Logo
শিরোনাম

সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে ছাত্র-জনতার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি স্বার্থান্বেষী মহল সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মাধ্যমে দেশে হট্টগোল উসকে দিচ্ছে অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের জন্য ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।



তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সংবাদপত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবেদন আসছে। তারা কেন হামলার শিকার হবে? তারা কি দেশের নাগরিক নন? তোমরা (শিক্ষার্থীরা) দেশকে বাঁচাতে পেরেছ, সংখ্যালঘু পরিবারগুলোকে কি বাঁচাতে পারবে না?’
ড. ইউনূস আজ রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র শহীদ আবু সাঈদের বাবা-মাকে সান্ত্বনা দিতে তাদের বাড়িতে যান। পরে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।



এ ধরনের হামলাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সংখ্যালঘু পরিবারকে যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানান।



তিনি বলেন, ‘তোমাদের বলতে হবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। তারা আমাদের ভাই, আমরা একসঙ্গে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকব।’



পুরো বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে নোবেল বিজয়ী ইউনূস বলেন, ‘এর চেয়ে সুন্দর পরিবার আর নেই। পৃথিবীতে অনেক দেশ আছে কিন্তু এত সুন্দর পরিবার নেই।’



ছাত্ররা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন রংপুরের হাতে। তোমরা একে কোথায় নিতে চাও? যেখানে খুশি নিয়ে যেতে পারবে। তোমাদের সেই ক্ষমতা আছে। এটা গবেষণার বিষয় নয়। এটা তোমাদের অন্তর্নিহিত শক্তি।’



শহিদ আবু সাঈদের জীবন উৎসর্গের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ এক মহাকাব্যিক চরিত্র। ভবিষ্যতে তাকে নিয়ে অনেক কবিতা, অনেক সাহিত্য, অনেক কিছু লেখা হবে।’
বাংলাদেশের ছাত্র-যুবকরা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা এখানে যা করেছ তা আমাদের দ্বিতীয় বিজয়। এই বিজয় উৎসব যেন আমাদের হাত ছাড়া হয়ে না যায়।  কেবল তোমরাই এটা করতে পেরেছ। আমরা কেউই (বৃদ্ধরা) পারিনি।’



যৌবনের বয়সসীমা অতিক্রম করেছে এমন লোকেরা বাধা সৃষ্টি করছে উল্লেখ করে ডক্টর ইউনূস তাদের সরে যাওয়ার আহ্বান জানান। যে কোনো কাজ করতে স্বপ্নের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘স্বপ্ন না থাকলে বিশৃঙ্খল কাজ হবে। তোমাদের যদি স্বপ্ন থাকে, তাহলে তোমরা স্বপ্নের পেছনে ছুটবে। দেখতে পাবে যে এটি হয়ে গেছে। প্রথমে এটা অসম্ভব মনে হবে। কাজে নামলেই দেখবে কাজ হয়ে গেছে। তোমাদের যে শক্তি আছে তা হল অসম্ভবকে সম্ভব করার শক্তি। তোমাদের সামনে কোন কিছুই অসম্ভব নয়।’



তিনি যুবসমাজকে কখনো পিছপা না হওয়ার আহ্বান জানান। ড. ইউনূস আরো বলেন, দেশে ছাত্ররা যা করেছে, তা দেশের প্রবীণরা করতে ব্যর্থ হয়েছে। ‘আমরা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। তোমাদের যেখানে যাওয়ার কথা ছিল, আমরা তোমাদের  সেখানে নিয়ে যেতে পারিনি।’



তিনি শিক্ষার্থীদের এবার ব্যর্থ না হতে সতর্ক করে দেন, কেননা অনেক লোক তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে সচেষ্ট রয়েছে। প্রধান উপদেষ্টা দেশ পরিষ্কার করার জন্য যা যা প্রয়োজন তাই করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা সবকিছু পরিষ্কার করব, সবকিছু পরিষ্কার না করা পর্যন্ত আমরা স্বস্তি পাব না।’



রংপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আরেকটি অনুষ্ঠানে ড. ইউনূস তাদের শৃঙ্খলায়  ফেরার তাগিদ দেন।



সরকার দেশের নাগরিকদের আইনগত অধিকার প্রতিষ্ঠার জন্য সব কিছু করবে উল্লেখ করে তিনি বাংলাদেশকে একটি সভ্য দেশে পরিণত করতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী'র মতবিনিময় সভা

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image
সিহাবুল আলম সম্রাট - রাজশাহী::


বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী'র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভয়াবহ বন্যা ও রাজশাহী মহানগরীসহ দেশের রাজনৈতিক, প্রশাসনিক পরিবেশ পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

৩১ আগস্ট শনিবার ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় রাজশাহী নগরীর কাবাব হাউজ , রানী বাজার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল, অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিমসহ মহানগর জামায়াতে ইসলামি ও শিবিরের নেতৃবৃন্দ।

এসময় রাজশাহী মহানগর জামায়াতে ইসলামির নেতৃবৃন্দরা বলেন," জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির বিগত ১৫ বছরে অন্য সকল দলের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে প্রতিশোধ যদি নিতে হয় জামাতেরই প্রতিশোধ নেওয়া উচিত সেটা না করে আমরা দেশ গড়ার জন্য কাজ করছি"।

আরো বলেন জামায়াত প্রতিশোধ নিচ্ছে না। প্রতিশোধ নিতেও চায় না। আমাদের পরিকল্পনা কিভাবে দেশটা নতুন করে সাজানো যায়।

আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। দেশ গড়তে এখন কোন সহিংসতা চায় না জামায়াত।

এ সময় তারা পুলিশের সমালোচনা করে বলেন, অধিকাংশ মামলা ও নির্যাতন রাজনৈতিক নেতৃবেৃন্দের আদেশে পুলিশের দারা সংঘটিত হয়েছে। তবে এই সকল মামলা দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেন তারা।

তারা বলেন, পুলিশ আমাদের নির্যাতন করেছে শুধু দেশের স্বার্থে পুলিশের থানাসহ ক্ষতিগ্রস্থ সকল সরকারি ও বেসরকারি স্থাপনাগুলো আমরা গুছিয়ে দিয়েছি।

আরও খবর



গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

গজারিয়া (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

খবর নিয়ে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।

কুমিল্লাগামী মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাবো। প্রথমে কুমিলাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ।’

তিনি আরো বলেন, ‘কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।



আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




মণিরামপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

প্রকাশিত:শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ |

Image


আব্দুল্লাহ আল মামুন যশোর :

ছাত্র জনতার গণ বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত‌ ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখানুপাতিক (pr) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালিন শান্তি পরকালিন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শুক্রবার বিকেলে মণিরামপুর ইসলামী আন্দোলনের অফিসের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইবাদুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব আহমেদ, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, আলহাজ্ব ইজ্জত আলী, শামছুদ্দিন আজাদী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আশিকুর রহমান।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




ছাত্র আন্দোলনে শহীদ ও আহত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

প্রকাশিত:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

আতোয়ার রহমান মনির, লক্ষ্মীপুর : 

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে আন্দোলনে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে নগদ অর্থ বিতরন করেন। অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট আতিকুর রহমান।ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এস ইউ এম রুহুল আমিন ভূইয়া, এডভোকেট মহসীন কবির মুরাদ, সহ-সভাপতি আবুল খায়ের মিয়া, শহর সভাপতি এডভোকেট মনজুরুল আলম মিরন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান,সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল।

জেলা সাধারন সম্পাদক মাষ্টার মমিনুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা সাধারন সম্পাদক মাওলানা নাছির উদ্দিন, লক্ষ্মীপুর শহর সহ সাধারন সম্পাদক এডভোকেট এমরান হোসেন পরান, শরীফ হোসেন শ্যামল, গুলিতে আহত শ্রমিক মুরাদ হোসেন, ঢাকায় নিহত রিপন এর মা সুফিয়া বেগম, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন মানিক প্রমুখ। 

প্রধান অতিথি এডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত পতিত সরকার প্রশাসন কে শতভাগ দলীয়করণ করেছে, প্রশাসনের রন্দ্রে রন্দ্রে দালালরা এখনো অধিষ্ঠিত আছে। হাজার হাজার শহীদ আর আহত ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। আগামী দিনে যে সংস্কার হবে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকদের স্বার্থ চিন্তা করতে হবে। শ্রমিকের স্বার্থ উপেক্ষা করে দেশ জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। 


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




নোয়াখালীতে দুদিনে সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নোয়াাখালী প্রতিনিধি
নোয়াখালীতে গত দুদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫জন হাসপাতালে ভর্তি হয়েছেন।   

শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক এদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবন যাত্রা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সর্প দংশনে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  

 আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত শুক্রবার ৯জনকে এবং এর এক দিন আগে বৃহস্পতিবার ২৬জনকে বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসাবাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।

আরও খবর