Logo
শিরোনাম

৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত প্রত্যাহার করল গ্রামীণফোন

প্রকাশিত:বুধবার ১০ জানুয়ারী ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

রিচার্জের সর্বনিম্ন সীমা ৩০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে গ্রামীণফোন। বুধবার (১০ জানুয়ারি) থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা বিটিআরসির সাথে কথা বলবো এবং আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।

সম্প্রতি এসএমএস এর মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকদের জানিয়েছিল, প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ এমাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।

মাইজিপি অ্যাপের মাধ্যমেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের জানিয়েছিল, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। এর আগে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।


আরও খবর

দেশে চালু হলো গুগল পে

মঙ্গলবার ২৪ জুন ২০২৫




বর্ষা-সাহিত্যে জীবনের জলছবি

প্রকাশিত:রবিবার ১৫ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সাংবাদিক, লেখক, গবেষক :

ঋতুরাজ যদি হয় বসন্ত তাহলে ঋতুর রানি অবশ্যই বর্ষা। ঋতুচক্রে রানির মতো তার বিরাজ। সৃষ্টির শাশ্বত সুর বুকে নিয়ে সে সমৃদ্ধ করে চলেছে আমাদের জীবন ও সাহিত্য। বর্ষা ছাড়া সাহিত্য কিংবা জীবন অনেকটাই কষ্ট-কল্পনা। তাই বর্ষার কাছে আমরা চিরঋণী।

আকাশে মেঘের আনাগোনা আর বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন। বর্ষার আগমন যেন স্বস্তি-শান্তি ও আনন্দের। তীব্র গরমে নগরবাসীর জীবনে আনন্দের বার্তা হয়ে এলো বর্ষা। তপ্ত ধরণীর বুকে বৃষ্টির পানি ঢেলে এই ঋতু প্রকৃতির রূপও বদলে দেয়। ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে... জানি নে, জানি নে... কিছুতে কেন যে মন লাগে না…’। রবীন্দ্রনাথের এই গান যেন আরও মধুর করে তোলে এই ঋতুকে। ঋতুর পালাবদলে নদ-নদীতে যেমন নতুন করে প্রাণ আসে, তেমনি গাছে ফোটে কদম, বকুল নানা রকমের ফুল। কদমকে তো আষাঢ়ের প্রতীকই ভাবা হয়।

রবিবার (১৫ জুন) পহেলা আষাঢ়। বাংলা ক্যালেন্ডারে আষাঢ়-শ্রাবণ দুই মাস নিয়ে বর্ষাকাল। বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকদের রচনায় আছে হাজারো ছোঁয়া। বর্ষার প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায় রবীন্দ্রনাথের গান, বর্ষার ছবি, আর স্মৃতির বর্ণনা। বর্ষায় শুধু বকুল-কদমই ফোটে না, বেলি, জুঁই, দোলনচাঁপা, গন্ধরাজ, হাসনাহেনাসহ প্রায় সব সাদা ফুলের ঘ্রাণে ভরে ওঠে চারপাশ।

বাঙালি সাহিত্যিকদের লেখায়ও বর্ষা যোগ করেছে ভিন্ন মাত্রা। রবি ঠাকুরের ভাষায়— ‘আবার এসেছে আষাঢ় আকাশও ছেয়ে... আসে বৃষ্টিরও সুবাসও বাতাসও বেয়ে...’।

তবে বর্ষা যেমন আনন্দের, বর্ষার নির্মম নৃত্য তেমনই হঠাৎ বিষাদে ভরিয়ে তোলে জনপদ। যেমন—হঠাৎ করে আসা বৃষ্টি যেমন নগরবাসীকে স্বস্তি এনে দেয়, আবার জলাবদ্ধতার কারণে সেই বৃষ্টিই হয়ে দাঁড়ায় দুর্ভোগের কারণ। তবুও বর্ষা বাঙালি জীবনে নতুনের আবাহন। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলির আস্তরণে আনে জীবনেরই বারতা। সুজলা, সুফলা, শস্য শ্যামলা বাঙলা মায়ের নবজন্ম এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য-শস্য-বীজের উন্মেষতো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকেই।

এদিকে আষাঢ়ের প্রথম দিন উন্নয়নের নামে চলমান প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি নিয়ে প্রতি বছরের মতো এ বছরও বর্ষা ঋতুকে বরণ করে নিতে ‘বর্ষা উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। রবিবার (১৫ জুন) বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় সুর-সংগীতে প্রকৃতি-বন্দনার মধ্য দিয়ে শুরু হবে উৎসবের কর্মসূচি।

মৌসুমি বায়ু কারণে আগেই বর্ষা বাংলাদেশে প্রবেশ করেছে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে থেমে থেমে গত কিছুদিন ধরেই বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন আরও বাড়তে পারে। বৃষ্টির এই সময়ে গরমের তাপদাহ কমে আসায় স্বস্তির নিশ্বাস ফেলছে সবাই। তবে এতে ভোগান্তিও হয়, যখন শহরে রাস্তাঘাট পানিতে ডুবে যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বর্ষার প্রথম দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়—রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে।

