Logo
শিরোনাম

রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ |

Image

উচিংছা রাখাইন কায়েস, রাঙ্গামাটি :

পার্বত্য অঞ্চল থেকে খেলোয়াড় তৈরী করতে হলে আমাদেরকে আরো বেশী খেলাধুলার আয়োজন করতে হবে বরে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি হলিডে কমপ্লেক্স হল রুমে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সংবর্ধন অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল আলম।


সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির ৭ জন ক্রীড়া বিদকে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই খেলাধূলাকে গুরুত্ব দেয় এবং আমরা চাই এই খেলাধূলার মধ্যদিয়েই আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে যাক। যাতে করে খেলাধূলার মাধ্যমে আগামীতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। তাই খেলাধূলার মধ্যদিয়ে পার্বত্য এলাকায় যাতে করে আরো বেশী খেলোয়ার সৃষ্টি ও এইসব খেলোয়াড়রা সুনাম বয়ে আনতে সেটাই আমাদের সবার প্রত্যাশা।


আরও খবর

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন

সোমবার ২৭ নভেম্বর ২০২৩




মার্কিন পরামর্শে নির্বাচনে যেতে রাজি নয় তারেক জিয়া,বিএনপিতে ভাঙনের সুর

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ |

Image

সদরুল আইন :

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শর্তহীন সংলাপের প্রস্তাব দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে যাবারও পরামর্শ দিচ্ছে।

 নির্বাচনে গিয়ে যদি তারা দেখে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না, তখন নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনের ব্যাপারে আপত্তি তোলার প্রস্তাব দিয়েছে। 

কিন্তু বিএনপির অধিকাংশ নেতা এই প্রস্তাবে রাজি হলেও লন্ডনে পলাতক তারেক জিয়া এই প্রস্তাবে সম্মত হননি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনের প্রশ্ন নিয়ে বিএনপির মধ্যে সুস্পষ্ট দ্বিধা-বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। এই দ্বিধা বিভক্তির ফলে বিএনপিতে ভাঙ্গনের গুঞ্জনও শোনা যাচ্ছে। 

একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বিএনপির একটি বড় অংশ মনে করে বর্তমান আন্দোলন সফল করতে গেলে বা সরকারকে ক্ষমতা থেকে হঠাতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং সমর্থন লাগবে। এর কোনো বিকল্প নেই৷ 

আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ এবং নির্দেশনাগুলো শোনা উচিত। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে শর্তহীন সংলাপে রাজনৈতিক দলগুলোকে যেতে হবে, এজন্য বিএনপির উচিত সংলাপের প্রস্তাবে রাজি হওয়া। 

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংলাপের প্রস্তাবে বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারেননি। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র গত দুই বছর ধরে বিএনপির প্রতি যে ধরনের সহানুভূতি দেখাচ্ছিল তার অবসান ঘটবে বলে অনেক বিএনপি নেতার শঙ্কা। 

বিএনপি নেতারা এটাও বলছেন যে, আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে। শুধু তাই নয়, ভারত এখন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সরাসরি স্পষ্ট অবস্থান নিয়েছে।

 এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বিএনপি আন্দোলন করলে সেটি হবে আত্মঘাতী এবং সেই আন্দোলনের ফলে আর যাই হোক নির্বাচন ঠেকানো যাবে না এবং সরকারেরও পতন ঘটানো যাবে না। 

এরকম বাস্তবতায় কৌশলগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ শোনার তাগিদ দিচ্ছেন বিএনপির অনেক নেতা এবং এই মতামতের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। 

তিনি এই নিয়ে একাধিকবার লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলেছেন বলেও নিশ্চিত তথ্য পাওয়া গেছে।

তবে ড. মঈন খান এবং অন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুযায়ী সংলাপে বসা এবং নির্বাচনে যাওয়ার প্রস্তাবের পক্ষে তাদেরকে লন্ডনে পলাতক তারেক জিয়া তীব্র ভর্ৎসনা করছেন এবং কোনো অবস্থাতেই সংলাপ নয় বলে সাফ জানিয়ে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে বিএনপি একটি ফাঁদ হিসেবে দেখছে। 

বিভিন্ন সূত্রগুলো বলছে, তারেক জিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে মনোভাবগুলো দেখাচ্ছে সবই ২০১৮ তে ড. কামাল হোসেন যেরকম নাটক করেছিল তারই অনুরূপ। 

