শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
বগুড়ায় রাস্তার ধারে পড়ে থাকা এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন।
হত্যাকান্ডের শিকার যুবক সাইদুল ইসলাম ওরফে রাজিব (২৫) পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন ওরফে সাধো'র ছেলে।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনঞ্জুরুল আলম।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন এর বেলাই মোলামগাড়ী মাঠে (রাস্তার ধারে) যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানিয়রা। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।
হত্যাকান্ডের শিকার যুবকের স্ত্রী শাকিলা আক্তার সাংবাদিকদের জানান, আমার স্বামী গতকাল শুক্রবার সকাল ৯টারদিকে বাড়ি থেকে গ্রিলের কাজ করার উদ্দেশ্যে বের হয়ে যান। কিন্তু রাতেও স্বামী বাড়িতে না ফেরায় স্বামীর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়ে যোগাযোগ এর চেষ্টা করলেও ফোন বন্ধ কল ঢোকেনি। এরিমাঝে রাত পেরোতেই আজ সকাল সারে ৬টারদিকে লোকজন আমাকে জানায় যে আমার স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে হত্যাকারিরা। আমি প্রসাশনের কাছে আমার স্বামী হত্যার ন্যায় বিচার চাই।
স্থানীয় সূত্র জানায়, যুবক সাইদুল নেশায় আসক্ত ছিলেন। তবে নেশা করানিয়ে ঝামেলা না অপর কোন কারনে তাকে হত্যা করা হয়েছে সেটা প্রশাসন উদর্ঘাটন পূর্বক জড়ীতদের যেন আইনের আওতায় আনেন।
পুলিশ সুত্র জানায়, ঘটনাস্থল গ্রামের কাচা রাস্তায় যুবকের মৃতদেহ পড়ে ছিলো এবং প্রাথমিক সুরতহাল তদন্তে নিহত যুবকের পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
যুবকের রক্তাক্ত মৃতদেহ পরে থাকার খবর পেয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও
সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ঘটনাটি উদর্ঘাটনে কাজ করছে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনঞ্জুরুল আলম আরো বলেন, মৃতদেহ উদ্ধার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।