পরদিন সোমবারের পূর্বাভাসে বলা হয়—রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইভাবে মঙ্গলবার ও বুধবারের পূর্বাভাসেও বৃষ্টির খবর দেওয়া হয়েছে।

বর্ষাকে নিয়ে নানা মিথ রয়েছে, বিশেষ করে দেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে। কক্সবাজারের রাখাইন সম্প্রদায় বর্ষাকে বরণ করে ভিন্ন রকমভাবে। প্রতিবছর তারা কক্সবাজরর সমুদ্র সৈকতে মাসব্যাপী বর্ষাবরণ উৎসবের আয়োজন করে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে রাখাইন সম্প্রদায়ের লোকেরা এ বর্ষাবরণ উৎসবে যোগ দেন।

বর্ষা ঋতু তার বৈশিষ্ট্যের কারণে স্বতন্ত্র। বর্ষা ঋতু কাব্যময়, প্রেমময়। বর্ষার প্রবল বর্ষণে নির্জনে ভালোবাসার সাধ জাগে, চিত্তচাঞ্চল্য বেড়ে যায়। শত অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিড়েও কোথায় যেন মেলে এক চিলতে বিশুদ্ধ সুখ। কদম ফুলের মতো তুলতুলে নরম, রঙিন স্বপ্ন দুই চোখের কোণে ভেসে ওঠে, ঠিক যেমন করে আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। পুষ্প-বৃক্ষে, পত্র-পল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহ নিয়ে এসেছে বর্ষা। গ্রীষ্মের ধুলোমলিন জীর্নতাকে ধুয়ে ফেলে গাঢ় সবুজের সমারোহে প্রকৃতি সাজবে পূর্ণতায়। আষাঢ়ের প্রথমদিনে আজও রয়েছে আকাশেও মেঘের ঘনঘটা।


আরও খবর

অভিজাতরা কেন সালাফি হচ্ছে

শুক্রবার ২০ জুন ২০25




ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার মাদক জব্দ

প্রকাশিত:সোমবার ১৬ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ জুন ২০২৫ |

Image

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।যার সর্বমোট বাজার মূল্য ৭লাখ ৭২হাজার ৬শত পঞ্চাশ হাজার টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

জানাযায়,রবিবার ১৫(জুন)গভির রাতে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন ফুলবাড়ী উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা কুরুষা ফেরুষা শিমুলবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা নন্দির কুটি ও কাশিপুর অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা নাখরাজ নামক এলাকা সহ- বিজিবির ৩টি বিশেষ টহলদল পৃথক পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় টহলরত বিজিবি সদস্যরা কতিপয় সন্দেহ জনক ব্যাক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা মাদক গাঁজা,ফেন্সিডিল ও ইস্কাফ ফেলে পালিয়ে যায়।পরে একটি ইজিবাইক সহ-বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যর মধ্যে গাঁজা ১২৬.৭কেজি, ফেন্সিডিল ১০৯ বোতল ও ফেনসিডিলের বিকল্প নেশা ইস্কাফ সিরাফ ৩৩৯ বোতল।

লালমনিরহাট -১৫ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম "পিএসসি"বলেন দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সর্তক ও প্রস্তূত রয়েছে। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সকলের নিকট সহযোগিতা করার আহ্বান জানান।


আরও খবর



যানজটের শহরে ফাঁকা ঢাকার রাস্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২১ জুন ২০২৫ |

Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ঢাকার রাস্তায় নেই চিরচেনা ব্যস্ততা, কোলাহল, যানজট। ঈদুল আজহায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও টানা ১০ দিনের ছুটি কাটাবেন। গতকাল বুধবার থেকেই ঈদের এই লম্বা ছুটিতে অনেকেই রাজধানী ছেড়েছেন। আজও অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন। ফলে রাজধানী ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল, কমলাপুরসহ রাজধানীর বেশিরভাগ সড়ক আজ অনেকটাই ফাঁকা। অন্যান্য কর্মমুখর দিনের তুলনায় আজ জনসাধারণ ও যানবাহনের সংখ্যা কম রয়েছে। অন্যদিকে সড়কে যে-সব গণপরিবহন দেখা যাচ্ছে, সেগুলোতেও রয়েছে যাত্রী সংকট।

এদিকে ফাঁকা রাজধানীর সড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশার রিকশার আধিক্য রয়েছে। পাশাপাশি সড়কে সিএনজি ও সামান্য কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে।  অন্যদিকে যেসব এলাকায় বাস টার্মিনাল কিংবা গরুর হাট আছে, সেসব এলাকাগুলোতে কিছুটা যানজট ও মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে।

আগারগাঁও এলাকায় কথা হয় ব্যাটারিচালিত অটোরিকশাচালক কলিম উল্লাহর সঙ্গে। তিনি বলেন, এখন ঢাকায় গাড়ি কম তাই সব ধরনের রাস্তায় রিকশা চালাতে পারছি। কেউ বাধা দিচ্ছে না। ঈদের সময় যাত্রীরা বকশিস হিসেবে ভাড়াও একটু বাড়িয়ে দেয়।  

