৭২'এর সংবিধান প্রনেতারা মেন্ডেট পাইছে ৭০এর নির্বাচনের মাধ্যমে। তারাই মুক্তিযুদ্ধ পরিচালনা করছে, দেশ স্বাধীন করছে সংবিধান প্রণয়ন করছে।
২৪এর দালালদের ম্যান্ডেট কই?
৭২এর সংবিধান প্রণয়ন কমিটির ৩৪ জন সদস্যের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
ড. কামাল হোসেন ছিলেন (সভাপতি)
সদস্যদের গড় বয়স ৪২ বছর
অধিকাংশই আইনের ছাত্র
কমিটির সদস্যদের মধ্যে ২৫ জনই ছিলেন আইনের ছাত্র (ব্যারিস্টার/এলএলবি/বি.এল)। একজন রাষ্ট্রবিজ্ঞান, একজন পদার্থ বিজ্ঞান, একজন বাংলা এবং একজন ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর। একজন স্নাতক। দুজন সাধারণ বি.এ পাস। একজনের বিএসসি অসম্পূর্ণ। একজন চিকিৎসক। আবার যাঁরা আইনে পড়েছেন তাঁদের অনেকেরই অন্য বিষয়েও ডিগ্রি ছিল। অর্থাৎ অন্য কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হওয়ার পরে আইনে পড়াশোনা করেছেন। রাজনীতি করতে গেলে আইন পড়তে হয়—এরকম একটি ধারণা, বিশ্বাস ও রেওয়াজ তখন ছিল।
১. সৈয়দ নজরুল ইসলাম (১৯২৫-১৯৭৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং এল.এল.বি।
২. তাজউদ্দিন আহমদ (১৯২৫-১৯৭৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও এল.এল.বি।
৩. খন্দকার মোশতাক আহমদ (১৯২০-১৯৯৬)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল (ব্যাচেলর অব ল)।
৪. এ এইচ এম কামারুজ্জামান (১৯২৩-১৯৭৫)
প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে এম.এ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এল (ব্যাচেলর অব ল)।
৫. এম আবদুর রহিম (১৯২৭-২০১৬)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
৬. আবদুর রউফ (১৯৪২-২০১১)
ঢাকার মোহাম্মদপুর কলেজ থেকে বি.এ।
৭. মো. লুৎফর রহমান (১৯২৭- ২০০৮)
রংপুর কারমাইকেল কলেজ থেকে বি.এ।
৮. আবদুল মমিন তালুকদার (১৯২৯-১৯৯৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
৯. অধ্যাপক আবু সাইয়িদ (জন্ম ১৯৪৫)
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ।
১০. মোহাম্মদ বায়তুল্লাহ (১৯২৭-১৯৮৭)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. এবং এলএলবি।
১১. এম আমীর-উল ইসলাম (১৯৩৭)
বার অ্যাট ল (লিংকনস ইন)।
১২. বাদল রশীদ (১৯২৯-১৯৯৩)
বার অ্যাট ল (লিংকনস ইন)।
১৩. খন্দকার আবদুল হাফিজ (১৯৩০-২০০১)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
১৪. মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর (১৯৩৬-২০২০)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
১৫. অধ্যক্ষ হুমায়ুন খালিদ (১৯৩৫-২০০২)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
১৬. আছাদুজ্জামান খান (১৯১৬-১৯৯২)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ এবং বি.এল (ব্যাচেলর অব ল)।
১৭. এ কে মুশাররফ হোসেন আখন্দ (১৯১৭-১৯৯৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
১৮. শওকত আলী খান (১৯২৬-২০০৬)
বার অ্যাট ল (লিংকনস ইন)।
১৯. আবদুল মমিন (১৯২৯-২০০৪)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
২০. শামসুদ্দিন মোল্লা (১৯২১-১৯৯১)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি।
২১. শেখ আবদুর রহমান (১৯৩০-২০০৮)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. এবং এলএল.বি।
২২. ফকির সাহাব উদ্দিন আহমদ (১৯২৫- ১৯৮৯)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ এবং এল.এল.বি।
২৩. আবদুল মুন্তাকীম চৌধুরী (জন্ম ১৯২৯)।
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.এ এবং লিংকনস ইন থেকে বার অ্যাট ল।
২৪. অধ্যাপক খোরশেদ আলম (১৯২৯-২০০৭)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এম.এস.সি।
২৫. সিরাজুল হক (১৯২৫-২০০২)
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এম.এ এবং ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে এম.এ ও এল.এল.বি।
২৬. দেওয়ান আবুল আব্বাস (১৯২৩-২০০৮)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. এবং এল.এল.বি।
২৭. হাফেজ হাবীবুর রহমান (১৯১৫-১৯৮৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ।
২৮. মুহাম্মদ আবদুর রশিদ (১৯২৫-২০০০)
বিএসসি অসম্পূর্ণ।
২৯. সুরঞ্জিত সেনগুপ্ত (১৯৪৫-২০১৭)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক।
৩০. নুরুল ইসলাম চৌধুরী (১৯২৭-১৯৯৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ এবং এল.এল.বি।
৩১. মোহাম্মদ খালেদ (১৯২২- ২০০৩)
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে এম.এ।
৩২. রাজিয়া বানু (১৯২৬- ১৯৯৮)
কলকাতার আশুতোষ কলেজ থেকে বি.এ অনার্স।
৩৩. ডা. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল (১৯৩৯-২০২০)
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস।
৩৪. ড. কামাল হোসেন (জন্ম ১৯৩৭)
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক ও ব্যাচেলর অব সিভিল ল ডিগ্রি এবং লিংকনস ইনে বার-অ্যাট-ল। আন্তর্জাতিক আইনে পিএইচডি।
এই ৩৪ জনের সাথে তুলনাযোগ্য কি বর্তমানের মার্কিন নাগরিক কোরাম?