মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :
দেশে ৩য় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার তিনটি মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলার বারহাট্টা উপজেলার আটপাড়া সড়কের রেল লাইনের ওপারে কোর্ট বিল্ডিং এলাকায় স্থাপিত প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদের নীচ তলা কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক শফিকুর রহমান সরকার বক্তব্য রাখেন।
এসময় মুসুল্লি গণ সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
সাধারণ মানুষ এমন আধুনিক মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পেয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেন।
সেইসাথে শহরের বাইরে হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেগুলো বাকী আছে সেগুলো যেন নীতিমালা অনুযায়ী করা হয় সে জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
তবে ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, মসজিদ নির্মাণের আগে কোন কাজ নেই তাদের যে কারণে সঠিক জায়গায় করার বিষয়ে কোন হস্থক্ষেপ করতে পারেননি তারা।
সাংবাদিকদের এক প্রশ্নে জেলা প্রশাসক জানান, এক সময় শহর বর্ধিত হলে মানুষ সমাগমও বেড়ে যাবে।
উল্লেখ্য, জেলার ১০ উপজেলায় মোট সাধারণ মসজিদ রয়েছে ৫৫১৬ টি। এছাড়াও মডেল মসজিদ নির্মান হচ্ছে আরও ১১ টি। তারমধ্যে বারহাট্টা, মদন ও কেন্দুয়া এই তিন উপজেলার মসজিদের কাজ সমাপ্ত হয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বারহাট্টা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমি এই মডেল মসজিদের ইমাম নিয়োগ প্রাপ্ত হয়ে আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি উদ্যোগের জন্য। পূর্বে কখনো আমরা চিন্তাও করি নাই যে আমাদের জেলা শহরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে আবার পুরুষ মহিলা একসাথে জামায়াতে নামাজ আদায়ের সুব্যবস্থা হবে। তবে এই মডেল মসজিদটি যদি জেলা সড়কের পাশে হত তাহলে আরও অনেক ভাল হত।
বারহাট্টা মডেল মসজিদের এক মুসুল্লি জানায়, এমন একটি মসজিদ হবে আমরা জীবনে চিন্তাও করতে পারি না। এই মসজিদে নামাজ পড়ে সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি এমন আরও হাজার হাজার মহৎ উদ্যোগ নিতে পারেন।