Logo
শিরোনাম

পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি

প্রকাশিত:শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ১৩১জন দেখেছেন

Image

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমাদের পৃথিবী বদলে দেবে চ্যাটজিপিটি। ব্যাখ্যায় তিনি বলেন, এটি একটি চ্যাটবট। প্রশ্নকারী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মানুষের মতো যা উত্তর দেয়। ইন্টারনেট আবিষ্কারের মতোই তাৎপর্যপূর্ণ এই প্রযুক্তি।


ব্যবসা ভিত্তিক প্রভাবশালী জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিল গেটস। 

 

তিনি জানান, আগের কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো। তবে বিষয়বস্তু বুঝতে পারতো না। কিন্তু চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চালান বা চিঠি লিখতে সাহায্য করবে। এতে অনেক অফিসের কাজ আরও সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে।

 

চ্যাটজিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম- 'জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার'। ২০২২ সালের নভেম্বরে বিশ্বের প্রথম সারির মার্কিন গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট বাজারে আনে।

 

এতে পৃষ্ঠপোষকতা করে মাইক্রোসফট করপোরেশন। প্রযুক্তি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ হিসেবে বিবেচিত এটি। বলা হচ্ছে, বিশ্বের শীর্ষ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে হুমকির মুখে ফেলবে চ্যাটজিপিটি।

 

এই চ্যাটবট যেকোনো বিষয়ে লিখতে, প্রত্যুত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, বোধগম্য ভাষান্তর করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে, এমনকি মনের মতো না হলে তা প্রত্যাখ্যান করতে পারে এটি।

 


আরও খবর



দশমিনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বিদায় সংবর্ধনা

প্রকাশিত:শুক্রবার ০৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | ৯১জন দেখেছেন

Image

মোঃ নাঈম হোসাইন,দশমিনা (পটুয়াখালী) :

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আয়োজনে শুক্রবার  সকালে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দশমিনা  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন এর সভাপতিত্বে উপজেলা বদলীকৃত নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী নির্বাহী অফিসার  মোঃ মহিউদ্দিন আল হেলাল।, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি,ডাঃ মোস্তাফিজুর রহমা,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ সিকদার গোলাম মোস্তফা,  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আইনজীবী সমিতির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,দশমিনা বনিক সমিতির সদস্য, ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদোক্তগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও খবর



কু‌মিল্লার এস‌পি প‌রিচ‌য়ে প্রতারনা ।। ‌তিন প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭০জন দেখেছেন

Image

কুমিল্লা ব্যুরো :

প্রতারকচ‌ক্রটি হ‌্যা‌লো পা‌র্টির মাধ‌্যমে প্রতারণা ক‌রে আস‌ছে ।প্রতারনায় নি‌জে‌কে  প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবার কেউ পুলিশ সুপার। এভাবে নিজের পরিচয় গোপন করে ভূয়া পরিচয়  দিয়ে চাকরি প্রত্যাশিদের চাকরি দেবেন বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে জেলার ডি‌বিপু‌লি‌শের ২‌টি টিম ডিএম‌পি ঢাকা ও মাদা‌রীপুর জেলার বি‌ভিন্ন জায়গায় বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেপ্তার করেছে।এসময় প্রতারণায় ব‌্যবহৃত মোবাইল ফোন ,সীম ও আত্নসাৎকৃত টাকা উদ্ধার ক‌রে ডি‌বিপু‌লিশ  । সর্বশেষ ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা জেলার বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিলুট ক্যাস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগ পাইয়ে দেবার নামে প্রতারণার পর ধরা পড়ে চক্রটি।                     বৃহস্পতিবার (২ মার্চ) এমন তথ্য জানিয়েছেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)। 

তিন প্রতারক গ্রেপ্তারকৃতরা হলেন, ডিএমপি কদমতলী থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদারীপুর জেলার শাখার পাড় মোল্লা বাড়ির মৃত শাহাদাত হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মেরাজুল ইসলাম ওরপে লায়ন মেরাজ (৪৬)।

