Logo
শিরোনাম

"মানুষের মাঝে বৈষম্য দূর করাই হোক ঈদের শপথ

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী :

১১ এপ্রিল, ২০২৪ মাইজভাণ্ডার শরীফের শাহী ময়দানে ঈদ-উল-ফিতর এর সালাত আদায় করেছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। নামাযের পর তিনি বলেন, "মহান আল্লাহ্ এবং প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের মুসলিম জাতিকে একতাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। আমাদের প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন মানবতার মহান দূত। তার কাছে ধনী-গরিব, জাতি-ধর্ম-শ্রেণী নির্বিশেষে সকলে মানুষ হিসেবে সমান মর্যাদা পেয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন, এক বিশ্বাসী মুসলমান আরেকজনের জন্য আয়নার মতো। আয়নায় যেমন নিজের রূপটিই প্রতিফলিত হয়, তেমনি যেন আমরা নিজের জন্য যা পছন্দ করি, ভালো মনে করি, তা অন্য ভাইয়ের জন্যও পছন্দ করি। ইসলামের প্রতিটি ক্ষেত্রে মানবতা, সাম্য ও ভাতৃত্বকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে বারবার বলেছেন, আমাদের চারপাশের দুর্বল, অসহায়দের যত্ন নিতে। প্রতিবেশী অনাহারে, অভাবে থাকলে, হাজারো ইবাদাতও কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। পবিত্র রমজান মাস সংযমের, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্নত্যাগের শিক্ষা দেয়। আমাদের ঈদের আনন্দ  তখনই পূর্ণতা পাবে, যখন সকলে মিলে আমরা ঈদের খুশি ভাগ করে নিতে পারবো। অথচ আজ আমরা দেখছি, রমজান ও ঈদকে ঘিরে একতার বিপরীতে সমাজে বৈষম্য বাড়ছে। বিত্তবানরা বিলাসিতার প্রতিযোগিতায় ব্যস্ত ; আর অভাবীদের সংকট, কষ্ট, ভোগান্তি বেড়েই চলেছে। যাকাত দরিদ্রদের অধিকার হলেও, অনেকে এ হক আদায় করতে উদাসীন। তাই আসুন আমরা ঘুরে দাঁড়াই। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ অনুসরণে, অভাবগ্রস্ত, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াই। নতুন প্রজন্মকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দেই।

শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহ্জাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, দরবার শরীফের আওলাদ-এ-পাক এবং ভক্তবৃন্দ জামাতে অংশগ্রহণ করেন।

এরপর মাইজভাণ্ডার শরিফের অলি আল্লাহ্দের মাজার শরিফ জিয়ারত শেষে ফিলিস্তিনের জনগণের মুক্তি ও নিরাপত্তার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।


আরও খবর

গাউসুল আযম মাইজভান্ডারির পবিত্র মোনাজাত

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪




বিশ্বসেরা গবেষকের তালিকায় রাজাপুরের ইউশা আরাফ

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

হাসিবুর রহমান রাজাপুর (ঝালকাঠি) :

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের কেওতা ঘিগড়ার বাসিন্দা, বরিশাল জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আবুল বাশার এর পুত্র এবং জাতিসংঘের ফেলো ইউশা আরাফ।

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক প্রকাশনা সংস্থা 'এলসেভিয়ার'-এর যৌথ উদ্যোগে প্রকাশিত গবেষণা জরিপে এই তালিকা প্রকাশিত হয়। গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত এই তালিকায়, প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোনো শিক্ষার্থী হিসেবে ইউশা আরাফের নাম অন্তর্ভুক্ত হয়। একইসঙ্গে, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকেও এই সম্মান অর্জনকারী প্রথম শিক্ষার্থী। তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি শুরু করবেন আগামী নভেম্বর মাসে।

মাত্র ২৫ বছর বয়সে ইউশা আরাফের নামের পাশে রয়েছে ৭০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ এবং ২,২৭১টি সাইটেশন, যা তার বয়সের জন্য একটি বিরল এবং অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত। এই সাফল্যের কারণে, মাইক্রোবায়োলজি শাখার ২,০৪,৭৫৯ জন গবেষকের মধ্যে তিনি ৩,৪৮৪তম অবস্থানে রয়েছেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের কাতারে এত অল্প বয়সে নিজের নাম প্রতিষ্ঠিত করা নিঃসন্দেহে একটি অনন্য অর্জন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ইউশা আরাফ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। উল্লেখ্য, তিনি প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তরে ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যেখানে তার বৈজ্ঞানিক গবেষণা এবং অবদান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

তার এই কৃতিত্বে আত্মীয়-স্বজন, বন্ধু, এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবাই তার অসাধারণ সাফল্যকে অভিনন্দিত করছেন। বাংলাদেশের মোট ২০৫ জন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গবেষক বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের এই তালিকায় স্থান পেয়েছেন, যেখানে ইউশা আরাফের স্থান তার পরিবারের পাশাপাশি গোটা দেশের জন্যও গৌরবের বিষয়।


আরও খবর



সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

শেয়ার বাজারে কারসাজির কারণে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসি ৯২৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি

সাকিবের পাশাপাশি আবুল খায়ের হিরুকে ২৫ লাখ টাকা, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতবরকে ১০ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ এবং জাহেদ কামালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে

