Logo
শিরোনাম

অবরোধেও রাজধানীতে গাড়ির চাপ

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। বুধবার অষ্টম দফার এ অবরোধ কর্মসূচিতে ঢাকার সড়কে সকাল থেকে চলছে বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বেশকিছু যানবাহন। তবে রাজধানী ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস। বাড্ডা, রামপুরা, মহাখালী ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

সকাল থেকেই অফিসগামী মানুষের ব্যস্ততা চোখে পড়ে। বাসের চাপ বাড়ায় ও থেমে থেমে যাত্রী নেওয়ায় কিছু কিছু এলাকায় গাড়ির জটলাও তৈরি হয়। যদিও অবরোধ ছাড়া সাধারণ দিনের তুলনায় কিছুটা কম।

এদিকে, মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী ও গাবতলী এলাকায় অবরোধের কিছুটা প্রভাব পড়েছে। সড়কে যানজট নেই। বেশ কিছু পাবলিক ও ব্যক্তিগত পরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার পরিবহন চলছে না। এতে বিপাকে পড়েছেন ঢাকার বাইরের যাত্রীরা।

অন্যদিকে, সকাল থেকে গুলিস্তান, টিকাটুলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা, কাজলা, শনির আখড়া ঘুরে দেখা গেছে, গাড়ি চলাচল একেবারেই স্বাভাবিক। রাস্তায় পর্যাপ্ত বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, পণ্যবাহী গাড়িসহ অন্যান্য যানবাহন রয়েছে।


আরও খবর



শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর 20২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

জাপানে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ওই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। খবর জাপান টাইমসের

জাপাসি গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছেমঙ্গলবার জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে

এই কম্পনের পর স্থানীয় আবহাওয়া অফিস সুনামি সতর্কতা জারি করে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছেভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হয়


আরও খবর



সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার করুন: প্রিন্স

প্রকাশিত:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | হালনাগাদ:রবিবার ১৩ অক্টোবর ২০২৪ |

Image

নিজস্ব প্রতিবেদক :

সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সম্প্রতি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হত্যা, সারা দেশে ‘মব’, পাহাড়ে হামলা, দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, চাঁদাবাজি, হুমকি-ধামকি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) নড়াইলে সিপিবির বড়দিয়া শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশে এ দাবি জানান তিনি। 


রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বৈরশাসনবিরোধী আন্দোলনের গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ভূমিকা নেওয়ার, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যকে সামনে রেখে সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করতে হবে।’ 


তিনি বলেন, ‘গ্রামের কৃষক, খেতমজুর, গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষ দেশকে বাঁচিয়ে রেখেছে। তাদের উপার্জিত অর্থ লুটপাটকারীরা তাদের স্বার্থে আইন করে, নানাভাবে চাঁদাবাজি করে ভাগ বাটোয়ারা করে নেয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে, এজন্য চলমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটি পরিপূর্ণভাবে করতে হলে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে। পার্টিকে, বামপন্থীদের ক্ষমতায় যেতে হবে।’ 


আগামীতে স্থানীয় সরকারসহ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের আহ্বান জানান সিপিবি সাধারণ সম্পাদক।


তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনজীবনের সংকট সমাধানে জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান। 


এর আগে বেলা ১১টায় বড়দিয়া পোস্ট অফিস রোডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়দিয়া বাজারে পথসভায় মিলিত হয় । 


পথসভায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আরও বক্তব্য দেন কেন্দ্র কমিটির সদস্য খুলনা জেলা সভাপতি ড. মনোজ দাস, সিপিবির নড়াইল জেলা সভাপতি ও খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ।


আরও খবর

সব হত্যার বিচার চান জামায়াত আমির

রবিবার ১৩ অক্টোবর ২০২৪




শুক্রবার থেকে মেট্রোরেল প্রতিদিন চলবে

প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ |

Image

মেট্রোরেল আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলাচল করবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল

কোম্পানি সচিবের সই করা ডিএমটিসিএল অফিস আদেশ অনুসারে, প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাবে এবং রাত ৯টা পর্যন্ত মতিঝিল মেট্রো স্টেশনে চলাচল করবে। এছাড়া, শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মেট্রোরেল মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত চলবে

প্রসঙ্গত, আন্দোলনের সময় গত ১৯ জুলাই ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি


আরও খবর



ঝালকাঠির পূজা মন্ডপ পরিদর্শন করলো জেলা বিএনপির নেতৃবৃন্দ

প্রকাশিত:শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ |

Image

ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার তিনটি মন্ডপ পরিদর্শন করেন তাঁরা। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির একটি দল মন্ডপ পরিদর্শনে যান। এ সময় সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা। হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের খোঁজখবর বিএনপি নেতারা। শহরের হরিসভা মণ্ডপ, পুরান বাজার মন্ডপ ও তাঁরা বাড়ি মন্ডপে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলার নেতৃবৃন্দ। এ সময় নলছিটি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তাঁরাবাড়ি মন্ডপে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।  তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে জেলার মন্ডপে বিএনপি নেতা কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কোন শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশী। সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। এতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আওয়ামী লীগের মতো একটি দানব সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা সকলকে ধরে রাখতে হবে। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক সেলিম গাজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস ও কৃষ্ণলাল চক্রবর্তী


আরও খবর



পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আইজিপি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১২ অক্টোবর ২০২৪ |

Image

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  তিনি বলেন, টেকসই পরিবেশ সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আইজিপি আজ বৃহস্পতিবার সকালে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে ট্যুরিস্ট পুলিশ আয়োজিত 'এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন ট্যুরিজম: রেসপনসিবিলিটি অব পুলিশ' (Environmental Sustainability in Tourism Responsibility of police) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি  ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব। সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক।

আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ট্যুরিস্ট পুলিশ পর্যটন বিভাগ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটর, স্থানীয় জনসাধারণ এবং এনজিওর সাথে যৌথভাবে কাজ করছে।

আইজিপি পরিবেশের ক্ষতি সাধন রোধে বন ও পরিবেশ বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য ট্যুরিস্ট পুলিশের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন খাত প্রভাবকের ভূমিকা পালন করে। টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সকলকে সচেতন হতে হবে। 

মূল প্রবন্ধে অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট পুলিশের  গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

তিনি পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পর্যটনখাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি ট্যুর অপারেটরের প্রতিনিধিগণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর