
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমন এবং ঐতিহাসিক ১০ অক্টোবর উদযাপন উপলক্ষে সভা
১৯৬৯ সালে জাতীর জনক বঙ্গবন্ধুর শুভাগমনের ১০ অক্টোবরকে বিশেষ দিবস হিসেবে এই প্রথম উদযাপন করতে যাচ্ছে লালমনিরহাট বাসী । এজন্য গঠিত হয়েছে সামাজিক ,সাংস্কৃতিক ,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সমন্বয়ে একটি কমিটি । তৎকালীন সময়ে মার্শাল্লা আইনকে উপেক্ষা করে ট্রেনে করে উত্তর বঙ্গ সফরে আসেন শেখ মুজিবুর রহমান। তিনি ১০ অক্টোবর ১৯৬৯ সালে সকাল সাড়ে ১০টায় উপস্থিত হন কর্মী সমাবেশের জন্য রংপুর ১৪ বর্ত মানে লালমনিরহাট -৩ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন এমপির কুড়িগ্রাম -ফুলবাড়ী মহাসড়কের এই পাটের গুদাম ঘরের মাঠে। অনেক দেরিতে হলেও তারই পুত্র বর্তমান পিএসসির সদস্য বৈভবে একাত্তর বইয়ের লেখক প্রফেসর মোঃ হামিদুল হক তথ্য উপাত্ত সঠিক পাওয়ায় তাঁর আহবানে এই দিবসটিকে ভবিষ্যৎ প্রজন্ম এবং সেই ইতিহাস জেলা বাসীর কাছে তুলে ধরতে ১১ সদস্যের একটি উপযাপন কমিটিও গঠন করেন। স্বাধীনতার ৫০ বছর পরে হলেও ১০ অক্টোবরকে ঐতিহাসিক দিবস হিসেবে লালমনিরহাটে ব্যাপক কর্ম সূচীর মধ্য দিয়ে দিবসটি উদযাপনের আয়োজন করা হয়েছে।
এসময় নজরুল হক পাটোয়ারি ভোলাকে আহবায়ক,যুগ্ম আহবায়ক ফেরদৌসি বেগম বিউটি,সদস্য সচিব নিশিকান্ত রায়,তপু বণিক,মোকছেদুর রহমান,কিশোর সরকার বাকা,মজিবুর রহমান, ৭১ টিভির লালমনিরহাট প্রতিনিধি উত্তম রায়,প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন প্রমুখ ছাড়াও অনান্য কয়েকজনকে সদস্য করে লালমনিরহাটে বঙ্গবন্ধুর শুভাগমন উদযাপন কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রফেসর নজরুল ইসলাম,ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভাপতি, লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু , র্বতমান মেয়র রেজাউল করিম স্বপন,সুফি মোহাম্মদ, প্রমুখ।
প্রফেসর হামিদুল হক , সদস্য পিএসসি জানান, দিবসটিকে সাফল্য মন্ডিত করতে জেলার সকল শ্রেণী পেশার মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে ও আমন্ত্রণ জানানো হবে। তাছাড়াও তিনি জাতীর জনক বঙ্গবন্ধুর বিষয়ে অনেক অজানা তথ্য সভায় উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।