ঢাকার রাস্তা ফাঁকা থাকায় অন্যান্য দিন যেখানে দ্বিগুণ বা তারও বেশি সময় লেগে যেত, এখন সেই পথ পেরোতে সময়ও কম লাগছে। তাই যারা বিভিন্ন কাজে বের হয়েছেন, তারা খুব দ্রুত সময়েই গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

একটি পরিবহন কোম্পানির বাসের সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অর্ধেক গাড়ি রাজধানীতে চলাচল করেছে। বাকি অর্ধেক গাড়ি রিজার্ভে উত্তরবঙ্গে যাত্রী নিয়ে যাচ্ছে।

বাসচালক আব্দুল্লাহ কয়েকজন যাত্রী নিয়ে মিরপুর থেকে যাত্রাবাড়ীর উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি বলেন, ঈদের এমন সময় যাত্রী অনেক কম পাওয়া যায়, তবে রাস্তাঘাট ফাঁকা থাকায় খুব কম সময়েই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়।

দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলোর তথ্যমতে, এবার ঈদে দীর্ঘ ছুটির ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গ্রামে যাচ্ছেন ঈদ পালন করতে। তাই গতকাল ও আজ বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। অনেক বাস কোম্পানি যাত্রীদের চাহিদা বিবেচনায় নির্ধারিত বাসের পাশাপাশি বাড়তি বাস নামিয়েছেন সড়কে।  

ঈদ কেন্দ্র করে পর্যাপ্ত ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, তিন পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন- ঈদ পূর্ববর্তী, ঈদের সময় ও ঈদ পরবর্তী।


আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার ১৭ জুন ২০২৫




সাংবাদিক বনাম সেনাবাহিনী একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৭ জুন ২০২৫ |

Image

নিজস্ব প্রতিবেদক :

শনিবার সকালে যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী মাঠে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে এই ক্রিকেট প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্প একাদশ। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৭৪ রান করেন তারা। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ ৬৫ রান করলে বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। পরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ শামসুজ্জামান, ক্যাপ্টেন আরিফ মইন,ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেনসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ। 

সেনাবাহিনী ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান ও সাংবাদিক ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, আনন্দ টিভি সিটি রিপোর্টার মনির হোসেন, আর টিভি সিটি রিপোর্টার রায়হান আহমেদ, যুগান্তরে যাত্রাবাড়ী প্রতিনিধি খোরশেদ আলম, নয়া দিগন্তর আকাশ শিকদার, এশিয়ান টিভি রিপোর্টার শাহিন আহমেদ, সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা


আরও খবর



কিছু জায়গায় লবণ না দেওয়ায় চামড়া নষ্ট হয়েছে

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২১ জুন ২০২৫ |

Image

সরকার এবার কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছে। কিন্তু কিছু জায়গায় চামড়াতে লবণ না দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণলায়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের বিসিক শিল্প নগরীর হলরুমে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

এ সময় ট্যানারিতে চামড়া সংগ্রহ নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, এবার সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে তিন লাখ ৮৮ হাজার কুরবানির পশুর চামড়া এসেছে। সারা দেশে আরও সাত লাখ ৫০০ হাজারেরও বেশি চামড়া রয়েছে। সেগুলো খুব শিগগিরই ট্যানারি কারখানাতে ঢুকবে। সরকার চেষ্টা করেছিল এবার চামড়া সংগ্রহটা যেন ভালোভাবে হয়। যেন মূল্যটা আমরা যতদূর সম্ভব, যেভাবে নির্ধারিত করেছি সেই ভাবে পাই। সরকার এবার কাঁচা চামড়ায় লবণ দেওয়ার জন্য প্রায় ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছে। কিন্তু কিছু জায়গায় চামড়াতে লবণ না দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে। আর বাকি চামড়াগুলো আস্তে আস্তে ঢাকায় আসছে। সরকার চামড়া শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে।

আদিলুর রহমান খান বলেন, কিছু কিছু ছোট মাদ্রাসা চামড়ায় সময়মতো লবণ লাগাতে পারেনি। তবে বড় মাদ্রাসাগুলো লবণ ঠিকমতো লাগাতে পেরেছে। সরকার শিল্পের সক্ষমতা বাড়াতে চায়। চামড়াটা যেন নষ্ট না হয় সেটাও চেষ্টা করা হচ্ছে। এজন্য ট্যানারিতে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। শিল্প টিকিয়ে রাখতে যা করা দরকার সব করা হবে।

ট্যানারি শিল্পের খারাপ অবস্থার জন্য বিগত সরকারকে দায়ী করে তিনি বলেন, ট্যানারি শিল্পতে খারাপ অবস্থার কারণে আগের সরকারের সময় যারা দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তাদেরকে দুর্নীতি দমন কমিশন ডাকছে। এটা ১৭ সালের সরকার না, এটা গণঅভ্যুত্থানের সরকার। এর আগে যে সরকার উল্টো কাজ করেছে, তারা পালিয়ে গেছে। এই সরকার যা করা দরকার তাই করবে।


আরও খবর

ভাতা পাবেন চব্বিশের আহতরা

মঙ্গলবার ২৪ জুন ২০২৫