বিএসইসি জানিয়েছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার কারসাজির কারণে তাদের সবাইকে মোট এক কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে


আরও খবর



ঢাবি ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, খান আক্তারুজ্জামানের শুভেচ্ছা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ছাত্রশিবিরের অফিসিয়াল ওয়েবসাইটে ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েমকে সভাপতি এবং সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করে।


এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসাবে লোক প্রশাসন বিভাগের মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের আলাউদ্দিন আবিদ, দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক আরবি বিভাগের হামিদুর রশিদ জামিলকে ঘোষণা করা হয়।


ঢাবির ছাত্র শিবিরের কমিটিতে থাকা সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান ‘অনলাইন গ্রুপ’র ব্যবস্থাপনা সম্পাদক খান মো. আক্তারুজ্জামান আক্তার। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা অর্জনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিলো বাংলাদেশ ইসলামি ছাত্র-শিবির ও ছাত্রদলের কোমলমতি শিক্ষার্থীদের। আমরা পিছনে থেকে তাদের শুধু সাপোর্ট দিয়েছি। তাদের অবদান অনস্বীকার্য্য। এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যে উদ্দেশ্যে দ্বিতীয় যুদ্ধ শুরু হয়েছিলো সেটার প্রথম ধাপ দেশের জনগন সঠিকভাবে পার করতে পেরেছে। এজন্য দেশের সাধারণ জনগনকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এখন দেশ গঠনের কাজ বাকি আছে। আশা করি দেশ গঠনে জনগনকে পাশে পাবো। জনগনের সহযোগীতা থাকলে আমরা তাদের একটা আদর্শ দেশ উপহার দিতে পারব ইনশাআল্লাহ। 


আরও খবর

সব হত্যার বিচার চান জামায়াত আমির

রবিবার ১৩ অক্টোবর ২০২৪




নাজিরপুর সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী শিশুসহ নিহত -৮

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

হাসিবুর রহমান :

পিরোজপুর: পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে নারী শিশু সহ দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত তিনটায় পিরোজপুর- নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শাওন (৩২) নাজিরপুরের হোগাবুনিয়া এলাকার মৃত আসাদ মৃধার পুত্র, আমেনা বেগম (২৫) শাওনের স্ত্রী, শাহাদাত (১০) শাওনের পুত্র, আব্দুল্লাহ (০৩) শাওনের পুত্র। 

এছাড়াও নিহত মো: মোতালেব (৪৫), শেরপুরের দিঘীপাড়া রঘুনাথপুর নিজামুদ্দিনের পুত্র, সাবিনা (৩০) মোতালেবের স্ত্রী, মুক্তা (১২) মোতালেব এর মেয়ে, সোয়াইব (০২ নিহত মোতালেব এর পুত্র। 


নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, অবসরযাপনের জন্য শাওন ও তার বন্ধু পরিবার নিয়ে কুয়াকাটা গিয়েছিলেন। সেখান থেকে গ্রামের বাড়ি নাজিরপুরের হোগলা বুনিয়া ফেরার পথে রাত তিনটার দিকে পিরোজপুর নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি খালে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়ত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম আসিফ আহমেদ জানান একটি প্রাইভেটকার দুর্ঘটনায় আট জনকে পিরোজপুর জেলা হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সবাই পানিতে ডুবে মারা গেছেন। 

পিরোজপুর সদর থানার এস আই শাহজাহান কবির জানান খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়ত তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত্যু বক্তিদের তালিকা

১। মোঃ শাওন মৃধা (৩২) পিতা আসাদুজ্জামান মৃধা 

২। মোসাঃ আমেনা বেগম(২৫) স্বামী শাওন মৃধা, 

৩। মোঃ শাহাদাত(৭) পিতা মোঃ শাওন মৃধা, 

৪। আব্দুল্লাহ(৪) পিতা শাওন মৃধা, সর্ব সাং-ভাইজোড়া, ২নং ওয়ার্ড, থানা-নাজিরপুর, ০১৭২০ ৫৯২৬৫৫

৫। মোঃ মোতালে (৫০) নাজিম উদ্দিন, 

৬। মোসাঃ সাবিনা(২৭) স্বামী মোতালেব

৭। মুক্তা(৯) পিতা মোঃ মোতালে

৮। মোঃ ফরিদ(৩), পিতা মোঃ মোতালে সাং-রমনাথপুর, থানা-শেরপুর, জেলা-শেরপুর, ০১৩০০৯৫৭৪০০


আরও খবর



ঝালকাঠির পূজা মন্ডপ পরিদর্শন করলো জেলা বিএনপির নেতৃবৃন্দ

প্রকাশিত:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার তিনটি মন্ডপ পরিদর্শন করেন তাঁরা। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির একটি দল মন্ডপ পরিদর্শনে যান। এ সময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের খোঁজখবর বিএনপি নেতারা। শহরের হরিসভা মণ্ডপ, পুরান বাজার মন্ডপ ও তাঁরা বাড়ি মন্ডপে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলার নেতৃবৃন্দ। এ সময় নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাঁরাবাড়ি মন্ডপে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।  তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে জেলার মন্ডপে বিএনপি নেতা কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশী। সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। এতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আওয়ামী লীগের মতো একটি দানব সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সকলকে ধরে রাখতে হবে। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস ও কৃষ্ণলাল চক্রবর্তী


আরও খবর