Logo
শিরোনাম

থানার কার্যক্রম পুনরুদ্ধারে নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ পুলিশের

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image


দেশের ক্ষতিগ্রস্তসহ সব থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকল জেলা পুলিশ সুপার ও থানার অফিসার-ইনচার্জকে (ওসি) নির্দেশনা প্রদান করা হয়েছে। 



নির্দেশনায় বলা হয়েছে, কমিটির প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো। এ লক্ষ্যে কমিটি একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুতপূর্বক মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। কমিটির আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পুনস্থাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও  কমিটির সদস্যদের সমন্বয়ে যৌথ টহল প্রদানের মাধ্যমে হানাহানি, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে।

এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত যথা বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নিরসনে নিবিড় ব্যক্তিগত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নিবে। স্থানীয় জনসাধারণের জীবন, সম্পদ, স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়সহ এলাকার শান্তিশৃঙ্খলা নিয়মিত তদারকি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এলাকার মাদক, ইভটিজিং ইত্যাদি সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। 



এছাড়া, স্থানীয় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলসমূহ ও দল-উপদলের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসন ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে। 



স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ কমিটির আকার নির্ধারণ করবেন। গ্রহণযোগ্য আইনজীবী/বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সিনিয়র সিটিজেন, সর্বজন সমাদৃত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠনের সভাপতি/সেক্রেটারি, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী এবং এনজিও প্রতিনিধি কমিটির সদস্য হবেন। 



কমিটি পুলিশ সদস্যদের নিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা, কেউ যেন কোন প্রকারের উসকানি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে না পারে সেজন্য জনসচেতনতা সৃষ্টি এবং পুলিশ সদস্যদেরকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে।


আরও খবর

লিগ্যাল নোটিশ

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image

সিনিয়র রিপোর্টার :

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও সম্প্রীতি প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাটে এ সভা অনুষ্ঠিত হয়। মান্দা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। 

এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু,

যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সদস্য রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন, এ্যাডভোকেট মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমূখ। 

এছাড়াও ভারশোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, ভালাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পরানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, মান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সদস্য রফিকুল ইসলাম, গণেশপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও মিঠন, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহ জামাল, ফরিদুজ্জামান, একেএম ফজলুল হক বাচ্চু, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন্নবী হুদা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ, যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তালেব, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুজ্জামান সোহান, কসব ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাস্টার, বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ ও মামুনুর রশিদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর



নওগাঁয় গোয়েন্দা পুলিশের অভিযানে সারে ৪শ' পিচ ইয়াবা সহ দু'জন আটক

প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সারে ৪শ' পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু'জন কে আটক করেছে। শনিবার রাত সারে ৯টারদিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত দু'জন হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলা সদর উপজেলার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসান সঙ্গীয় ফোর্স সহ।

রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী। তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর



বিচার বিভাগে ব্যাপক রদবদল

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

নিম্ন আদালতের ২২৪ বিচারকের বদলি, পদায়ন প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। ছাড়া পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ছয় জনকে জেলা দায়রা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা দায়রা জজ পদে ২৩ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

রবিবার আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ থেকে বিষয়ে ১২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিন আইন বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। আর আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিক গোলাম রব্বানীকে আইন বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে কুষ্টিয়ার জেলা দায়রা জজ রুহুল আমীনকে আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির হওয়া বিচারকদের মধ্যে জেলা দায়রা জজ পদ মর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা দায়রা জজ পদ মর্যাদার ৪৮ জন ( জন প্রেষণে), যুগ্ম জেলা জজ পদ পদমর্যাদার জন, সিনিয়র সহকারী জজ সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন রয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-) মোহাম্মদ ওসমান হায়দারের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি পদায়ন করা এসব বিচারকদের প্রজ্ঞাপনে উল্লেখ করা নির্দিষ্ট সময় পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা প্রজ্ঞাপনে উল্লেখিত জেলা দায়রা জজ, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্টেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরও খবর

লিগ্যাল নোটিশ

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




পদোন্নতি পেলেন দুদকের ৯ কর্মকর্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image


 নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ জন কর্মকর্তাকে উপপরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন, মো. মিজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি এর উদোগে পাবলিক স্কুল এন্ড কলেজের স্থান নির্ধারণ

প্রকাশিত:সোমবার ১৯ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image

ধামইরহাট, নওগাঁ) প্রতিনিধি::


গতকাল ১৮ আগষ্ট  রবিবার সকাল ১০ টায় পত্মীতলা ১৪ বিজিবি সংলগ্ন পত্মীতলা সীমান্ত পাবলিক স্কুল এন্ড কলেজ এর স্হান চিন্তিত পুর্বক নওগাঁ জেলার প্রশাসন কৃতক ১৪ বিজিবিকে হস্তান্তর করা হয়।


এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দীন বিজিবি এম এস  পিএস সি অধিনায়ক পত্মীতলা বাটলিয়ন। নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ পপি খাতুন কৃষি কর্মকর্তা আজিজুল কবির।

এছাড়া ও উপস্থিত ছিলেন মেজর এস এম ইমরুল কায়েস সহকারী পরিচালক শাহআলম সহ স্হানীয় জনগন। পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পি এস সি রিজিয়ন কমান্ডার রংপুর। কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ সেক্টর কমান্ডার রাজশাহী সরেজমিনে পরিদর্শন করেন পাবলিক স্কুল এন্ড কলেজ এর নির্ধারিত স্থান।


পত্মীতলা ১৪ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দীন বলেন এই পাবলিক স্কুল এন্ড কলেজ উদ্ভোদন হলে বিজিবি সদস্যদের ছেলে মেয়ে ছাডাও এই এলাকার ছেলেমেয়ে লেখা পডা করার সুযোগ পাবে।


আরও খবর