই হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।
Monday ০৬ February ২০২৩
Monday ০৬ February ২০২৩
ইয়াশফি রহমান ঃপর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো গত ১ জানুয়ারি সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেও দলটির হয়ে এখন পর্যন্ত মাঠে অভিষেক হয়নি তার। তবে রোনালদোর জন্য অপেক্ষা করছে বড় কিছু। লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সমন্বিত পিএসজির বিপক্ষে লড়বেন তিনি।
আগামী ১৯ জানুয়ারি সৌদির রাজধানী রিয়াদে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসরের ফুটবলারদের সংগঠিত একটি দল। ওই ম্যাচটি দিয়ে আবারও বিশ্ব ফুটবল ‘মেসি-রোনালদো’ দ্বৈরথ দেখতে পাবেন।
ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। ইএসপিএনকে জানিয়েছে, পিএসজি ও সৌদি দলটির ম্যাচ টিকিটের জন্য ২০ লাখের বেশি মানুষ অনলাইনে আবেদন করেছেন।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর ক্লাবটি এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলে। কিন্তু নিষেধাজ্ঞার করাণে ম্যাচগুলোতে নামতে পারেননি তিনি। গত বছর প্রিমিয়ার লিগের এক ঘটনার জেরে দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় নামা হয়নি রোনালদোর। ১৪ জানুয়ারি আল নাসর-আল শাবাব ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।
নিষেধাজ্ঞায় মাঠে নামা বিলম্বিত হলেও পর্তুগিজ তারকার অভিষেক হচ্ছে ‘বড় ম্যাচ’ দিয়ে। কাতারি মালিকানাধীন পিএসজি আগামী ১৯ জানুয়ারি কিং ফাহাদ স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। রিয়াদে অবস্থিত স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬৮ হাজার।
Sunday ০৫ February ২০২৩
Wednesday ০১ February ২০২৩
মইনুল ইসলাম মিতুল :বাজার সেই আগের মতোই। কোন সুখবর নেই। গ্রাহকদের
অভিযোগ, কোনো পণ্যের দাম বাড়ার ঘোষণা এলে সঙ্গে সঙ্গে কার্যকর
হয়ে যায়। কিন্তু দাম কমলে দেখা যায় এর উল্টোটা।
প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭২ টাকার বিপরীতে ১৬৭ টাকায় বিক্রি করতে হবে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯২৫ টাকার বিপরীতে ৯০৬ টাকায় বিক্রি করতে হবে। আর প্রতি লিটার পাম অয়েল (সুপার) ১২১ টাকার বিপরীতে ১১৭ টাকায় বিক্রি করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ই ডিসেম্বর থেকে এ দাম কার্যকরের কথা বলা হলেও কোনো বাজারেই কার্যকর হয়নি।
খুচরা বাজারের
বিক্রেতারা জানান, প্রতি
লিটার খোলা সয়াবিন বিক্রি হয়েছে ১৭০-১৭২ টাকায়। পাশাপাশি প্রতি লিটার বোতলজাত
সয়াবিন তেল ১৮৭ টাকায় বিক্রির কথা থাকলেও ১৯০ টাকায় বিক্রি হয়েছে। আর পাম অয়েল
(সুপার) প্রতি লিটার ১৩৫-১৪২ টাকায় বিক্রি হয়েছে।
শুধু
বোতলজাত সয়াবিন তেল নয়, খোলা
পাম তেলও নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। প্রতি লিটার পাম
তেল বিক্রি হওয়ার কথা ১১৭ টাকায়, যা
১২০ থেকে ১২২ টাকায় বিক্রি হচ্ছে।
মুদি দোকানিরা জানান, মিল থেকে এখন পর্যন্ত নতুন দামের
তেলের সরবরাহ নেই। এ ছাড়া ডিলাররাও নতুন দামের তেল সরবরাহ করছে না। দোকানে বেশি
দামের কেনা তেল এখনো বিক্রি শেষ হয়নি। এসব কারণে দাম কমানো হলেও বাজারে এর প্রভাব
নেই। নতুন তেল এলে এবং আগের বেশি দামের কেনা তেল শেষ হলে বাজারে সরকার নির্ধারিত
দামে তেল বিক্রি হবে।
সেগুনবাগিচা
বাজারের মুদি দোকানি হোসেন আলী বলেন, সয়াবিন
তেলের দাম লিটারে ৫ টাকা কমছে। কিন্তু কোম্পানি সেই তেল এখনো সরবরাহ করেনি। সে
কারণে পুরনো দরের তেল বিক্রি হচ্ছে। চিনিও নির্ধারিত দামে আমরা কিনতে পারছি না। এ
কারণে বিক্রি করতে পারছি না। পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনে এনে বেশি
দামে বিক্রি করতে হচ্ছে। সেটা বাধ্য হয়েই।
এদিকে বাজারে কমেনি
মসুর ডাল ও আটা-ময়দার দাম। খুচরায় প্রতি কেজি মসুর ডাল এখনো ১৩০ থেকে ১৪০ টাকায়
বিক্রি হচ্ছে। প্রতি কেজি আটা ৭২ টাকা ও ময়দা ৭৫ টাকা।
