Logo
শিরোনাম

অভিনেত্রী জয়া প্রদার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত:শনিবার ১২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

একটি মামলায় ছয় মাসের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী জয়া প্রদাকে। তাকে এ দণ্ডাদেশ দিয়েছে চেন্নাইয়ের একটি আদালত।

জয়ার বিরুদ্ধে অভিযোগ, নিজের কেনা সিনেমাহলের কর্মীদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেননি তিনি।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, কয়েক বছর আগে চেন্নাইয়ে একটি সিনেমাহল কিনেছিলেন জয়া। তবে লোকসান হওয়ায় হলটি বন্ধ করে দেন তিনি। এরপরই জয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে কর্মীরা ওই সময় কর্মরত ছিলেন, তাদের বেতন থেকে কেটে নেওয়া স্বাস্থ্যবিমার টাকা জমা দেওয়া হয়নি।

এ নিয়ে কর্মীরা অভিযোগ করলে জয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোড় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।

অভিনেত্রী অভিযোগ স্বীকার করে নেন এবং মামলার বাদীদের আশ্বাস দেন, বকেয়া সব মিটিয়ে দেবেন। মামলা খারিজ করার আবেদন জানান তিনি।

কিন্তু তাতে কাজ হয়নি। জয়ার সেই আবেদন খারিজ করে শুক্রবার ওই মামলার শাস্তি ঘোষণা করেন আদালত।

উল্লেখ্য, ওই সিনেমাহল ব্যবসায় রাম কুমার ও রাজা বাবু নামে দুই সহযোগী ছিলেন জয়ার সঙ্গে। তাদেরও দোষীও সাব্যস্ত করা হয়েছে এ মামলায়।

হিন্দি সিনেমার প্রখ্যাত অভিনেত্রী জয়া প্রদা। পাশাপাশি তেলেগু ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয় তিনি। ১৯৭৯ সালে তার প্রথম মুক্তি পাওয়া বলিউড সিনেমা সরগম তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি।

হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে রাজনীতির মাঠে নামেন জয়া। ১৯৯৪ সালে তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। পরে তিনি রাজ্যসভার সদস্য হন। লোকসভার সদস্যও হয়েছিলেন। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এই অভিনেত্রী।

 


আরও খবর

রাজ্যকে নিয়ে আবেগঘন পোস্ট পরীমণির

রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪




রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত:মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::


রাজশাহী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভির স্টাফ রিপোর্টাও শ.ম সাজু। সদস্য সচিব হয়েছেন দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল। এছাড়াও আরও পাঁচজনকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় এই কমিটি গঠন করা হয়। এর আগে সভায় পূর্বের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়। রাজশাহী প্রেসক্লাব থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



তলবি সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন। সভায় কমিটির সহ-সভাপতি শ.ম সাজু, আহসান হাবীব অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অনিসুজ্জামান, এসএ টিভি ব্যুরো প্রধান জিয়াউল গনি সেলিম ও ইত্তেফাকের ফটোসাংবাদিক আজাহার উদ্দিন। এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্যপদ প্রদানের উদ্যোগ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।



তলবি সভা শেষে প্রেসক্লাব মিলনায়তনে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সদস্য সরকার শরিফুল ইসলাম, মঞ্জু আরা খাতুন, ওয়ালিউর রহমান বাবু, জামাল উদ্দিন, মুস্তাফিজুর রহমান মিশু,বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী শাহেদ, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলু, আবদুস সাত্তার ডলার, সালাউদ্দিন, মুস্তাফিজুর রহমান রাসেল, এনায়েত করিম, রাজু আহম্মেদ, মাইনুল হাসান জনি, সামশুল ইসলাম, সাখাওয়াত হোসেন রাজশাহী কলেজ রিপোটাার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক এস আলী দুর্জয়, সহ-সভাপতি আবু সাঈদ রনিসহ শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image

গজারিয়া (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি: 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

খবর নিয়ে জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।

কুমিল্লাগামী মাইক্রোবাসের চালক মফিজুল ইসলাম বলেন, ‘মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাবো। প্রথমে কুমিলাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ।’

তিনি আরো বলেন, ‘কিছু যানবাহনের চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।’

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহীদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।



আরও খবর

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ |

Image
মোঃ শাকিল আহামাদ - জেলা প্রতিনিধি রাজশাহী ::

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপ পরিচালক জনাব মো: নইমুল আহসান ভুইয়াঁ (পি.এফ.এম), স্বেচ্ছাসেবকদের মতবিনিময় করেছেন। 

বুধবার (০৪ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জনাব মো: নইমুল আহসান ভুইয়াঁ (পি.এফ.এম), উপ-পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী বিভাগ, রাজশাহী। 

