Logo
শিরোনাম

বন্ধুত্বের বাঁধনে এক হচ্ছেন তাহসান-মিথিলা

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা দুই তারকাই নিজেদের কাজের জন্য জনপ্রিয়। একসময়ের জনপ্রিয় তারকা জুটিও ছিলেন তারা। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৭ সালের ৩ আগস্ট বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা। তারপর কেটে গেছে ১১ বছর। একসঙ্গে জুটি বেধে অভিনয়ও করেছেন। আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, মধুরেন সমাপয়েত নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন এই জুটি। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন। মূলত এসব কারণে বিয়ের পর তরুণদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেনতারা। তবে বিয়ের ১১ বছর পর ভক্তদের মন ভেঙ্গে যায়। কারণ, ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার।

তারপর দুজন দুদিকে। ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে। অবশ্য তাহসান এবং মিথিলা একমাত্র মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনো অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত। তবে এর পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। এবার তাহসান এবং মিথিলা তাদের ভক্তদের জন্য দিলেন নতুন সুখবর। ফের এক হতে যাচ্ছেন এই দুই তারকা। আবারো তাদের একসঙ্গে দেখা যাবে।

একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সাত পর্বের এই ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। তবে এখনো এ নিয়ে নির্মাতা, অভিনয়শিল্পী কেউই মুখ খোলেননি।

অন্যদিকে গত ৩১ মার্চ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে সিনেমা ও অভাগী। এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। কলকাতার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন মিথিলা।


আরও খবর

শুটিংয়ে আহত ইমরান হাশমি

রবিবার ১৩ অক্টোবর ২০২৪

আসছে রাফি-রুবেল-পূজার ‘ব্ল্যাক মানি

মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪




বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে বিচারবহির্ভূত হত্যা ও মব জাস্টিসের  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে  সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে জননেতা আব্দুল মান্নান হল,বঙ্গবন্ধু হল হয়ে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এর মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন  শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম অভি বলেন,এখানে আমরা দেখতে পাই একটি গোষ্ঠী খুবই পরিকল্পিতভাবে মব জাস্টিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হত্যা কান্ড ঘটাচ্ছে। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী এর টাঙ্গাইলের এই ক্যাম্পাস থেকে তাদেরকে জানাতে চাই আমরা এই ধরনের হত্যাকান্ড কখনও মেনে নিব না।  প্রশাসন কে বলব ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনায় ভিডিও, ছবি এবং সিসিটিভি ফুটেজসহ যত প্রমাণ আছে সব কিছু আমলে নিয়ে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত আটক করতে।


অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইবাদত আলী জানান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী নামধারী সন্ত্রাসীদের এই হত্যাকান্ডের জন্য কঠোর শাস্তির দাবি জানাই। তিনি আরো বলেন আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনও এই ধরনের বিচার চাই না।দেশের আইন আছে, প্রশাসন আছে কেউ  অন্যায় করলে আপনারা তাদের কে প্রশাসনে দিন তবু নিজের হাতে আইন তুলে নিবেন না

ক্রিমিনোলোজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের শিক্ষার্থী আলামিন ফকির বলেন, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তির জন্য আমরা আন্দোলন সংগাম করলাম কিন্তু এখন কিছু গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের জন্য দেশে এমন হত্যা কান্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।আমরা ছাত্র সমাজ প্রশাসনকে এদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহবান জানাই।


আরও খবর



রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গাড়ি ভাংচুর দোকানপাটে অগ্নিসংযোগ

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

উচিংছা রাখাইন, রাঙ্গামাটি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কয়েকটি গাড়ী ভাংচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপা আসলে এসময় তারা বেশ কয়েকটি গাড়ী ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালীরা প্রতিরোধে চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন। 


পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ টহল টিম কাজ শুরু করেছে। এই সংঘর্ষের ঘটনার কারণে শহরে গাড়ি চলাচল ও মানুষের উপস্থিতি কমে গেছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারী করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।


