
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসত ভিটা রক্ষার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের ও সন্তানদের শরীরে কোরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনায় ভুক্তভুগী শিরিন খান বাদি হয়ে রোববার সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী হান্নান সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের মদনপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হান্নান সাউদ ও আয়েছ আলী। তাঁরা দুজনেই রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিরিন খান সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের জোনায়েদ আহাম্মেদের স্ত্রী।
থানায় দায়ের করা মামলার বিবরনীতে বাদি শিরিন খান উল্লেখ করেন, তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামে তার স্বামী ৮ বছর আগে ৬ শতাংশ জমি কিনে একটি দুইতলা পাকা ভবনের বাড়ি তৈয়ারী করে তিন সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। গত তিন মাস আগে জানতে পারেন যে ব্যক্তি এ জমি বিক্রি করেছেন তিনি ১৫ বছর আগে জমিটি ব্যাংকে বন্ধকী রেখে ঋন গ্রহন করেছেন। সময় মতো ঋন পরিশোধ না করার কারনে এ সম্পতি ব্যাংক কর্তৃপক্ষ নিলামে তুলবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নাম ব্যবহার করে রূপগঞ্জ উপজেলার বরপা গ্রামের আব্দুল হান্নান ও তার লোকজন তাদের বাড়ি ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে কোনো বিচার না পাওয়ার কারনেই আমি সন্তানদের নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, প্রতারনা করে জমি বিক্রির ঘটনায় ভুক্তভোগী শিরিন খান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে হান্নান সাউদ ও আয়েছ আলী নামে দুজনকে গ্রেফতার করেছ ।