
জনপ্রিয়
সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না
ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮ মার্চ)
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি
হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার রাতে ফেসবুক
স্ট্যাটাসে খালিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত
গীতিকার রবিউল ইসলাম জীবন।
জানা গেছে, কয়েক বছর
ধরেই হৃদরোগে ভুগছিলেন খালিদ; একাধিকবার হৃদরোগের চিকিৎসা নিয়েছেন তিনি। তার
হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো ছিল।
আরও জানা যায়, এদিন
রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শিল্পীর দাফন হবে তার
গ্রামের বাড়িতে।
শিল্পীর ঘনিষ্ঠজন ও
সংগীতাঙ্গনের বর্ষীয়ান শব্দ প্রকৌশলী ঈশা খান বলেন, খালিদ ভাই হৃদরোগে আক্রান্ত
হয়ে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। আমরা এখন হাসপাতালে আছি, তার লাশ এখানেই রয়েছে।
ক্যারিয়ারে তুলনামূলক
কম গান করলেও প্রায় সব গানেই জনপ্রিয়তা পেয়েছেন খালিদ। ‘যদি
হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘হয়নি যাবার
বেলা’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’,
‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘মনে তো পড়ে
মন কেঁদেছিল’র মতো অনেক জনপ্রিয় গান রয়েছে তার।
গোপালগঞ্জে জন্ম নেওয়া
এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে চাইম ব্যান্ডে যোগ দেন
তিনি।