নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে আবার বেড়েছে
সবজি ও ডিমের দাম। বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। বেশির ভাগ সবজি এখন ৮০
থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সঙ্গে বাড়তি ডিম ও মুরগির দামও। গত সপ্তাহের
তুলনায় প্রতি ডজন ডিম ১৫ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির দাম
২০০ টাকা কেজি ছুঁয়েছে।
শুক্রবার যাত্রাবাড়ি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব
তথ্য পাওয়া যায়।
জানা গেছে, বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৫
থেকে ৫০ টাকায়। চিচিঙ্গা বেগুনের তিনটি ধরনের মধ্যে লম্বা ও সাদা বেগুন ২০ টাকা
বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। আর বেগুনি রঙের গোল বেগুনের দাম ১৪০ থেকে
১৫০ টাকা কেজি।
বাজারে ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আগে কেজি ছিল ১২০ টাকা। চাল
কুমড়া প্রতিটি ৯০ টাকা; মিষ্টি কুমড়ার কেজি ৮০ টাকা;
চিচিঙ্গা ৮০; পটল ৬০; বরবটি
১২০ ও ধুন্দল ৮০-১০০ টাকা কেজি।
ডিমের সঙ্গে সঙ্গে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি কোনো
কোনো বাজারে ২১০ টাকাও চাওয়া হচ্ছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৩০ টাকা
কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১
হাজার ১০০ টাকায়। রুই, পাঙাশ ও তেলাপিয়ার দামে তেমন পরিবর্তন
দেখা যায়নি।
বেগুনের দাম অতিরিক্ত বেড়েছে উল্লেখ করে সবজি বিক্রেতা
সোহরাব হোসেন বলেন,
সাদা ও লম্বা বেগুন পাইকারিতেই ১০০ টাকার মতো কিনতে হচ্ছে। আর গোল
বেগুন কিনতে হচ্ছে আরও বেশি দামে।