
পাংশা ( রাজবাড়ী) প্রতিনিধি ঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ১০ নভেম্বর সকালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি অর্থ বছরে রবি মৌসুমে গম,ভুট্টা,সরিষা,সূর্যমূখী, চিনা বাদাম ,পেয়াজ, মুগ মসুর ও খেসারীর উপশী জাতের বীজ ব্যাবহারের মাধ্যেমে আবাদ ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ সহ বিভিন্ন ইউপিথেকে আগত কৃষক গণ।