Logo
শিরোনাম

মামুনুল হকের মামলার পরবর্তী তারিখ ৪ অক্টোবর নির্ধারণ

প্রকাশিত:মঙ্গলবার ০৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

বুলবুল আহমেদ সোহেল :

জান্নাত আরা ঝর্ণা কে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে সোনারগাঁয় থানায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়েরকৃত ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ আদালতে আরো দুইজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মঙ্গলবার  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্র্যাচে ভর দিয়ে আদালতে উঠেন ধর্ষণ মামলার আসামি মামুনুল হক। মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য দেন , রয়েল রিসোর্টের পিআরও জাকির হোসেন ও গণমাধ্যমকর্মী নুর নবী জনি। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। পরে সাক্ষ্য গ্রহণ শেষে আবারও তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।’

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করেন মামুনুল হক। এ সময় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। 

এরপর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হন মামুনুল হক। এ ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, আরো দুজনের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে যে মামুনুল হক নির্দোষ, আমরা ন্যায় বিচার পাব আশা করি।

জান্নাত আরা ঝর্ণার দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ চলাকালীন সময়ে আদালত চত্তরে মামলার আসামী মামুনুল হক পন্থী অসংখ্য হেফাজত ইসলামীর নেতাকর্মী উপস্থিত হয়ে মামুনুল হকের মুক্তির দাবী করে শ্লোগান দিতে থাকে। এ সময় হেফাজত কর্মীরা বলেন, “হুজুরের স্ত্রী হুজুরের নামে ধর্ষণের মামলা করছে ! আর সুযোগ নিয়েছে সরকার।”

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন জানান, আজ মামলার আরো দুজনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ৪ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। 


আরও খবর



সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

প্রকাশিত:বুধবার ০২ অক্টোবর 2০২4 | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সাকিবের সঙ্গে স্ত্রী উম্মে রোমান আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউ থেকে এই চিঠি দেয়া হয়

এছাড়াও আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর, হিরুর ভাই মোহাম্মদ বাশার, বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মো. নাজমুল বাশার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৪ সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় ২৫ লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত ২০ আগস্ট থেকে জব্দ রয়েছে

সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীকে নির্বাচন করে মাগুরা-১ আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান


আরও খবর



যশোরের কেশবপুরে মাছ চাষিদের মাথায় হাত, পথে বসেছে ঘের মালিকরা

প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image
উত্তম কুমার - যশোর, জেলা প্রতিনিধি::

যশোরের কেশবপুরে বন্যায় ৩৬৪০ টি মাছের ঘেরন ও ২৪২০ টি পুকুর ভেসে গেছে। এছাড়াও কৃষিতে হয়েছে ব্যাপক ক্ষতি, এতে ৩১৭৩হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলের ক্ষেতও। এর ফলে মাছ চাষী ও কৃষক পড়েছেন ব্যাপক আর্থিক অনটনে। টানা বৃষ্টি ও হরিহর নদের পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছ চাষিদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে, সরজমিনে কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকার ফয়েজ হোসেনের বাড়ি ঘরে র ভিতর পানি ঢুকে পড়ায় তারা পাশের একটি উচু ঘরে আশ্রয় নিয়েছে, এছাড় বাড়ির উঠানে বন্যার পানিতে জাল ফেলে মাছধরছেন ফারুক হোসেন নামক এক যুবক, অপর দিকে খান পাড়ার কয়েকটি পরিবারের লোকজন যশোর- চুকনগর সড়কের মধ্যকুল তেল পাম্পে এলাকার একটি উচু ভবনে এসে আশ্রয় নিয়েছেন।

হরিহর নদের মধ্য কুল এলাকায় পানি ঢোকা বন্ধ করতে বাদ নির্মাণ করতে দেখা যায়। টানা বৃষ্টির পাশাপাশি নদনদীর উপসে পড়া পানিতে পুর পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি ঢুকে পাড়ায় অনেক  উচু জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। মধ্যকুল গ্রাম আব্দুর রহিম বলেন, তার মাছের ঘের ভেসে গেছে বহু ক্ষতি হয়েছে উপজেলার কৃষি অফিসে জানা গেছে- বন্যায় ৩১৭৩ হেক্টর আমন ধান:৩০০ হেক্টর সবজি ২১ সেক্টর মরিচ ৩০ হেক্টর হলুদ সাড়ে ৯ হেক্টর তুলা ২১ হেক্টর আখ  সাড়ে ২৫ সেক্টর পানের বরজ,২৫ হেক্টর কুল খেত তলিয়ে গেছে,উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা বলেন বন্যার পানিতে কেশবপুরের প্রায় ৩৬৪০ টি মাছের ঘের ২৪২০ পুকুর ভেসে গেছে, এতে মাছ চাষীদের প্রায় ২০১৫ মেট্রিকটন মাছ ভেসে গেছে এতে ৫০ কোটি টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও খবর



রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৫ অক্টোবর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

এসময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।


আরও খবর



দেশের রপ্তানি আয় বেড়েছে ২.৯১ শতাংশ

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ |

Image

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ছাত্র-জনতার কমপ্লিট শাটডাউনের মধ্যে পরিস্থিতি অচল হয়ে পড়ে। এই সময় সান্ধ্য আইন জারি করা হয় এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। তবুও, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, দেশের রপ্তানি আয় ২.৯১ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক মেজর ইকোনমিক ইন্ডিকেটর: মান্থলি আপডেট শীর্ষক আগস্টের প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ৩৮২ কোটি ৩৭ লাখ ডলারের। ২০২৩ সালের জুলাইয়ে রপ্তানির পরিমাণ ছিল ৩৭১ কোটি ৫৬ লাখ ডলার। ফলে, জুলাইয়ে রপ্তানি প্রবৃদ্ধি ২.৯১ শতাংশ হয়েছে

বিশ্লেষকরা জানিয়েছেন, জুলাই মাসে রপ্তানি বিঘ্নিত হয়েছিল কিছু সময়ের জন্য, তবে আগের বছরের তুলনায় উৎপাদন বৃদ্ধি পেতে পেরেছে। বিশেষ করে ভ্যালু অ্যাডেড পোশাকের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে, যা অর্থমূল্যে বেশি হলেও পরিমাণে কম হতে পারে

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান জানান, গত বছর ঈদের কারণে জুলাই মাসে উৎপাদন কম ছিল। তবে, চলতি বছর পরিস্থিতির কারণে তিন-চার দিনের জন্য উৎপাদন বিঘ্নিত হয়েছে। এ অবস্থায় তারা অন্তত ১০ শতাংশ বেশি উৎপাদন করতে সক্ষম হয়েছেন

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে পোশাক পণ্যের ক্ষেত্রে। নিটওয়্যার পোশাক রপ্তানির অর্থমূল্য ছিল ১৭২ কোটি ৯১ লাখ ডলার, যা গত বছরের জুলাইয়ে ছিল ১৬৯ কোটি ৪৪ লাখ ডলার

এছাড়া, ওভেন পোশাকের রপ্তানির অর্থমূল্য ১৪৪ কোটি ৯৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৩৯ কোটি ৪৭ লাখ ডলার। বস্ত্র খাতের হোম টেক্সটাইল রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪.২১ শতাংশ, যার অর্থমূল্য চলতি বছরের জুলাইয়ে ৫ কোটি ৪৫ লাখ ডলার

কৃষিপণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.২৩ শতাংশ, যা জুলাই মাসে ৮ কোটি ২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তবে, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য এবং রাসায়নিক পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে

রপ্তানিকারকরা কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কারণ তারা মনে করেন বাস্তবতার সঙ্গে ওই তথ্য সঙ্গতিপূর্ণ নয়


আরও খবর



ফুলবাড়িতে, চিঠি লিখে গাছে টাঙ্গিয়ে ঘোষণা দিয়ে হিন্দু মেয়েকে অপহরণ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৪ অক্টোবর ২০২৪ |

Image

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়িতে পূর্ব ঘোষণা দিয়ে হিন্দু পরিবারের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয়েছে। বুধবার ১৮ (সেপ্টেম্বর)উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা  ঘটে। পরে বৃহস্পতিবার ১৯ (সেপ্টেম্বর)অপহৃত ছাত্রীর বাবা অর্জুন চন্দ্র সেন ফুলবাড়ী থানায় একটি লিখিত অপহরণের অভিযোগ করেছেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি নত্তয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা বলেন কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে ৩০ টির মতো হিন্দু পরিবার বসবাস করে।গত ২(সেপ্টেম্বর) হতে ৩ (সেপ্টেম্বর) সকালের মধ্যে একটি চক্র হিন্দু পাড়ায় একটি গাছের মধ্যে চিঠি টাঙ্গিয়ে দেয় চিঠিতে লেখা ছিল এই বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে এবং মুসলিম বানানো হবে।এ ঘটনায় ৪(সেপ্টেম্বর) রনজিত চন্দ্র সেন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। সেই দিনে উপজেলা নিবার্হী কর্মকর্তা রেহনুমা তারান্নুম এর নির্দেশে গাছ থেকে চিঠি সরিয়ে ফেলা হয়।এ ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন।