আরও খবর



একটি মানবিক আহবান

প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

ভালো নেই ভবেরচর কলেজ রোডের চা বিক্রেতা রবিউল

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে নাহ্! ভূপেন হাজারিকার বিখ্যাত সেই মানবিক গানের সুর ধরেই আজকের এই সংবাদধর্মী নিবন্ধটির প্রারম্ভিকা করতে চাই।


মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর কলিম উল্লাহ্ কলেজ রোড এলাকার চা বিক্রেতা মোহাম্মদ রবিউল।


ভবেরচর কলেজ রোড এলাকায় তথা কলিম উল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রবিউলের রং চায়ের ব্যাপক সমাদৃত রয়েছে। সমাজে ভালো আচরনের মাধ্যমে সহজ সরল ও ভালো মনের মানুষ হিসেবে সুনাম কুড়িয়েছে। স্থানীয় এলাকবাসি রবিউলের সুস্থতা কামনা করে। মুমূর্ষু অবস্থায় তারাই প্রথম অচেতন রবিউলের চিকিৎসায় এগিয়ে আসে। 


ছোট্ট টং চায়ের দোকানদার রবিউলের অসুস্থ এক মেয়েসহ ০৪ জনের হতদরিদ্র পরিবার। এই দুঃসময়ের অসহনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার বাজারে ইতিমধ্যেই অভাব অনটনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল তার সংসার। হঠাৎ'ই রবিউলের সংসারে নেমে আসে আচমকা অমানিশা!


গত এগারো'ই সেপ্টেম্বর বিদ্যমান প্রচন্ড তাপদাহে হিট স্টোক হয় রবিউলের। এর আগেও আরও দুইবার স্টোক হয়েছিলো তার। তবে এবারে যেন দূর্বিষহ আকার ধারণ করেছে তার শরীরে ও সংসারে।


সদাহাস্যজ্বল চা বিক্রেতা রবিউলের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয়রা। সংকটাপন্ন অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয় এখানেই প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কি নিদারুণ অভিজ্ঞতায় অর্থাভাবে পরবর্তী চিকিৎসা হয়েছিলো তার নির্মম বর্ণনা করেছে দুস্থ রবিউলের পরিবার!


এই যাত্রায় রবিউল প্রাণে বেঁচে গেছে বটে তবে এখনো তার শরীরে রয়ে গেছে হিট স্টোকের ভয়াবহ ক্ষয়ক্ষতি চিহৃ। এমতাবস্থায় তার চিকিৎসকরা বলেছেন পরবর্তী চিকিৎসা চালাতে প্রয়োজন অর্থ! অসহায় দিনমজুর রবিউলের পরিবারের পক্ষে অর্থযোগান দুঃসাধ্য! আর তিলে তিলে যেন অসুখে হারিয়ে যাচ্ছে সবার প্রিয় রং চা রবিউল!


তাই সমাজের সহৃদয়বানদের কাছে রবিউলের এই সংকটে তার জন্য ও তার পরিবারের জন্য সহযোগিতা চেয়েছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোডের নানা শ্রেনী পেশার এলাকবাসি।


এই বিষয়ে ভবেরচর ইউনিয়নের ছয় নং ওর্য়াডের মেম্বার ওসমান গণি সরকার মানিকের সাথে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করি। তিনি বলেন রবিউল সত্যিই একজন ভালো মানুষ। এলাকার সবার সাথে তার রয়েছে অনন্য সখ্যতা। রবিউল এর অসুস্থতায় স্থানীয়রা মর্মাহত। সমাজের বিত্তবানরা যদি রবিউলের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে রবিউলের ভাল চিকিৎসা সম্ভব হবে।


স্থানীয়দের সহযোগিতায় ভবেরচর কলেজ রোড এলাকার বাসিন্দা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক শাফায়েতের সমন্বয়ে গঠন চলছে অসুস্থ রবিউলের পরবর্তী চিকিৎসার আর্থিক সহায়তা ফান্ড। এই বিষয়ে শাফায়েত গণমাধ্যমকে জানায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় চা বিক্রেতা  রবিউলের বসবাস এবং ০১৯৬৪৫০৬৪১৩ এইটা রবিউলের যোগাযোগ নাম্বার।


