Logo
শিরোনাম

শূন্য হাতে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

প্রকাশিত:শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ২৯৭জন দেখেছেন

Image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী বাংলাদেশ নারী দলের। ৫টি বিশ্ব আসরে খেলে এৃখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপের তৃতীয় ম্যাচেও হার মেনেছে বাংলাদেশের মেয়েরা।

১৭ ফেব্রুয়ারি রাতে কেপ টাউনে নিউ জিল্যান্ডের মেয়েরা তাদের হারিয়েছে ৭১ রানে। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সালমা-মারুফাদের।

টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই কিউই নারীদের তোপের মুখে পড়ে নিগার সুলতানার দল। মিডল ওভারে বেশকিছু উইকেট পেলেও শেষের ঝড়ে পাহাড়সম লক্ষ্যের সামনে পড়ে বাংলাদেশের নারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে মাঠে নেমে নিগার সুলতানারা ২০ ওভার আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এটিই অবশ্য কিউইদের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ, এ নিয়ে দ্বিতীয়বার দলীয় সংগ্রহ পাড় হয়েছে তিন অঙ্ক।


আরও খবর



বিএনপি ইসি'র সঙ্গে সংলাপে যাবে না

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

বর্তমান নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব নেওয়ার পর কোনো সংলাপেই যায়নি বিএনপি ও তাদের সমমনা দলগুলো। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলটির সঙ্গে আলোচনায় বসতে হাল ছাড়ছেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। তবে বিকেলে পাঠানো চিঠি হাতে পেলেও ইসির আমন্ত্রণে সাড়া না দেওয়ার বিষয়ে অনড় বিএনপি।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেছেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা অনর্থক।

এর আগে সন্ধ্যার দিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাদের দলের অন্যান্য নেতাসহ প্রয়োজনে সমমনা দলগুলোকে ইসির পক্ষ থেকে সিইসি ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে সিইসির পাঠানো চিঠিতে আলোচনার জন্য কোনো দিনক্ষণ উল্লেখ করা হয়নি।

ইসি সূত্র জানায়, বিএনপি আলোচনায় আসতে রাজি হলে তাদের সঙ্গে কথা বলে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। যদিও অনানুষ্ঠানিকভাবে দলটির নেতারা জানিয়ে দিলেন, তারা সংলাপে সাড়া দিচ্ছেন না।

 


আরও খবর



নওগাঁর দুটি সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা চালু

প্রকাশিত:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ২৮জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে জনগণের দ্বোরগড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে সারা দেশের ১২ জেলা ও ৩৯টি উপজেলায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সাথে নওগাঁয় দুটি সরকারি হাসপাতালে এ সেবা চালু হয়েছে। এদুটি হলো, নওগাঁ শহরের ২৫০শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল ও সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেনারেল হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুল আহসান তালুকদার। এ সময় নওগাঁ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক জাহিদ নজরুল চৌধুরী সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে একই সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন নওগাঁর সিভিল সার্জন আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার।

প্রথম দিন বৈকালিক সেবা দেওয়ার জন্য তিনজন চিকিৎসক চেম্বারে বসেন। কিন্তু সরেজমিনে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নওগাঁ জেনারেল হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ওই তিন চিকিৎসকের চেম্বারে গিয়ে কোনো রোগীকে সেবা নিতে আসতে দেখা যায়নি। 

এ বিষয়ে নওগাঁ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে টাকার বিনিময়ে বৈকালিক সেবা দিতে তারা আগ্রহী। কিন্তু প্রচারণার অভাবে রোগীরা এখনও এই কার্যক্রম সম্পর্কে জানেন না। এজন্য প্রথম দিন কোনো রোগী আসেননি।


আরও খবর



ধামরাইয়ে মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার):


ঢাকার ধামরাইয়ে দত্তনালাই আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার পাঁচতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের দত্তনালাই গ্রামে মহিলা মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এবং গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাদের।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর মাদ্রাসা ও এতিমখানার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, গাংগুটিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও মাদ্রাসার মুহতামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর



নেত্রকোনায় তিন উপজেলায় মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :

দেশে ৩য় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার তিনটি মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।  

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলার বারহাট্টা উপজেলার আটপাড়া সড়কের রেল লাইনের ওপারে কোর্ট বিল্ডিং এলাকায় স্থাপিত  প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মসজিদের নীচ তলা কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক শফিকুর রহমান সরকার বক্তব্য রাখেন।  

এসময় মুসুল্লি গণ সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 

সাধারণ মানুষ এমন আধুনিক মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পেয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেন। 

সেইসাথে শহরের বাইরে হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন,  যেগুলো বাকী আছে সেগুলো যেন নীতিমালা অনুযায়ী করা হয় সে জন্য  সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। 

তবে ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, মসজিদ নির্মাণের আগে কোন কাজ নেই তাদের যে কারণে সঠিক জায়গায় করার বিষয়ে কোন হস্থক্ষেপ করতে পারেননি তারা। 

সাংবাদিকদের এক প্রশ্নে জেলা প্রশাসক জানান, এক সময় শহর বর্ধিত হলে মানুষ সমাগমও বেড়ে যাবে।

উল্লেখ্য,  জেলার ১০ উপজেলায় মোট সাধারণ মসজিদ রয়েছে ৫৫১৬ টি। এছাড়াও মডেল মসজিদ নির্মান হচ্ছে আরও ১১ টি। তারমধ্যে বারহাট্টা,  মদন ও কেন্দুয়া এই তিন উপজেলার মসজিদের কাজ সমাপ্ত হয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

বারহাট্টা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমি এই মডেল মসজিদের ইমাম নিয়োগ প্রাপ্ত হয়ে আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি উদ্যোগের জন্য। পূর্বে কখনো আমরা চিন্তাও করি নাই যে আমাদের জেলা শহরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে আবার পুরুষ মহিলা একসাথে জামায়াতে নামাজ আদায়ের সুব্যবস্থা হবে। তবে এই মডেল মসজিদটি যদি জেলা সড়কের পাশে হত তাহলে আরও অনেক ভাল হত।

বারহাট্টা মডেল মসজিদের এক মুসুল্লি জানায়, এমন একটি মসজিদ হবে আমরা জীবনে চিন্তাও করতে পারি না। এই মসজিদে নামাজ পড়ে সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি এমন আরও হাজার হাজার মহৎ উদ্যোগ নিতে পারেন।


আরও খবর

বিশ্বের কাছে বাংলাদেশ মডেল

শনিবার ০১ এপ্রিল ২০২৩




র‌্যাবের অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ একজন আটক

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা সদর উপজেলার ধলাহার সীমান্ত এলাকা থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল একজন কে আটক করেন।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে র‌্যাব জানান,

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বৃহস্পতিবার ২ মার্চ ১০ টারদিকে  ধলাহার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩৫), পিতা- মোঃ আইয়ুব আলী, সাং-বিরিঞ্চি, থানা-পাঁচবিবি, জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করেন। 

এব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।


আরও খবর