এর মাধ্যমে বিএনপিকে সংলাপে নিয়ে যাওয়া হবে। সংলাপের পর বিএনপিকে নির্বাচনেও নিয়ে যাওয়া হবে এবং নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আওয়ামী লীগকে আরেকবার বৈধতা দিবে। এই কৌশলেই এখন শর্তহীন সংলাপের কথা বলা হচ্ছে। 

বিএনপির তারেকপন্থিরা মনে করছেন যে এতদিন ধরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বলা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না ইত্যাদি বলে এখন যদি বিএনপি সংলাপে অংশগ্রহণ করে তাহলে সেটি হবে তাদের সুস্পষ্ট পরাজয় এবং এর মধ্য দিয়ে নির্বাচনে বিএনপির কোনো অবস্থানে থাকবে না।

 বরং আন্দোলন অব্যাহত রাখাকেই তারা গুরুত্বপূর্ণ বলে মনে করছে। বিএনপির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্নে বিভক্তি এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

 এর মধ্য দিয়ে বিএনপির একটি অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের কথামতো সংলাপে অংশগ্রহণ এবং নির্বাচনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলেও অনেকে মনে করছেন।


আরও খবর



ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ |

Image

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এরই মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমেই শক্তিশালী হয়ে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের দিকে আসছে এটি।

আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) নাগাদ এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেবে। এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মিগজাউম, এ নামটি মিয়ানমারের দেওয়া।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও এর গতি-প্রকৃতি ও অবস্থান স্পষ্ট নয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দু-এক দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে গেলে সে অনুযায়ী আবহাওয়ার সতর্কবার্তা দেয়া হবে।

ভারতের সরকারি আবহাওয়া বিভাগ ইন্ডিয়া মেটিওরোলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) তাদের সবশেষ পূর্বাভাসে বলেছে, ২ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে এবং বাংলাদেশ, মিয়ানমার বা ভারতের ওপর দিয়ে বয়ে যেতে পারে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে। তাতে গাছপালা ও ফসলের ক্ষতি ছাড়াও মৃত্যু হয় ৯ জনের। এরপর সেটি দুর্বল হয়ে আবারও নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয় মিধিলি।


আরও খবর

নির্বাচনে সেনা মোতায়েন করা হবে

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




শিশুদের গণকবরে পরিণত হয়েছে গাজা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ |

Image

ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।  হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, বেসমারিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামাস।

এদিকে, জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অপরদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

খবর বিবিসির :


আরও খবর



ধামরাইয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ |

Image

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল ফাইনাল ম্যাচ ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটে, দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ গ্রহণ করেন সোমভাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বনাম ০৪ নং ওয়ার্ড।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এসময় তিনি বলেন মাদক থেকে সন্তানকে দূরে রাখার জন্য অবশ্যই সন্তানকে খেলাধূলা করার জন্য সুযোগ দিতে হবে। খেলা ধুলা করলে স্বাস্থ্য ভালো থাকে।খেলা দেখতে আশা হাজার ও মানুষের কাছে এসময় ধামরাইয়ের উন্নয়নের জন্য আবারও নৌকায় ভোট এবং দোয়া চান। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন মসজিদ মাদ্রাসা, স্কুল, কলেজ এর উন্নয়নের জন্য আবারও নৌকার জন্য ভোট চাইলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ.জলিল,সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল মোত্তালিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল রফিক, সজাগ এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিএসসি, ১ নং ওয়ার্ড মেম্বার রবিউল করিম সেন্টু, ২নং ওয়ার্ড নাসির উদ্দিন সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার শেষে বিজয়ী মাঝে একটি বড় গরু উপহার দেওয়া হয়।


আরও খবর

বিসিবি ছাড়ার ইঙ্গিত দিলেন পাপন

সোমবার ২৭ নভেম্বর ২০২৩




ভোটের মাধ্যমে সরকার গঠন হবে : শেখ হাসিনা

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ |

Image

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্র হাতে রাতের অন্ধকারে না, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে। সবসময় আমাদের লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা।

শুক্রবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। যখনই আমরা সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, তার ব্যবস্থা করেছি। নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন পর্যন্ত করে দিলাম। আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে।

তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’— এই স্লোগান দিয়ে আমরা মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করি এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করি।


আরও খবর