ডিএমপির বংশাল থানার চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামী ও মাদারীপুর জেলার রাজৈর থানার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার ওরপে আলীমুজ্জামান (৪৩) ও তাদের সহযোগী মাদারীপুরের সারোয়ার ফকিনার ছেলে মোঃ রিপন ফকির (৩৭)।

পুলিশ সুপার আব্দুল মান্নান বি‌পিএম(বার) জানান, ফাহিম নামের এক পুলিশের চাকরি প্রত্যাশির আত্মীয়দের কাছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেয় মেরাজুল ইসলাম ওরপে লায়ন মেরাজ (৪৬)। সেই সঙ্গে জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান নিজেকে পুলিশ সুপার পরিচয় দেয়। নিজেদের আসল পরিচয় গোপন রেখে তারা চাকরি দেবে বলে ছয় লাখ টাকা দাবী করে। এবং চাকরির আশায় ফাহিমের পরিবারও ছয় লাখ টাকা পরিশোধ করে। যখন ফলাফলের দিন সে উত্তীর্ণ হয়নি তখন তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

পুলিশ সুপার আবদুল মান্নান  জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অফিসারদের নাম/পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান চাকরি প্রত্যাশিদের এমন প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকতে আহবান জানান।


আরও খবর



নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচনে স্থগিতাদেশের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

মির্জা হৃদয় সাগর, জেলা প্রতিনিধি (নেত্রকোনা):

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নেত্রকোনার সাংবাদিকরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


প্রেসক্লাবের বাইরে থাকা নানা অপকর্মে অভিযুক্ত নামধারী সংবাদকর্মীরা মামলা করায়। আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।এই অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রথম দিন অনিদির্ষ্টকালের কর্মবিরতি পালন করা হয়। প্রথম দিনের ন্যায় আজ দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা পালন করছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।


জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রহসনের রায় দেয়ার প্রতিবাদ জানিয়ে বিচারকের অপসারণ দাবী করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, আদালত থেকে রায় ঘোষণা হবার আগে থেকেই নির্বাচন স্থগিতাদেশ হবার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এতে পরিষ্কারভাবে বুঝা যায় এটা ষড়যন্ত্রমূলক ও পূর্ব পরিকল্পিত। যে কারণে সাংবাদিকরা এই রায়কে প্রেসক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক প্রহসনের রায় বলে আখ্যায়িত করেন।


কাজেই এই প্রহসনের রায়কে অবিলম্বে বাতিল ঘোষণা করে দ্রুত সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করার দাবী জানানো হয়। তারা আরও বলেন প্রেসক্লাবের সদস্যও নয় এমন ব্যক্তি আবার সামাজিক গ্রহণ যোগ্যতাহীন ব্যক্তির মামলা করার এখতিয়ার বহির্ভূত মামলায় কি করে এমন রায় দেন এনিয়ে প্রশ্ন উঠেছে সাংবাদিকসহ সূধী সমাজে। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখার পাশাপাশি আগামী দিনে পুরো শহর অচল করে দেয়ার হুমকি প্রদান করেন।


উল্লেখ্য, মামলা দায়ের কারি ব্যক্তি নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সদস্য হওয়ার জন্য আবেদন করলেও গঠনতন্ত্র মোতাবেক যোগ্যতা না থাকায় তার সদস্যপদ প্রদান করা হয়নি। প্রেসক্লাবের গঠনতন্ত্রের বাহিরে কখন কোনো সদস্য পদ দেওয়া হয়নি, সেই নিয়ম অনুসারে ওই ব্যক্তি সদস্য পায়নি।


যে কারণে প্রেসক্লাবের ভাবমূর্তি বিনষ্ট করতে এবং নির্বাচন বানচালের জন্য ভিত্তিহীন মামলা দায়ের করলে ২২ মার্চ নির্বাচনে ভোট গ্রহণে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম নির্বাচনের আগেরদিন ২১ মার্চ বিকাল সাড়ে চারটায় এই প্রহসনের রায় প্রদান করেন।