পুলিশ ও স্থানীয়রা জানান,অর্জুন চন্দ্র সেনের মেয়ে ছবিতা রানী সেন (১৫) অনন্তপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।১৮(সেপ্টেম্বর) বুধবার বিকেল পাঁচটার দিকে কোচিং সেন্টার থেকে বাড়িতে ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে।অপহরণ কারীরা হলো অনন্তপুর গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ আলিনুর রহমান (৩৫)সহ তার সাঙ্গপাঙ্গরা।

অর্জুন চন্দ্র সেন বলেন আমরা মেয়ে খুবই শান্ত স্বভাবের সে ছাত্রী ও ভালো আমার মেয়ে ছবিতা রানী কোচিং থেকে বাড়ি ফেরার পথে আলিনুর সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে জোর করে অপহরণ করেছে। তাকে গোপন স্থানে বন্দি করে রেখেছে এ বিষয়ে থানায় একটি অপহরণের অভিযোগ করেছি। তিনি আরও বলেন যেদিন থেকে চিঠি লিখে হুমকি দিয়ে গাছে টাঙ্গিয়ে দিয়ে গেছে তার পর থেকে আমরা সবাই আতংকিত হয়ে পরেছিলাম।এ বিষয়ে প্রশাসন কে জানিয়েছি কিন্তূ কি হলো অবশেষে হুমকি দাতাদের পরিকল্পনা বাস্তবায়ন হলো। অর্জুন চন্দ্র সেন কেঁদে কেঁদে বলেন আমি আমার মেয়ে কে অক্ষত অবস্থায় ফেরত চাই।

অনন্তপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত চন্দ্র সেন বলেন,আমরা গত ৪(সেপ্টেম্বর) থানায় একটি লিখিত ডাইরী করেছিলাম পুলিশ আন্তরিক ভাবে বিষয়টি ক্ষতিয়ে দেখলে দুর্বৃত্তদের চিহ্নিত করতে পারত এবং তাদেরকে আইনের আওয়তায় আনতো তাহলে আজকে আমাদের গ্রামের মেয়ে অপহরণের শিকার হতো না। এখন এই একটি ঘটনায় গ্রামের অন্যান্য অভিভাবকরা তাদের মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।

এবিষয়ে পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চন্দ্র রায় বলেন, এভাবে প্রকাশ্যে চিঠি লিখে হুমকি দিয়ে হিন্দু মেয়েকে তুলে নিয়ে যাওয়াটি খুবই দুঃখজনক মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

দক্ষিণ অনন্তপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ছালেক মিয়া জানান,ঘটনা শোনার পরে মেয়েটির বাবা ও আত্নীয় স্বজনদের নিয়ে রাতেই ওই ছেলের বাড়িতে গিয়ে বাড়ির সবাইকে জিজ্ঞাসা করি তারা সবাই বলে ছেলে মেয়ে কোথায় আছে আমরা জানিনা । পরবর্তীতে মেয়ের বাবাকে আমি আইনের শরনাপন্ন হতে পরামর্শ দেই। এভাবে চিঠি লিখে গাছে টাঙ্গিয়ে হুমকি দিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে যাবে বিষয়টি খুবই নিন্দনীয় এছাড়া মুসলিম ছেলেটা বিবাহিত তিনি মেয়েটিকে উদ্ধারের জোর দাবি জানান।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি নত্তয়াবুর রহমান জানান,পুলিশ পূর্বের জিডিটি তদন্ত করেছিল। এবং ওই হিন্দু গ্রামের দিকে নজর রেখেছিল। বৃহস্পতিবার মেয়েটির বাবা একটি অপহরণের অভিযোগ করেছে আমি সরেজমিনে আছি তদন্তের জন্য। অপহরণ মামলা রুজু করা হবে ।পুলিশ অপহৃত ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করবে বলে জানান।

ফুলবাড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা রেহনুমা তারান্নুম জানান, তিনি বিষয়টি শুনেছেন অপহৃত স্কুল ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। 


আরও খবর