পাইজাম চাল প্রতি
কেজি ৫৮ টাকা,
আটাশ চাল ৬০ থেকে ৬২
টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকা, হাসকি প্রতি কেজি ৬০ থেকে ৬২
টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে
অস্বস্তি থাকলেও কিছুটা সুখবর আছে সবজি আর মাছের বাজারে। কারণ শীতের প্রচুর সবজি
বাজারে, সরবরাহ বাড়ায় কমেছে টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু ও গাজরের দাম। বাজারে
মাঝারি আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কিছুদিন আগেও সবজি দুটির দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০
টাকায়।
শিমের
দাম তিন থেকে চার ভাগ কমেছে। প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়।
মৌসুমের শুরুতে এর কেজি ছিল ১২০ টাকা। পেঁপের কেজি ২০ টাকা, লম্বা বেগুনের কেজি ৪০ টাকা, গোল বেগুন বা তাল বেগুনের কেজি
৬০ টাকা,
নতুন আলুর কেজি ২৫
থেকে ৩০ টাকা। লাউয়ের পিস ৫০ টাকা, করলার
কেজি মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলার
হালি ৩০ টাকা,
দেশি গাজর কেজিতে ২০
টাকা কমে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, চিচিঙ্গা
ও ধুন্দুলের কেজি ৬০ টাকা, শালগমের
কেজি ৩০ থেকে ৪০ টাকা।
এদিকে
পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। নতুন পিয়াজের দাম প্রতি কেজি ৩৫
টাকা। রকমভেদে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এ ছাড়া ভালো
মানের আদা ও রসুন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজারে
বেশকিছু চাষের মাছ ওঠায় দাম কমতে দেখা গেছে। চাষের কই, তেলাপিয়া, পাঙ্গাশ বিক্রি হচ্ছে ১৭০ থেকে
২০০ টাকার মধ্যে। এ ছাড়া রুই, কাতলা
কার্প জাতীয় চাষের মাছ ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে খুব একটা
হেরফের হয়নি দেশি জাতের মাছগুলোর দামে।
মাছ বিক্রেতা আব্দুল
খালেক বলেন,
সরবরাহের কারণে এখন
মাছের দাম কম। সব ধরনের চাষের মাছের দাম ২০ থেকে ৫০ টাকা কমেছে।
এ
ছাড়া অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস ৭০০ থেকে ৮০০ টাকায়
বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়। এ ছাড়া লেয়ার ২৮০ থেকে
৩০০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।
Monday ০৬ February ২০২৩
Sunday ০৫ February ২০২৩
বাংলাদেশ মালয়েশিয়া রুটে বিমান ভাড়া নিয়ে শুরু হয়েছে অরাজকতা। চাহিদা বেশি থাকায় সিন্ডিকেট করে ভাড়া কয়েক গুণ বাড়ানোর অভিযোগ উঠেছে। প্রয়োজনে সরকারে হস্তক্ষেপ চেয়েছেন যাত্রীসহ বাজার সংশ্লিষ্টরা। এয়ারলাইন্স কতৃপক্ষ অবশ্য বলছেন,
ভাড়া ভাড়ানোর বিষয়টি নতুন নয় তবে এবার তা লাগাম ছাড়া ।
ঢাকা-কুয়ালালামপুর রুটে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএসবাংলা ছাড়াও মোট পাঁচটি কোম্পানি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে অর্ধশতাধিক ফ্লাইট দুই শহরের মধ্যে যাত্রী পরিবহন করে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স ঢাকায় ট্রানজিট দিয়ে এ রুটে যাত্রী পরিবহন করে।
গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের তথ্য অনুযায়ী,
জানুয়ারিতে ঢাকা-কুয়ালালামপুর রুটে ইকোনমি ক্লাসে বিভিন্ন এয়ারলাইন্সের গড় ভাড়া ছিল ৯০ হাজার টাকার বেশি। অথচ এই ভাড়াই দুই মাস আগে ছিল ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা। ট্রাভেল এজেন্টরা বলছেন,
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন। সেই সুযোগে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
শুধু কর্মী যাবার চাপ নয় ডলার এবং তেলের দাম বৃদ্ধিও টিকেটের দাম বাড়ার কারণ। তবে এমন লাগামহীন বৃদ্ধির ফলে কর্মী যাবার গতি কমেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মন্ত্রণালয়ও।বর্তমানে দৈনিক পাঁচ হাজার কর্মীর মালয়েশিয়া যাবার ভিসা হয়। কিন্তু ভাড়া বৃদ্ধির কারণে অনেকেই দেশটিতে যেতে পারছেন না
Monday ০৬ February ২০২৩
Wednesday ০১ February ২০২৩