আরও খবর



বকশীগঞ্জের বগারচর ইউনিয়নল ভিজিডি'র চাল বিতরন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর  ইউনিয়নে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বগারচর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  ৪৪৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম নিজে দাঁড়িয়ে থেকে চাল বিতরণ করেন।

জানা যায়,২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম বলেন, শতভাগ সচ্ছতার সাথে চাউল বিতরণ করা হচ্ছে তবুও একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। তিনি এসময় অভিযোগ করে বলেন সারমারা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে শাহেদ,মৃত সাকুয়াত মহরীর ছেলে লিয়াকত ও মৃত শাহজামালের ছেলে তুল্ল্যা উপকারভোগীরা চাউল নিয়ে ইউনিয়ন পরিষদের বাহিরে গেলে তাদের বস্তা থেকে চাউল কমিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিবো। আমি নির্বাচিত হওয়ার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


আরও খবর



নেত্রকোনায় তিন উপজেলায় মডেল মসজিদের উদ্বোধন

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:শনিবার ০১ এপ্রিল ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image

মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা :

দেশে ৩য় পর্যায়ে ৫০ টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার তিনটি মসজিদের উদ্বোধন ঘোষণা করেন।  

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জেলার বারহাট্টা উপজেলার আটপাড়া সড়কের রেল লাইনের ওপারে কোর্ট বিল্ডিং এলাকায় স্থাপিত  প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মসজিদের নীচ তলা কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ ও ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক শফিকুর রহমান সরকার বক্তব্য রাখেন।  

এসময় মুসুল্লি গণ সহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। 

সাধারণ মানুষ এমন আধুনিক মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র পেয়ে অত্যন্ত খুশি প্রকাশ করেন। 

সেইসাথে শহরের বাইরে হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন,  যেগুলো বাকী আছে সেগুলো যেন নীতিমালা অনুযায়ী করা হয় সে জন্য  সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। 

তবে ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা জানান, মসজিদ নির্মাণের আগে কোন কাজ নেই তাদের যে কারণে সঠিক জায়গায় করার বিষয়ে কোন হস্থক্ষেপ করতে পারেননি তারা। 

সাংবাদিকদের এক প্রশ্নে জেলা প্রশাসক জানান, এক সময় শহর বর্ধিত হলে মানুষ সমাগমও বেড়ে যাবে।

উল্লেখ্য,  জেলার ১০ উপজেলায় মোট সাধারণ মসজিদ রয়েছে ৫৫১৬ টি। এছাড়াও মডেল মসজিদ নির্মান হচ্ছে আরও ১১ টি। তারমধ্যে বারহাট্টা,  মদন ও কেন্দুয়া এই তিন উপজেলার মসজিদের কাজ সমাপ্ত হয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।  

বারহাট্টা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আমি এই মডেল মসজিদের ইমাম নিয়োগ প্রাপ্ত হয়ে আনন্দিত। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই এমন একটি উদ্যোগের জন্য। পূর্বে কখনো আমরা চিন্তাও করি নাই যে আমাদের জেলা শহরে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে আবার পুরুষ মহিলা একসাথে জামায়াতে নামাজ আদায়ের সুব্যবস্থা হবে। তবে এই মডেল মসজিদটি যদি জেলা সড়কের পাশে হত তাহলে আরও অনেক ভাল হত।

বারহাট্টা মডেল মসজিদের এক মুসুল্লি জানায়, এমন একটি মসজিদ হবে আমরা জীবনে চিন্তাও করতে পারি না। এই মসজিদে নামাজ পড়ে সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি এমন আরও হাজার হাজার মহৎ উদ্যোগ নিতে পারেন।


আরও খবর

বিশ্বের কাছে বাংলাদেশ মডেল

শনিবার ০১ এপ্রিল ২০২৩