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জনাব এ.কে.এম মুরশেদ, সিনিয়র স্টেশন অফিসার আবু সামা স্যার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় স্বেচ্ছাসের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইহতেশামুল আলম, খন্দকার আসমাউল, আবির হোসেন, মিনহাজ ইসলাম রোজ, রাগিব শাহরিয়ার, তারিক আহমেদ সিদ্দিকী, আব্দুল্লাহ আল রায়ান সহ রাজশাহীর আরো ৬৫ জন স্বেচ্ছাসেবক বৃন্দ।

এই সভায়  প্রধান অতিথি উপ পরিচালক মহোদয় বলেছেন   রাজশাহীতে স্বেচ্ছাসেবকরা সেবা করার জন্য যে পরিমাণ আগ্রহ দেখিয়েছে তাতে আমি খুবই খুশি হয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তোমরা কোন ট্রেনিং ছাড়া ট্রাফিক এর কাজে যেভাবে সহযোগিতা করেছো তা সত্যি প্রসংশার দাবিদার, আমরা যখন কোন দুর্ঘটনা স্পটে যাই এবং দেখি সেখানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস স্বেচ্ছাসেবকরা আছে তখন আমাদের মনোবল আরও মজবুত হয়, তোমাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমরা টাকা বা বেতনের বিনিময়ে সেবা প্রদান করি কিন্তু তোমরা নিজেদের পকেটের টাকা খরচ করে সেবার জন্য যে পরিশ্রম কর তার সঠিক মূল্যায়ন আমরা করতে পারি না, সেবার জন্য প্রস্তুত থাকার জন্য তোমাতের আহ্বান জানাচ্ছি, যখনই কোন দুর্ঘটনার খবর পাবো সাথে সাথে তোমাদের কে জানানো হবে তখন তোমরা ইমার্জেন্সি ভিত্তিতে স্পটে উপস্থিত হবে।

তিনি আরো বলেন আন্দোলন পরবর্তী সময়ে এবং অন্যান্য যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে স্বেচ্ছাসেবকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে উৎসাহিত করেন।

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




কুষ্টিয়ায় সাংবাদিক সাগর রুনি ও রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:শনিবার ২৪ আগস্ট 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ |

Image

মাহাবুব হোসেন,কুমারখালী(কুষ্টিয়া)

বাংলাদেশের আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ আগস্ট) কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সকাল ১১ টাই কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) (রেজি নং-২০৬৯) এর  আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।

মানববন্ধনে বক্তরা বলেন, গত এক যুগে ১১১বার সাগর-রুনী হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। আওয়ামী সরকার নিজের দোষ গোপন রাখতেই সাগর-রুনী হত্যা কান্ডের বিচার না করে প্রহোসন করেছে। বর্তমানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকারের কাছে সাগর-ররুনী হত্যা কান্ডের বিচারের জোর দাবি জানান এছাড়াও কুষ্টিয়ার হাসিবুর রহমান রুবেল হত্যা কান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অতি পরিকল্পিত ভাবে রুবেলকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়। এই হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশাসনের স্বার্থলোভী কর্মকর্তা ও আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হত্যা করা হয়। এই হত্যার যেনো কোনভাবে বিচার না হয় সে জন্য নৌ পুলিশের কাছে মামলার তদন্ত ভার দেয়া হয়েছে। এখন সময় এসেছে রুবেলের হত্যাকারিদের শনাক্ত করার। দ্রুত রুবেল হত্যা কান্ডের জট খুলে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংববাদিকদের কলম থামিয়ে দিতে কালো আইনের সমালোচনা ও বাতিলের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আওয়ামী সরকার তার রাজত্ব্য কায়েম ও নির্বিগ্নে জুলম নিপিরন চালিয়ে যেতে সাংবাদিকদের কন্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন পাশ করে। এই আইনের মাধ্যমে দেশের অনেক সাংবাদিক মিথ্যা মামলার শিকার হয়েছে। স্বাধীন সাংবাদিকতা ও সত্যকে সত্য বলে তুলে ধরার ক্ষমতা কেড়ে নেয়া হয় এ আইনের মাধ্যমে। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান তারা

আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪




নওগাঁয় সড়কের ধারের ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ |

Image

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁ টু মহাদেবপুর সড়কের ধারে ডোবা থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৩৮-৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ বুধবার বিকেলে নওগাঁ টু মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মোল্লাকুড়ি (উত্তরগ্রাম) এলাকায় পৌছে সড়কের ধারের ডোবা থেকে তার মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় তার শরীরে কোন পোশাক ছিলো না তবে কিছু আঘাতের চিহ্ন ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীন অপরিচিত লোকটি এ এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো এবং দিন-রাতের অধিকাংশ সময় রাস্তার পাশের ওই স্থানে অবস্থান করতো। তারা আরো জানান, রাতের আঁধারে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে বা ঐ ডোবাই পড়েও তার মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শরীরের চামড়া গুলো কুকড়ে গেছে। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহল আমিন জানান, উদ্ধারকৃত অজ্ঞাতনামা মৃতদেহটির পরিচয় সনাক্তে কাজ চলছে।


আরও খবর

রাজশাহীতে গলাকাটা এক নারীর লাশ উদ্ধার

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