এই নিবন্ধের সমাপ্তিকা টানি এই বলে যে উদার হোক মানবতা, জয় হোক মানবতিকতার। আসুন যে যার অবস্থান থেকে বিপন্ন বিপদগ্রস্থ মানুষের বিপদে পাশে দাঁড়াতে এগিয়ে আসি।


নিবন্ধনকার, 

সৈয়দ মোহাম্মদ শাকিল, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম লেখক।


আরও খবর



মাভাবিপ্রবির নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল বাশার

প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

মো: হ্নদয় হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধি :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মাহবুবুল বাশার। 

গত বুধবার (২৫ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারকে পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

নতুন পরিবহন পরিচালক হিসেবে যোগদান করে অধ্যাপক ড. মাহবুবুল বাশার বলেন, শিক্ষার্থীরা পরিবহন সম্পর্কে যেকোন অভিযোগ সরাসরি আমাদের কাছে দিতে পারবে এবং আমি যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার পরিবহনের মাধ্যমে সেবা প্রদানের জন্য সর্বদা সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করব। 

উল্লেখ্য, অর্থনীতি  বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম লিটন  পরিবহন পরিচালকের পদ থেকে গত ২০২৪ সালের ৫ আগস্ট দায়িত্ব থেকে পদত্যাগ করার পর পরিবহন পরিচালকের পদটি শূন্য ছিল। এরপরই অধ্যাপক  ড. মাহবুবুল বাশার দায়িত্ব গ্রহণ করেন।


আরও খবর

এইচএসসি ও সমমানের ফল মঙ্গলবার

শনিবার ১২ অক্টোবর ২০২৪




সাকিবের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা হয় সাকিব আল হাসানকে। ক্রিকেট বিশ্বেও বাংলাদেশের পোস্টার বয় হিসেবে পরিচিত তিনি। প্রায় ১৮ বছর ধরে লাল-সবুজের জার্সিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন। লম্বা এই পথ চলায় দেশের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন সাকিব।

বাংলাদেশ নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে। ওই সিরিজে উইকেট শিকারের দিক বাঁহাতি স্পিনারদের মধ্যে সবার ওপরে উঠে গিয়েছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরিকে

বল হাতে উইকেট পেলেও সাকিবের ব্যাটে রানের দেখা নেই অনেকটা দিন ধরেই। পাকিস্তান টেস্ট শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলে শিকার করেন ৯ উইকেট। ভারত সিরিজেও বল হাতে মাইলফলকের খুব কাছাকাছি আছেন সাকিব

ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে কেবল চারজনই ক্রিকেটারই টেস্টে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আল হাসান আছেন সেই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায়। রানের কোটা আগেই পূরণ করে ফেলেছিলেন। দরকার বল হাতে ৮ উইকেট

সাকিব ক্যারিয়ারের ৬৯ টেস্ট শেষে রান ৪ হাজার ৫৪৩ রান করেছেন। তবে ২৫০ উইকেটের মাইল ফলক স্পর্শ করার জন্য আরও ৮টি উইকেট প্রয়োজন। ভারতের বিপক্ষে দুটি টেস্টে ৮টি উইকেট নিতে পারলেই ৩৭ বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার নজির গড়বেন

সাকিবের আগে এই কীর্তি করেছেন বিশ্ব ক্রিকেটের চার গ্রেট অলরাউন্ডার। ভারতের কপিল দেব, ইংল্যান্ডের স্যার ইয়ান বোথাম ছাড়াও এই ক্লাবে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির। রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার। ১৬৬ টেস্ট খেলে ক্যালিস ১৩ হাজার ২৮৯ রান করেন এবং ২৯২টি উইকেট নেন

দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ১৩১টি টেস্টে ৫ হাজার ২৪৮ রান করার পাশাপাশি ৪৩৪টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে আছেন বোথাম। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ১০২টি টেস্ট খেলে করেছিলেন ৫ হাজার ২০০ রান। নিয়েছিলেন ৩৮৩টি উইকেট। চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। ১১৩টি টেস্ট খেলে ভেট্টরি ৪ হাজার ৫৩১ রান করেছেন। উইকেটের সংখ্যা ৩৬২


আরও খবর