
অনুপ সিংহ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ী বাজার বণিক সমিতির কমিটি গঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে মাহফুজুর রহমান ভিপি বাহারকে সভাপতি এবং জহিরুল ইসলাম ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি নাছির উদ্দীন হিরণ পাটোয়ারী,সহ-সভাপতি জসিম উদ্দিন, নূর আলম খোকন।
যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নান্নু,মোঃ সোহেল ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক পদে বেলাল হোছাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক এড.ইদ্রিস মোল্লা,তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার নোমান সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান আলী,সমাজসেবা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন নষা,পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মোঃ সুমন, পরিবহন ও শ্রম বিষয়ক সম্পাদক ইয়াসিন ভূঁইয়া, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন বিপ্লব।
এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছে মোঃ রুহুল আমিন, নুরুল আমিন, মোঃ ইসমাইল হোসেন, আওরঙ্গজেব,জোটন চৌধুরী, মোঃ শাহিন, মোঃ হোসেন,শাহজাহান সাজু।