অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ
হয়তো মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, না বলা অনেক কথা থাকে, জীবনে হেরে যাবার গল্প থাকে, আঘাত থাকে, স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে পড়ার দুঃস্বপ্ন থাকে, নীরবে নিভৃতে পৃথিবীর আনন্দযজ্ঞ থেকে নিজেকে সরিয়ে নেবার ট্রাজেডি থাকে | তারপরও জীবনকে এগিয়ে নিতে হয়, জীবন খাতায় থেমে যাওয়া কলমটাকে আবার সচল করে একটু একটু করে লিখতে লিখতে ভেঙে যাওয়া স্বপ্নটাকে আরও অনেক বড় করে দেখার মতো দৃষ্টিভঙ্গি গড়তে হয় | থেমে যাওয়া মানে জীবন নয়, সমস্যার সমাধান নয় | থেমে যাওয়া মানে নিজেকে নতুন করে চেনা, নিজের ভিতর থেকে যে মানুষটা একদিন হোঁচট খেয়ে মাটিতে পরে গিয়েছিলো, সে মানুষটা যাতে সেই মাটিকে আঁকড়ে ধরে আবার নতুন করে দাঁড়াতে পারে, সেই সাহসের জন্ম দেওয়া | জীবন যখন বিশ্বাসের পতন দেখে, তখন কাঁদো কাঁদো যে মুখটা সবার থেকে প্রত্যাখ্যাত হয়ে আকাশটাকে মেঘে ঢেকে যেতে দেখেছিলো, থেমে যাওয়া সে মানুষটার ভিতর আত্মবিশ্বাসের জন্ম দেওয়া যেন সেখানে থেকে কালো মেঘ সরাতে সরাতে সূর্যের মতো করে সে মানুষটা আবার নতুন করে জ্বলে উঠতে পারে |
সব সময় মনে রাখতে হবে, যেখানে
মানুষকে থেমে যেতে হয়, সেখান থেকেই শুরু হতে পারে নতুন করে যাত্রার
প্রস্তুতি | সেই যাত্রা কোনো ভ্রমণ নয়, সে যাত্রা এমন
এক মহাযাত্রা হবে যা জীবনকে জয় করতে করতে মৃত্যুঞ্জয়ী মানুষের জন্ম দিবে, মানুষের
ভিতরের সব গ্লানি মুছে দিয়ে মানুষকে সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি
যোগাবে | মানুষের জীবনে যত কাঁটা বিছানো থাকবে ততই
জীবন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে, হয়তো সে অভিজ্ঞতা সুখকর হবেনা , তারপরও সেখান
থেকে মানুষ যে বার্তা পাবে, সেই বার্তাই মানুষকে চিনিয়ে দিবে অন্ধকারের
ভিতরে ডুবতে ডুবতে একটুকরো আলোর জন্য কতটা লড়াই করতে হয়, লড়াই করে
নিজেকে জয় করতে হয় | নিজের সাথে নিজে লড়তে পারলেই জীবনের অলিতে
গলিতে পা ফেলে ফেলে জীবনের অগণিত পথ খোলা যায় | তখন জীবনের ভিতর মানুষ ঢুকে জীবনের নতুন
থিওরির জন্ম দেয়, সে থিওরি বইয়ের পাতায় মলাট বন্দি থাকেনা বরং পরাধীনতা
ভেঙে পৃথিবীকেই বই বানিয়ে ফেলে |
মানুষ যখন পৃথিবী হয়ে উঠতে পারে, তখন মানুষকে
পৃথিবীর আর কেউ পরাভূত করতে পারেনা | মানুষকে ধ্বংস করা যায়, পরাভূত করা
যায়না-এই সত্যটা তখন সবার পিছনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে হয়না বরং সেটা পিছন থেকে ফুলের সুবাস
ছড়াতে ছড়াতে সামনে দাঁড়ানো সব মানুষকে বুঝিয়ে দেয়, কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে, যে জীবনকে
বদলে দেবার সাহস দেখাতে পারে | সে মানুষটা কোনও অসাধারণ বা বিখ্যাত মানুষ নয়, আপনার আমার
মতো খেঁটে খাওয়া সাধারণ একজন মানুষ |