
অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী শিক্ষাবিদ :
তুমি ভাবছো, সবাই তোমাকে ভালোবাসছে, নারে বোকা, সবাই তোমাকে নিয়ে খেলছে | তাদের কাছে তুমি মানুষ নও, তুমি একটা খেলনা | তোমার ভিতরে যে তুমি ছিলে, সেই তুমিটাকে তারা আস্তে আস্তে গিলে ফেলছে, অথচ তুমি ভাবছো তারা তোমাকে আগলে রেখেছে | মনে রেখো সবটাই তাদের অভিনয়, তুমি যাতে তোমাকে চিনতে না পারো, তুমি যাতে একা দাঁড়িয়ে লড়তে না পারো, তুমি যাতে কখনো আত্মবিশ্বাস নিয়ে নিজেকে পরখ করতে না পারো, সেটা ভেঙে ফেলাই তাদের লক্ষ্য | ভালোবাসা সব সময় মন থেকে হয়না, ভালোবাসা কখনো কখনো আত্মঘাতী হয় |
ভালোবাসি বললেই ভালোবাসা হয়না, ভালোবাসা খুব কঠিন বিষয়, বইয়ের পাতায় লেখা ভালোবাসা আর বাস্তবের ভালোবাসা এক নয় | ভালোবাসায় কখনো গলে যেতে নেই, তুমি গলে গেলে তুমি ভেসে যাবে, তারা তখন মাটিতে দাঁড়িয়ে আরেক ভালোবাসার খোঁজে নেমে পড়বে, ভালোবাসায় আগাছা জন্মালে আসল গাছটাই খুঁজে পাওয়া যায়না | সবটাই স্বার্থের খেলা, যতক্ষণ তাদের স্বার্থের পক্ষে তুমি থাকবে ততক্ষন ভালোবাসার জয়ধ্বনি তোমাকে ঘিরে রাখবে, স্বার্থ ফুরোলো ভালোবাসাও বাতাস হয়ে উড়ে যাবে | স্বার্থের ভালোবাসা এতো বেশি হয়, সে ভালোবাসায় চোখ অন্ধ হয়ে যায়, মনের শরীর চাদরে ঢেকে যায়, তোমার মতো সরল মনের মানুষরাই তখন ঠকে বেশি |
যারা ভালোবাসতে জানে তারা ভালোবাসা কখনো প্রকাশ করেনা, প্রচার করেনা | হয়তো ভালোবাসে, তারা ভালোবাসি বলতে পারেনা, কারণ সেটা তারা অন্তরে ধারণ করে, সেটা তারা বিশ্বাস করে | বিশ্বাস কখনো দেখা যায়না, যারা বিশ্বাসের দেখানোর ভণ্ডামি করে তারাই বিশ্বাস ভেঙে দেয়, যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা ধরে | অন্তরের ভিতরটা দেখানো যায়না, যারা অন্তর দেখানোর প্রতারণা করে, তারা অন্তর ভেঙে দেবার মতো অপরাধ করে |
যেদিন তুমি বুঝতে পারবে, যারা ভালোবাসা নামের আবেগ দিয়ে তোমার মন নিয়ে খেলেছে, সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে | এতদিন ভালোবাসার আওয়াজ তুলে যারা তোমাকে বুঝিয়েছিল, তারাই তোমার শক্তি, হয়তো সেদিন তাদের আর কাউকেই সাথে পাবেনা | একটা বিশাল মাঠের মাঝখানে তুমি, চারপাশের সেই মানুষেরা কেউ নেই | খুব একা লাগছে তোমাকে, মনে পড়ছে সেই মানুষগুলোর কথা, যারা মুখ ফুটে বলেনি “ভালোবাসি”, কিন্তু তোমাকে সব সময় ভালোবেসেছে | একবার ওদের ডাক দাও, ওরা তোমার ডাকের অপেক্ষায় আছে | ওরা তোমার ক্ষমতাকে ভালোবাসেনি, তোমাকেই ভালোবেসেছে, ওরা তোমার অর্থ, সম্পদ, বিত্ত বৈভবকে ভালোবাসেনি, তোমাকেই ভালোবেসেছে | ওদের কোনো স্বার্থ নেই, ভালো মানুষদের ভালোবাসাই ওদের ধর্ম | তোমার দুর্দিনে তাদের তুমি সাথে পাবে | সবাই ভালোবাসতে না জানলেও কেউ কেউ শর্তহীন ভালোবেসে যায় আজীবন |
সেদিন যদি তাদেরও দেখা না পাও, তবে ভেঙে পড়োনা, বেদনায় মুষড়ে পড়োনা, তুমি তোমাকে খুঁজার মতো সাহসটা মনের ভিতর রেখো | মনে রেখো, এই পৃথিবীটা অনেক বড়, কোথাও না কোথাও তোমার জন্য এক টুকরো মাটি এখনো আছে | সেই মাটির উপর খালি পায়ে দাড়াও, যেদিকে অনেক পথ আছে সেদিকে পা ফেলনা, যেদিকে পথ নেই, সেদিকে পা ফেলো | তুমি যদি সেদিকে পা ফেলতে পারো, সেদিকে নতুন পথ তৈরী হবে | সেই পথগুলো যতই তুমি পেরুতে থাকবে ততই তোমার জন্য ভালোবাসার আরও অনেক নতুন পথ তৈরী হবে | তোমাকে কে ভালোবাসলো কিংবা ভালোবাসলোনা, সেদিন সেটা তোমার কাছে মূল্যবান মনে হবেনা, বরং তুমি নিজে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মানুষকে ভালোবাসতে পারো সেই ইতিহাস সৃষ্টি হবে | সবাই ইতিহাস ভাঙতে পারে, নতুন ইতিহাস কেবল সাহসীরাই গড়তে পারে | ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে দাও |